Home জীবন যেমন সম্পর্ক ভারতীয়রা জীবনসঙ্গী বাছাইয়ে পারিবারিক চাহিদা নয় মানসিক মিলকেই দিচ্ছে গুরুত্ব, সমীক্ষায় উঠে...

ভারতীয়রা জীবনসঙ্গী বাছাইয়ে পারিবারিক চাহিদা নয় মানসিক মিলকেই দিচ্ছে গুরুত্ব, সমীক্ষায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য

0

ভারতীয় পুরুষরা জীবনসঙ্গী বাছাইয়ের ক্ষেত্রে প্রেম, ভালোবাসাকে গুরুত্ব ভারতীয় মহিলারা মানসিকতার মিলকেই বেশি গুরুত্ব দিচ্ছেন। জীবনসাথী মর্ডান ম্যাচমেকিং রিপোর্টে উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। ২১ হাজার বিভিন্ন বয়সী অবিবাহিত পুরুষ এবং মহিলাদের ওপর সমীক্ষা চালানো হয়। তাতে জীবনসঙ্গী বাছাইয়ের ক্ষেত্রে বিয়ে নিয়ে ধারণা, আর্থিক স্থিতিশীলতা, অভিভাবকদের মতামত কতটা প্রভাব ফেলেছে এসব নিয়েও পুঙ্খানুপুঙ্খ গুরুত্ব দেওয়া হয় সমীক্ষা চালানোর সময়।

সমীক্ষায় জীবনসঙ্গী বাছাইয়ে ৪৭% পুরুষ প্রেম-ভালোবাসাকে গুরুত্ব দিয়েছেন। মহিলাদের সংখ্যা মাত্র ২৯%। ৩৯% মহিলা মানসিকতার মিলকেই বেশি গুরুত্ব দিচ্ছেন। ১১% পুরুষ এবং মহিলা আর্থিক স্থিতিশীলতাকে গুরুত্ব দিয়েছেন। ৪০% অবিবাহিত পুরুষ এবং মহিলা সঠিক জীবনসঙ্গীর সঙ্গে বিদেশে বসবাসে ইচ্ছুক বলে জানিয়েছেন। ৭০% অভিভাবক আবার চান সন্তানের বিয়ে দেশেই হোক, বিয়ের পর তাঁদের সন্তান দেশেই থাকুক। বিয়ের খরচখরচা বহনে ৭২% অবিবাহিত পুরুষ এবং মহিলারা ভাগাভাগি করতে চান। অভিভাবকরাও তাই চাইছেন।

অন্যদিকে, পৃথক আরেকটি সমীক্ষায় দেখা গেছে, ভারতের নাগরিকরা কিন্তু তাঁর ‘লাভ লাইভ’, যৌনজীবনে অসন্তুষ্ট। এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে Ipsos’ Love life satisfaction 2025 Survey শীর্ষক সমীক্ষা রিপোর্টে।

love

গবেষণায় দেখা গেছে, আম ভারতীয়দের যৌনজীবনে সন্তুষ্টির পরিমাণ ৬৩%। সমীক্ষা রিপোর্টে ‘লাভ লাইফ স্যাটিসফ্যাকশন ইনডেক্সে’ ভারতের চেয়ে অনেক ওপরের দিকে রয়েছে আর্জেন্টিনা (৮২%), চিলি (৭৯%), পেরু (৭৯%), ব্রাজিল (৭১%)-এর মতো লাতিন আমেরিকার বিভিন্ন দেশের স্থান। তাইল্যান্ড (৮১%), ইন্দোনেশিয়া (৮১%), মালয়েশিয়া (৭৯%) ও সিঙ্গাপুর (৭১%)-এর মতো এশিয়ার বিভিন্ন দেশও রয়েছে তালিকায় ভারতের অনেক আগে। ভালোবাসা, রোম্যান্স, যৌন জীবন, বিভিন্ন মানুষের সঙ্গে সম্পর্কের ভিত্তিতে সূচক তৈরি করা হয়েছে।

২০২৪ সালের ২০ ডিসেম্বর থেকে ২০২৫ সালের ৩ জানুয়ারি পর্যন্ত ৩০টি দেশের ২৩,৭৬৫ জন প্রাপ্তবয়স্ক মানুষের ওপর বিশেষ গবেষণা চালায় Ipsos। সমীক্ষায় দেখা গেছে, ভারত ছাড়া এশিয়ার আরও ২ দেশ জাপান (৫৬%) ও দক্ষিণ কোরিয়া (৫৯%)-র নাগরিকরা তাঁদের প্রেমজীবন ও যৌন জীবন নিয়ে অসন্তুষ্ট।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version