Homeখবরবাংলাদেশদুর্গাপুজোয় মন্দিরগুলিকে অনুদান বাড়াল বাংলাদেশ, ভারতের প্রকল্প বন্ধের সম্ভাবনা নাকচ

দুর্গাপুজোয় মন্দিরগুলিকে অনুদান বাড়াল বাংলাদেশ, ভারতের প্রকল্প বন্ধের সম্ভাবনা নাকচ

প্রকাশিত

দুর্গাপুজোর সময় কোনও অনভিপ্রেত ঘটনা এড়াতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। স্বরাষ্ট্র মন্ত্রকের এক বৈঠকে পুজো মণ্ডপগুলির নিরাপত্তা বাড়ানোর জন্য বিভিন্ন পদক্ষেপের কথা ঘোষণা করা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) মহম্মদ জাহাঙ্গির আলম চৌধুরী জানান, আর্থিকভাবে পিছিয়ে থাকা মন্দির কমিটিগুলির জন্য বরাদ্দ বাড়িয়ে চার কোটি টাকা করা হয়েছে, যা পূর্ববর্তী বরাদ্দের দ্বিগুণ। এই অর্থ প্রধান উপদেষ্টার তহবিল থেকে দেওয়া হবে।

নিরাপত্তার জন্য পুজো মণ্ডপে অস্থায়ীভাবে স্বেচ্ছাসেবক নিয়োগ করা হবে। রাতে অন্তত তিনজন এবং দিনে দু’জন স্বেচ্ছাসেবক মণ্ডপের নিরাপত্তায় থাকবেন। এছাড়া, আজানের পাঁচ মিনিট আগে মাইক, ঢাক এবং অন্যান্য বাদ্যযন্ত্র বন্ধ রাখতে হবে এবং আজানের পর সেগুলি পুনরায় চালানো যাবে। এছাড়াও, পুলিস এবং সাদা পোশাকের নিরাপত্তা বাহিনী মণ্ডপের চারপাশে মোতায়েন থাকবে, এবং সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চালানো হবে।

‘ভারতের সব প্রকল্প চালু আছে’

এদিকে, ভারতের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক সহযোগিতা অব্যাহত রয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আর্থিক উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, ভারতের অর্থে চলমান কোনও প্রকল্পই স্থগিত নয়। সালেহউদ্দিন বলেন, “ভারতের সঙ্গে বাংলাদেশের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং কোনও প্রকল্পই বন্ধ বা স্থগিত রাখার পরিকল্পনা নেই।” গত মাসে রাজনৈতিক অস্থিরতার কারণে কিছু প্রকল্পে জটিলতা তৈরি হলেও, ভারতের তরফ থেকে সহযোগিতা অব্যাহত রয়েছে।

ভারত-বাংলাদেশের মধ্যে লাইন অফ ক্রেডিট (এলওসি)-এর অধীনে ২০১০ সাল থেকে বিভিন্ন প্রকল্প চালু হয়েছে, যার মধ্যে সাম্প্রতিক প্রকল্পগুলির আর্থিক বরাদ্দ প্রায় সাড়ে চারশো কোটি ডলার। সালেহউদ্দিন জানান, “এই প্রকল্পগুলি বাংলাদেশের চাহিদা অনুযায়ী শুরু হয়েছে এবং বিতরণজনিত কিছু সমস্যা থাকলেও তা সমাধান করা হচ্ছে।”

অন্তর্বর্তী সরকারের এই পদক্ষেপ দুই দেশের মধ্যে সম্পর্কের স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে বলে বিশেষজ্ঞদের মতামত।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আমেরিকার নন-ইমিগ্রান্ট ভিসার নিয়ম বদল, ভারতীয়দের জন্য বাড়ল বি১-বি২ ভিসার অপেক্ষার সময়

আমেরিকার এনআইভি ভিসার নতুন নিয়মে আবেদনকারীদের নিজের দেশেই ইন্টারভিউ দিতে হবে। ফলে ভারতীয়দের বি১-বি২ ভিসা পেতে আরও বেশি অপেক্ষা করতে হবে।

১৫ সেপ্টেম্বর থেকে বর্ষা বিদায় রাজস্থানে, পূর্ব ভারতে বাড়ছে বৃষ্টির দাপট; উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা

১৫ সেপ্টেম্বর থেকে রাজস্থান থেকে বর্ষা বিদায় শুরু হবে। পূর্ব ভারতে বৃষ্টির দাপট বাড়বে। উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।

হীরক জয়ন্তী বর্ষে বেহালা নূতন দল, দর্শনার্থীদের নিয়ে যাবে রাজা বীর সিংহ ও রাই কুমারীর দেশে

বেহালা নূতন দলের এবারের হীরক জয়ন্তী পুজোর থিম ‘শিবাণী ধাম’। রাজা বীর সিংহ ও রাই কুমারীর ঐতিহাসিক কাহিনি মণ্ডপে জীবন্ত হয়ে উঠছে।

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

আরও পড়ুন

প্রয়াত লেখক ও বামপন্থী বুদ্ধিজীবী বদরুদ্দীন উমর, বয়স হয়েছিল ৯৪

লেখক, গবেষক ও বামপন্থী বুদ্ধিজীবী বদরুদ্দীন উমর আর নেই। ৯৪ বছর বয়সে ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে বামপন্থী আন্দোলন ও গবেষণা জগতে শোকের ছায়া।

বাংলাদেশের গোয়ালন্দে মৃত ধর্মগুরুর দেহ কবর থেকে তুলে পুড়িয়ে দিল মৌলবাদীরা, দেশজুড়ে সমালোচনার ঝড়

বাংলাদেশের গোয়ালন্দে মৃত পীর নুরুল হকের দেহ কবর থেকে তুলে পুড়িয়ে দেওয়ার অভিযোগে তীব্র সমালোচনা। ঘটনায় উত্তাল দেশ, প্রতিবাদে সরব হলেন লেখিকা তসলিমা নাসরিন।

কলকাতার উপনগরীতে আওয়ামী লীগের ‘গোপন দফতর’, ভার্চুয়ালে চলছে দলীয় কর্মকাণ্ড

কলকাতা লাগোয়া উপনগরীতে গোপন পার্টি অফিস খুলেছে বাংলাদেশ আওয়ামী লীগ। বাইরে কোনো সাইনবোর্ড বা ছবি নেই। ভারতে আশ্রয় নেওয়া শীর্ষ নেতারা এখান থেকেই ভার্চুয়ালে চালাচ্ছেন রাজনৈতিক কর্মকাণ্ড।