বাংলাদেশে সম্প্রতি একাধিক ধর্ষণ ও যৌন নিপীড়নের ঘটনার বিরুদ্ধে দেশজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে শনিবার মধ্যরাতে ঢাকা, জাহাঙ্গীরনগর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ছিলেন ছাত্রী।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ থেকে শিক্ষার্থীরা ধর্ষণ মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির দাবি জানিয়ে সরকারকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন। তাদের দাবি, নির্ধারিত সময়ের মধ্যে যথাযথ ব্যবস্থা না নিলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে অপরাজেয় বাংলার সামনে শিক্ষক-শিক্ষার্থীরা প্রতিবাদ সমাবেশ করেছেন। রসায়ন ও ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা মিছিল বের করেন, ঢামেকের ছাত্রছাত্রীরাও প্রতিবাদে শামিল হন।
এদিকে, মাগুরায় আট বছরের এক শিশু নির্যাতনের ঘটনায় হাইকোর্ট ১৮০ দিনের মধ্যে মামলার বিচার শেষ করার নির্দেশ দিয়েছে। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ রোববার এই নির্দেশ দেয়। এছাড়া, শিশুটির ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া রুখতে বিটিআরসিকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।
ঘটনাকে কেন্দ্র করে চারজনকে গ্রেফতার দেখানো হয়েছে। গুরুতর আহত শিশুটি সিএমএইচ-এ চিকিৎসাধীন রয়েছে এবং গত চারদিন ধরে অচেতন অবস্থায় রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।