Homeজীবন যেমনসম্পর্কআপনার জীবনে টক্সিক বা বিষাক্ত মানুষের সংস্পর্শ এড়িয়ে চলুন, কীভাবে চিনবেন তাদের

আপনার জীবনে টক্সিক বা বিষাক্ত মানুষের সংস্পর্শ এড়িয়ে চলুন, কীভাবে চিনবেন তাদের

প্রকাশিত

জীবনে চলার পথে এমন অনেক মানুষের সংস্পর্শে আমাদের আসতে হয় যাদের দেখলেই মনে হয় এরা বোধহয় আমাদের জীবনে না এলেই ভালো হত। সবাই আপনার জীবনে সুখ, খুশি, আনন্দের বার্তা, অনুভূতি নিয়ে আসবে এমন তো কোনো মানে নেই। এমন অনেক মানুষ থাকে যাদের সংস্পর্শে এলেই আপনি মানসিক ভাবে উদ্বেগে থাকেন, ক্লান্তি অনুভব করেন। প্রাপ্য সম্মান ও মর্যাদাটুকুও পান না আপনি। এই ধরনের টক্সিক বা বিষাক্ত মানুষের সংস্পর্শ এড়িয়ে চলা দরকার।

কীভাবে চিনবেন এই সব মানুষকে

১) বহু মানুষ আছে যারা আড়ালে অন্যের সমালোচনা, নিন্দা করে বেড়ায়, অন্যের ব্যক্তিগত জীবন সম্পর্কে যাদের প্রচুর কৌতূহল থাকে। এরা অনেক সময় প্রচুর মিথ্যা কথা বলে। এ সব লাগাতার শুনতে থাকলে তার নেতিবাচক প্রভাব পড়বেই আপনার মনে।

২) অহমিকা আর ইগোসর্বস্ব অহংকারী ব্যক্তি সারাক্ষণ নিজের ঢাক পিটিয়ে বেড়ায়। এদের কাছে নিজের ছাড়া আর কোনো মানুষের গুরুত্ব নেই। এরা ম্যানিপুলেটিভ ও স্বার্থপর হয়।

৩) হিংসুটে ব্যক্তিরা অন্যকে সফল হতে দেখলে মানসিক ভাবে জ্বলে পুড়ে মরে অথচ নিজেরা অলস। নিজেরা কোনো কাজে সফল হতে পারে না।

৪) অনেকেই মিথ্যার জাল বুনতে ওস্তাদ। ছোট্ট জিনিসকেও বড়ো করে দেখায়।

৫) মিথ্যুকদের বিশ্বাস করা যায় না। বানিয়ে গল্প বলে আপনাকে বিপদে ফেলতে পারে।

৬) একবগ্গা মানুষ নিজের চিন্তাভাবনা থেকে সরে আসতে চায় না। অন্যের মতামতের কোনো মূল্য নেই তাদের কাছে।

৭) অনেকে অন্যকে নিয়ন্ত্রণ করতে চায়। নিজের মতামত অন্যের ওপর চাপিয়ে দিতে চায়। এরা খুব ডমিনেটিং হয়।

৮) অনেকে সারাক্ষণ নেতিবাচক কথাবার্তা, চিন্তাভাবনা করে।

৯) অনেকে সারাক্ষণ অভিযোগ করে যেতে ভালোবাসে।

১০) আপনার সঙ্গে একমত না হলেও অনেকে শুধু সারাক্ষণ আপনার হ্যাঁ-এ হ্যাঁ মেলায়। নিজস্ব মতামত নেই।

১১) দুমুখো ব্যক্তিদের বিশ্বাসযোগ্যতা নেই। মিথ্যুক হয়। দায়িত্ব নিতে চায় না। অনেকে আপনার কৃতিত্বকে খাটো করে দেখাতে চায়।

১২) অনেকে শুধু সম্পর্কে নিতে অভ্যস্ত। অন্যের বিপদে পাশে থাকে না। নিজে খালি ভিক্টিম বা সমস্যাগ্রস্ত হওয়ার তাস খেলে।

আরও পড়ুন

নিজেকে নিয়ে ব্যস্ত ‘সেলফ অবসেসড’ কারও সঙ্গে প্রেমজ সম্পর্কে জড়াননি তো? কী করে বুঝবেন? কী করবেন

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আলোর উৎসবের প্রস্তুতিতে ব্যস্ত শহর, কালীপুজোর আগে শেষ টান শিল্পীদের তুলিতে

আর মাত্র দিন তিনেক বাকি কালীপুজো ও দীপাবলির। আলোর উৎসবের আগে ব্যস্ত শহর কলকাতা— কোথাও কালীমূর্তিতে তুলির শেষ টান, কোথাও দীপাবলির লাড্ডু তৈরির তোরজোড়। ক্যামেরাবন্দি করলেন চিত্র সাংবাদিক রাজীব বসু।

সুদীপের ৯৮ ও সুমন্তের অপরাজিত ৮২ রানের দৌলতে রনজিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা

রনজি ট্রফিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা। সুদীপ চট্টোপাধ্যায়ের ৯৮ ও সুমন্ত গুপ্তের অপরাজিত ৮২ রানের দৌলতে প্রথম ইনিংসে ৬১ রানে লিড। শুক্রবার লিড আরও বাড়ানোর লক্ষ্য বাংলার।

বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় ভারত, মার্সার রিপোর্টে উদ্বেগজনক তথ্য

মার্সার সিএফএ ইনস্টিটিউট গ্লোবাল পেনশন ইনডেক্স ২০২৫-এ বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় স্থান পেল ভারত। দেশটির রেটিং ‘Grade D’, যেখানে পেনশন কাঠামোয় বড় ঘাটতি নির্দেশ করেছে রিপোর্ট।

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় কি সত্যিই নিরাপদ? নতুন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য, বাড়ছে ফ্যাটি লিভারের ঝুঁকি

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় খেলে ক্ষতি হয় না— এমন ধারণা ভ্রান্ত। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, কৃত্রিম শর্করা দেওয়া পানীয় ফ্যাটি লিভারের ঝুঁকি ৫০–৬০% পর্যন্ত বাড়িয়ে দেয়।

আরও পড়ুন

ব্রেক আপ হলেও ভুলতে পারছেন না পুরনো প্রেমকে? কী করবেন?

সম্পর্কের সুর সব সময় একতারে বাঁধা থাকে না। কারণে-অকারণে হয় ছন্দপতন। ভেঙে যায় ভালোবাসার...

ভারতীয়রা জীবনসঙ্গী বাছাইয়ে পারিবারিক চাহিদা নয় মানসিক মিলকেই দিচ্ছে গুরুত্ব, সমীক্ষায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য

সমীক্ষায় জীবনসঙ্গী বাছাইয়ে ৪৭% পুরুষ প্রেম-ভালোবাসাকে গুরুত্ব দিয়েছেন। মহিলাদের সংখ্যা মাত্র ২৯%। ৩৯% মহিলা মানসিকতার মিলকেই বেশি গুরুত্ব দিচ্ছেন। ১১% পুরুষ এবং মহিলা আর্থিক স্থিতিশীলতাকে গুরুত্ব দিয়েছেন।

বাড়ছে ‘গ্রে ডিভোর্স’-এর সংখ্যা, যার অন্যতম কারণ ‘এমপ্টি নেস্ট সিনড্রোম’

হিন্দু ধর্মে বিয়েকে সাত জন্মের বন্ধন বলে মনে করা হয়। কিন্তু এখন তো অনেকের...