Homeখবরবাংলাদেশবাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে ঘনিষ্ঠ ভাবে কাজ করার ইচ্ছা প্রকাশ ভারতের

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে ঘনিষ্ঠ ভাবে কাজ করার ইচ্ছা প্রকাশ ভারতের

প্রকাশিত

সোমবার ঢাকায় বাংলাদেশের বিদেশ বিষয়ক উপদেষ্টা মহম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকের পর প্রতিবেশী দেশে ধর্মীয় স্থানগুলিতে হামলার ঘটনাকে “দুঃখজনক” বলে উল্লেখ করলেন ভারতীয় বিদেশ সচিব বিক্রম মিস্রী।

মিস্রী জানান, এই বৈঠকে প্রতিবেশী দেশে সংখ্যালঘুদের নিরাপত্তা ও কল্যাণ সংক্রান্ত সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।

বৈঠকটি ছিল দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের প্রথম কূটনৈতিক যোগাযোগ, যা ৮ আগস্ট মুহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর অনুষ্ঠিত হল। বৈঠকটি ঢাকায় অতিথিনিবাস পদ্মা ভবনে অনুষ্ঠিত হয়।

মিস্রী বলেন, “আমরা সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে আলোচনা করেছি এবং সংখ্যালঘুদের নিরাপত্তা ও কল্যাণ সম্পর্কিত আমাদের উদ্বেগ তুলে ধরেছি। আমরা সাংস্কৃতিক এবং ধর্মীয় স্থানগুলিতে আক্রমণের দুঃখজনক ঘটনাগুলি নিয়েও কথা বলেছি।”

এই সফরের পটভূমি ছিল বাংলাদেশে চলমান অস্থিরতা। বিশেষত, হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহিতার মামলায় দাসকে আটক করা হয়। তাঁর গ্রেফতারি সমর্থকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে এবং এর ফলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে একজন আইনজীবীর মৃত্যুও হয়েছে বলে খবর।

ভারতের বিদেশ সচিব জানান, ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক সবসময়ই মানুষের কল্যাণের উপর কেন্দ্রীভূত ছিল এবং ভবিষ্যতেও একইভাবে বজায় থাকবে। তিনি বলেন, “এই সম্পর্ক উন্নয়নমূলক প্রকল্প, বাণিজ্য, যোগাযোগ, বিদ্যুৎ, জ্বালানি এবং সাংস্কৃতিক সহযোগিতার মাধ্যমে প্রতিদিন প্রতিফলিত হয়।”

মিস্রী আরও বলেন, “আমরা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে ঘনিষ্ঠ ভাবে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছি। আলোচনার মাধ্যমে দুই দেশের সম্পর্কের বর্তমান অবস্থা পর্যালোচনা করার সুযোগ হয়েছে।”

তিনি বাংলাদেশের সঙ্গে সহযোগিতা জোরদার করার প্রতি গুরুত্ব আরোপ করেন এবং বলেন, “এই সহযোগিতা ভবিষ্যতেও দুই দেশের মানুষের স্বার্থে অব্যাহত থাকবে।”

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

এশিয়া কাপ: পাকিস্তান ধরাশায়ী, গ্রুপের দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে জিতল ভারত  

পাকিস্তান: ১২৭-৯ (শাহিবজাদা ফারহান ৪০, শাহিন শাহ আফ্রিদি ৩৩ নট আউট, কুলদীপ যাদব ৩-১৮,...

অসমে ৫.৯ মাত্রার ভূমিকম্প, আতঙ্কে রাস্তায় নেমে এলেন মানুষ, হৃদরোগে আক্রান্ত হয়ে ১ মহিলার মৃত্যু

অসমে ৫.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল বিস্তীর্ণ এলাকা। আতঙ্কে রাস্তায় ছুটে বেরোলেন মানুষ। ক্ষয়ক্ষতির মাত্রা এখনও স্পষ্ট নয়।

দক্ষিণদাড়ি ইয়ুথস, অ্যাসিড আক্রান্তদের লড়াইয়ে আলো ফেলছেন শিল্পী অনির্বাণ

২৫ বছরে দক্ষিণদাড়ি ইয়ুথসের দুর্গাপুজোর থিম ‘দহন’। শিল্পী অনির্বাণ দাস অ্যাসিড আক্রান্তদের যন্ত্রণা ও প্রতিবাদকে মণ্ডপসজ্জায় ফুটিয়ে তুলেছেন।

বহুতল আবাসনে নতুন নির্মাণে সব ফ্ল্যাটমালিকের সম্মতি আবশ্যক, জানালেন মেয়র ফিরহাদ হাকিম

বহুতল আবাসনে নতুন নির্মাণে সব ফ্ল্যাটমালিকের সম্মতি আবশ্যক, জানালেন মেয়র ফিরহাদ হাকিম

আরও পড়ুন

প্রয়াত লেখক ও বামপন্থী বুদ্ধিজীবী বদরুদ্দীন উমর, বয়স হয়েছিল ৯৪

লেখক, গবেষক ও বামপন্থী বুদ্ধিজীবী বদরুদ্দীন উমর আর নেই। ৯৪ বছর বয়সে ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে বামপন্থী আন্দোলন ও গবেষণা জগতে শোকের ছায়া।

বাংলাদেশের গোয়ালন্দে মৃত ধর্মগুরুর দেহ কবর থেকে তুলে পুড়িয়ে দিল মৌলবাদীরা, দেশজুড়ে সমালোচনার ঝড়

বাংলাদেশের গোয়ালন্দে মৃত পীর নুরুল হকের দেহ কবর থেকে তুলে পুড়িয়ে দেওয়ার অভিযোগে তীব্র সমালোচনা। ঘটনায় উত্তাল দেশ, প্রতিবাদে সরব হলেন লেখিকা তসলিমা নাসরিন।

কলকাতার উপনগরীতে আওয়ামী লীগের ‘গোপন দফতর’, ভার্চুয়ালে চলছে দলীয় কর্মকাণ্ড

কলকাতা লাগোয়া উপনগরীতে গোপন পার্টি অফিস খুলেছে বাংলাদেশ আওয়ামী লীগ। বাইরে কোনো সাইনবোর্ড বা ছবি নেই। ভারতে আশ্রয় নেওয়া শীর্ষ নেতারা এখান থেকেই ভার্চুয়ালে চালাচ্ছেন রাজনৈতিক কর্মকাণ্ড।