Home জীবন যেমন সম্পর্ক ব্রেক আপ হলেও ভুলতে পারছেন না পুরনো প্রেমকে? কী করবেন?

ব্রেক আপ হলেও ভুলতে পারছেন না পুরনো প্রেমকে? কী করবেন?

0

সম্পর্কের সুর সব সময় একতারে বাঁধা থাকে না। কারণে-অকারণে হয় ছন্দপতন। ভেঙে যায় ভালোবাসার সম্পর্ক। দীর্ঘ দিনের সম্পর্ক থেকে বেরিয়ে আসা খুবই কষ্টকর। আরও কষ্ট ব্রেক আপের পর সুখ স্মৃতিরোমন্থন করা। সুখই তখন দগদগে ঘা হয়ে দেখা দেয়।

দেখে নিন ব্রেক আপের কষ্ট ভুলতে কী করবেন

(১) দু’জনে একসঙ্গে কাটানোর মুহূর্তগুলি নিয়ে বেশি ভাববেন না। যত মনে করবেন ততই কষ্ট পাবেন।

(২) সামাজিকতা বাড়ান। সম্পর্ক ভেঙে গিয়েছে তো কী হয়েছে। অন্য বন্ধুদের সঙ্গে সময় কাটান।

(৩) যা হয়েছে তা ভালো হয়েছে ভেবেই বাস্তবকে মেনে নিন। ভালো থাকবেন।

(৪) নিজের সঙ্গে যত বেশি সম্ভব সময় কাটান। দুঃখ থেকে বেরিয়ে আসতে পারবেন।

(৫) সম্পর্ক ভেঙে যাওয়ার পর একে অপরকে দোষারোপ করবেন না।

(৬) আপনার সম্পর্ক ভেঙে গিয়েছে তার জন্য অন্যরা কে কী ভাবছে তা নিয়ে একদম চিন্তা করবেন না।

(৭) অন্য কাজে নিজেকে ব্যস্ত রাখুন।

তাই দুঃখ ভুলে এগিয়ে যান জীবনে। কে বলতে পারে সেরাটা এখনও পাওয়ার বাকি আছে আপনার।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version