Homeখবরবাংলাদেশদুর্গাপুজোয় মন্দিরগুলিকে অনুদান বাড়াল বাংলাদেশ, ভারতের প্রকল্প বন্ধের সম্ভাবনা নাকচ

দুর্গাপুজোয় মন্দিরগুলিকে অনুদান বাড়াল বাংলাদেশ, ভারতের প্রকল্প বন্ধের সম্ভাবনা নাকচ

প্রকাশিত

দুর্গাপুজোর সময় কোনও অনভিপ্রেত ঘটনা এড়াতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। স্বরাষ্ট্র মন্ত্রকের এক বৈঠকে পুজো মণ্ডপগুলির নিরাপত্তা বাড়ানোর জন্য বিভিন্ন পদক্ষেপের কথা ঘোষণা করা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) মহম্মদ জাহাঙ্গির আলম চৌধুরী জানান, আর্থিকভাবে পিছিয়ে থাকা মন্দির কমিটিগুলির জন্য বরাদ্দ বাড়িয়ে চার কোটি টাকা করা হয়েছে, যা পূর্ববর্তী বরাদ্দের দ্বিগুণ। এই অর্থ প্রধান উপদেষ্টার তহবিল থেকে দেওয়া হবে।

নিরাপত্তার জন্য পুজো মণ্ডপে অস্থায়ীভাবে স্বেচ্ছাসেবক নিয়োগ করা হবে। রাতে অন্তত তিনজন এবং দিনে দু’জন স্বেচ্ছাসেবক মণ্ডপের নিরাপত্তায় থাকবেন। এছাড়া, আজানের পাঁচ মিনিট আগে মাইক, ঢাক এবং অন্যান্য বাদ্যযন্ত্র বন্ধ রাখতে হবে এবং আজানের পর সেগুলি পুনরায় চালানো যাবে। এছাড়াও, পুলিস এবং সাদা পোশাকের নিরাপত্তা বাহিনী মণ্ডপের চারপাশে মোতায়েন থাকবে, এবং সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চালানো হবে।

‘ভারতের সব প্রকল্প চালু আছে’

এদিকে, ভারতের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক সহযোগিতা অব্যাহত রয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আর্থিক উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, ভারতের অর্থে চলমান কোনও প্রকল্পই স্থগিত নয়। সালেহউদ্দিন বলেন, “ভারতের সঙ্গে বাংলাদেশের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং কোনও প্রকল্পই বন্ধ বা স্থগিত রাখার পরিকল্পনা নেই।” গত মাসে রাজনৈতিক অস্থিরতার কারণে কিছু প্রকল্পে জটিলতা তৈরি হলেও, ভারতের তরফ থেকে সহযোগিতা অব্যাহত রয়েছে।

ভারত-বাংলাদেশের মধ্যে লাইন অফ ক্রেডিট (এলওসি)-এর অধীনে ২০১০ সাল থেকে বিভিন্ন প্রকল্প চালু হয়েছে, যার মধ্যে সাম্প্রতিক প্রকল্পগুলির আর্থিক বরাদ্দ প্রায় সাড়ে চারশো কোটি ডলার। সালেহউদ্দিন জানান, “এই প্রকল্পগুলি বাংলাদেশের চাহিদা অনুযায়ী শুরু হয়েছে এবং বিতরণজনিত কিছু সমস্যা থাকলেও তা সমাধান করা হচ্ছে।”

অন্তর্বর্তী সরকারের এই পদক্ষেপ দুই দেশের মধ্যে সম্পর্কের স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে বলে বিশেষজ্ঞদের মতামত।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: গোলশূন্য ডার্বি, মোহনবাগানকে আটকে সেমিফাইনালে ইস্টবেঙ্গল

ভুবনেশ্বর: শুক্রবার ভুবনেশ্বরে আয়োজিত এআইএফএফ সুপার কাপের গ্রুপ ‘এ’-এর শেষ ম্যাচে ঐতিহ্যবাহী কলকাতা ডার্বিতে...

শনিবার ভোর ৪টা ২৫ মিনিটে ইতিহাস! মুক্তি পেল জুবিন গার্গের স্বপ্নের ছবি ‘রৈ রৈ বিনালে’

অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: কখনও কখনও কোনো শিল্পী শুধুমাত্র মানুষ নন, হয়ে ওঠেন এক অনুভূতি,...

অভিষেক শর্মার ৩৭ বলে ৬৮ কাজে দিল না, দ্বিতীয় একদিনের ম্যাচে ভারতকে মাত করল অস্ট্রেলিয়া

ভারত: ১২৫ (১৮.৪ ওভার) (অভিষেক শর্মা ৬৮, হর্ষিত রানা ৩৫, জোশ হ্যাজলউড ৩-১৩, নাথান...

এসআইআর আতঙ্কে জন্ম-মৃত্যু সার্টিফিকেট নেওয়ার ভিড়, হায়রানি রুখতে ব্যবস্থা নিচ্ছে পুরসভা, আশ্বাস মেয়রের

এসআইআর আতঙ্কে জন্ম ও মৃত্যু সনদের জন্য ভিড় বাড়ছে কলকাতা পুরসভায়। মেয়র ফিরহাদ হাকিম আশ্বাস দিয়েছেন, পুরসভা দ্রুত ব্যবস্থা নেবে। তবে অভিযোগ উঠছে দালালচক্র ও অনলাইন চ্যাটবট পরিষেবার ধীরগতির বিরুদ্ধে।

আরও পড়ুন

পাকিস্তানি জেনারেলকে ‘বিতর্কিত মানচিত্র’ উপহার দিয়ে ভারতের সঙ্গে সম্পর্কে অস্বস্তি সৃষ্টি করলেন মুহাম্মদ ইউনূস

ঢাকা: বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান মুহাম্মদ ইউনূস আবার কূটনৈতিক বিতর্কের কেন্দ্রে। এবার তিনি পাকিস্তানি সেনার...

‘ভারতের সঙ্গে সম্পর্ক পারস্পরিক সম্মানের ভিত্তিতে’— যুক্তরাষ্ট্র সফরে বললেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

যুক্তরাষ্ট্র সফরে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, যদি তাঁরা দেশ পরিচালনার সুযোগ পান, তবে ভারতের সঙ্গে সম্পর্ক হবে পারস্পরিক সম্মানের ভিত্তিতে। ভিন্ন ধর্মাবলম্বীদের অধিকার ও জাতিগত ঐক্যের বিষয়েও স্পষ্ট অবস্থান জানান তিনি।

‘জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তা পেলেই স্বাক্ষর করবে এনসিপি’, জানালেন আহ্বায়ক নাহিদ ইসলাম

জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তা পাওয়ার পরই স্বাক্ষর করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ শেষে জানালেন আহ্বায়ক নাহিদ ইসলাম।