Homeখবরবাংলাদেশক্যান্টনমেন্ট থেকে ‘আওয়ামী লীগ পুনর্বাসনের পরিকল্পনা’, এনসিপি’র দাবিতে তোলপাড় রাজনীতি

ক্যান্টনমেন্ট থেকে ‘আওয়ামী লীগ পুনর্বাসনের পরিকল্পনা’, এনসিপি’র দাবিতে তোলপাড় রাজনীতি

প্রকাশিত

বাংলাদেশের রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংগঠক হাসনাত আব্দুল্লাহর সাম্প্রতিক অভিযোগ। তিনি দাবি করেছেন, সেনাবাহিনী থেকে তাদের ওপর চাপ প্রয়োগ করা হচ্ছে, যাতে আওয়ামী লীগকে পুনর্বাসনের প্রস্তাব মেনে নেওয়া হয়। বৃহস্পতিবার মধ্যরাতে তার ভেরিফায়েড ফেসবুক প্রোফাইল থেকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই অভিযোগ করেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, “সেনাবাহিনী আমাদের জানিয়েছে, একাধিক রাজনৈতিক দলকে আওয়ামী লীগকে পুনর্বাসনের বিষয়ে প্রস্তাব দেওয়া হয়েছে এবং তারা শর্তসাপেক্ষে এতে রাজি হয়েছে। এটি একটি নতুন ষড়যন্ত্র, যার নাম দেওয়া হয়েছে ‘রিফাইন্ড আওয়ামী লীগ’।”

এনসিপির অভিযোগের পর, বিএনপি ও জামায়াতে ইসলামীসহ অন্যান্য রাজনৈতিক দলগুলো ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছে।

বিএনপির অবস্থান

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ প্রসঙ্গে বলেন, “যারা গণহত্যা ও লুটপাটের সঙ্গে জড়িত নন, তাদের নেতৃত্বে আওয়ামী লীগের রাজনীতি করতে কোনো বাধা নেই। তবে আওয়ামী লীগের অপরাধীদের বিচার নিশ্চিত করতে হবে এবং জনগণের কাছে ক্ষমা চাইতে হবে।”

বিএনপির শীর্ষ পর্যায়ের আরও কয়েকজন নেতা একই সুরে মন্তব্য করেছেন, যা ইঙ্গিত দিচ্ছে যে শেখ হাসিনার পরিবর্তে বিকল্প নেতৃত্বে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরলে তাদের আপত্তি নেই।

জামায়াতের কঠোর অবস্থান

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান এক ভেরিফায়েড ফেসবুক পোস্টে লিখেছেন, “আওয়ামী লীগের পুনর্বাসন জনগণ মেনে নেবে না। ৩৬ জুলাই আওয়ামী লীগের অধ্যায় চিরতরে বন্ধ হয়ে গেছে, নতুন করে তা খোলার কোনো সুযোগ নেই।”

তার মন্তব্যকে রাজনৈতিক বিশ্লেষকরা এনসিপির অবস্থানকে সমর্থন করার ইঙ্গিত হিসেবে দেখছেন।

আওয়ামী লীগের প্রতিক্রিয়া

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, “চলমান বিষয়টি সম্পর্কে আমি কিছু জানি না। শেখ হাসিনা বারবার নির্বাচিত সভাপতি, তার নেতৃত্বেই আওয়ামী লীগ পরিচালিত হচ্ছে এবং থাকবে।”

তিনি আরও বলেন, “কোনো বিকল্প নেতৃত্বের কথা চিন্তা করা হচ্ছে না। আওয়ামী লীগকে ঘিরে যা কিছু হবে, তার নেতৃত্বে শেখ হাসিনাই থাকবেন।”

সেনাবাহিনীর প্রতিক্রিয়া

এনসিপির দাবির বিষয়ে জানতে চাইলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, “হাসনাত আব্দুল্লাহর স্ট্যাটাসের বিষয়ে আমাদের কোনো মন্তব্য নেই।”

রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দু

বাংলাদেশের রাজনীতিতে এই অভিযোগ ঘিরে তীব্র আলোচনার সৃষ্টি হয়েছে। বিশেষ করে শেখ হাসিনাকে বাদ দিয়ে আওয়ামী লীগের বিকল্প নেতৃত্বের গুঞ্জন নতুন মাত্রা পেয়েছে।

বিএনপি ও জামায়াতের ভিন্ন অবস্থান এবং সেনাবাহিনীর নীরবতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। আগামী দিনে আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ কোন পথে এগোবে, তা নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা চলছে।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বাংলা-সহ ১২ রাজ্যে ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হচ্ছে এসআইআর, ভোটার তালিকা সংশোধন শুরু ৪ নভেম্বর থেকে

দেশের ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হচ্ছে দ্বিতীয় দফার বিশেষ নিবিড় সংশোধন (SIR)। বাংলায় এনুমেরেশন ফর্ম বিতরণ শুরু হবে ৪ নভেম্বর থেকে, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ৭ ফেব্রুয়ারি।

১০০ দিনের কাজ নিয়ে সুপ্রিম কোর্টে ধাক্কা খেল কেন্দ্র, বহাল হাই কোর্টের নির্দেশ

১০০ দিনের কাজ বন্ধ রাখায় কেন্দ্রকে তীব্র ধাক্কা। সুপ্রিম কোর্ট হাই কোর্টের নির্দেশ বহাল রাখল। ফলে চার বছর পর রাজ্যে ফের শুরু হবে ১০০ দিনের কাজ, মজুরি মঞ্জুর করতে হবে কেন্দ্রকে।

এসআইআরের আগে রাজ্যে বড়সড় প্রশাসনিক রদবদল, বদলি ১০ জেলাশাসক-সহ ১৭ আমলা

এসআইআর শুরুর আগেই রাজ্যে প্রশাসনিক রদবদল। বদলি ১০ জেলাশাসক ও একাধিক এডিএম। নবান্নের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবেদনশীল জেলাগুলিতে বিশেষ নজর। বিধানসভা ভোটের আগে রাজনৈতিক মহলে জল্পনা।

বুথভিত্তিক তুলনায় মিল মাত্র ৫৫%! এসআইআরে নাম কাটা যেতে পারে প্রায় ১ কোটি ভোটারের

২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে বর্তমান তালিকার মিল মাত্র ৫৫ শতাংশ। এসআইআরের পর প্রায় ১ কোটি ভোটারের নাম বাদ পড়তে পারে বলে আশঙ্কা নির্বাচন কমিশনের। জল্পনা ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে।

আরও পড়ুন

‘ভারতের সঙ্গে সম্পর্ক পারস্পরিক সম্মানের ভিত্তিতে’— যুক্তরাষ্ট্র সফরে বললেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

যুক্তরাষ্ট্র সফরে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, যদি তাঁরা দেশ পরিচালনার সুযোগ পান, তবে ভারতের সঙ্গে সম্পর্ক হবে পারস্পরিক সম্মানের ভিত্তিতে। ভিন্ন ধর্মাবলম্বীদের অধিকার ও জাতিগত ঐক্যের বিষয়েও স্পষ্ট অবস্থান জানান তিনি।

‘জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তা পেলেই স্বাক্ষর করবে এনসিপি’, জানালেন আহ্বায়ক নাহিদ ইসলাম

জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তা পাওয়ার পরই স্বাক্ষর করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ শেষে জানালেন আহ্বায়ক নাহিদ ইসলাম।

ভারতের সঙ্গে চুক্তি বাতিলের দাবি ভুয়ো — জানালেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন

ভারতের সঙ্গে চুক্তি বাতিলের দাবি উড়িয়ে দিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। জানালেন, ফেসবুকে প্রকাশিত তালিকার অধিকাংশ চুক্তি বাস্তবে নেই, কিছু পুরোনো এবং কিছু এখন পর্যালোচনায় রয়েছে।