Homeখবরবাংলাদেশবাংলাদেশে ভোট কবে, ঘোষণা মহম্মদ ইউনুসের

বাংলাদেশে ভোট কবে, ঘোষণা মহম্মদ ইউনুসের

প্রকাশিত

আগামী বছরের (২০২৫ সাল) শেষ বা ২০২৬ সালের শুরুতে বাংলাদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। সোমবার রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক বক্তৃতায় এই সময়সীমা উল্লেখ করেন বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান মহম্মদ ইউনুস।

৭৭ বছর বয়সি প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর ৮৪ বছর বয়সি নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মহম্মদ ইউনুসকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগ করা হয়। আগস্ট মাসে ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে হাসিনার ১৫ বছরের শাসনের অবসান ঘটে। আন্দোলনের জেরে হাজার হাজার বিক্ষোভকারী প্রধানমন্ত্রীর বাসভবনে প্রবেশ করলে হাসিনা হেলিকপ্টারে করে প্রতিবেশী ভারতে চলে আসতে বাধ্য হন।

হাসিনার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন, বিরোধী দলের উপর দমন-পীড়ন, এবং একতরফা নির্বাচনের অভিযোগ উঠেছিল। ক্ষমতা ধরে রাখতে তিনি আদালত ও প্রশাসনকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করেছেন বলে অভিযোগ রয়েছে।

মহম্মদ ইউনুস বলেছেন, নির্বাচন আয়োজনের আগে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে পুনরুদ্ধার করা এবং প্রয়োজনীয় সংস্কার কার্যকর করা অত্যন্ত জরুরি।

তিনি বলেন, “যদি রাজনৈতিক দলগুলো ন্যূনতম সংস্কারের মাধ্যমে দ্রুত নির্বাচন আয়োজনের বিষয়ে একমত হয়, তাহলে নির্বাচন আগামী বছরের নভেম্বরের মধ্যেই অনুষ্ঠিত হতে পারে। তবে পূর্ণ সংস্কার কার্যকর করতে আরও কয়েক মাস সময় লাগবে।”

একটি সঠিক ভোটার তালিকা প্রণয়নকেই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে ইউনুস জানান, ভুয়ো নাম বাদ দেওয়া এবং প্রথম বার ভোটার হওয়া তরুণ-তরুণীদের অন্তর্ভুক্ত করা অত্যন্ত জটিল প্রক্রিয়া।

ইউনুস বলেন, তিনি এমন একটি নির্বাচন আয়োজনের স্বপ্ন দেখেন যেখানে একশো শতাংশ ভোটারের উপস্থিতি নিশ্চিত করা যাবে। এটি সম্ভব হলে, ভবিষ্যতে কোনও সরকার নাগরিকদের ভোটাধিকার কেড়ে নেওয়ার সাহস করবে না, বলে মনে করেন তিনি।

রাজনৈতিক মহলের মতে, বর্তমানে বিএনপি এবং অন্যান্য পুরনো বিরোধী দলগুলি নিজেদের সংগঠন চাঙ্গা করার কাজে মন দিয়েছে। শেখ হাসিনার শাসনকালের অবসানে নতুন রাজনৈতিক ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে তারা।

আরও পড়ুন: চিন্ময় কৃষ্ণের আইনজীবী রবীন্দ্র ঘোষ চিকিৎসার জন্য ভারতে, নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন পরিবার

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

মোন্থা আপডেট:  কাকিনাড়ায় আছড়ে পড়ল ঘূর্ণিঝড়, দুর্বল হলেও বৃষ্টি ঝড়ে বিপর্যস্ত একাধিক রাজ্য, বাংলায় কতদিন বৃষ্টি?

গত ২৮ অক্টোবর রাতে কাকিনাড়া উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১১০ কিমি গতিবেগে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড়টি। বর্তমানে দুর্বল হলেও দক্ষিণ ওড়িশা, ছত্তীসগঢ়, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গে বৃষ্টি ও বিপর্যয়ের আশঙ্কা রইল।

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: মহেশের জাদু জেতাল ইস্টবেঙ্গলকে, মোহনবাগানকে রুখে দিল ডেম্পো  

ইস্টবেঙ্গল এফসি: ৪ (কেভিন সিবিলে, বিপিন সিং ২, হিরোশি ইবুসুকি) চেন্নাইয়িন এফসি: ও মোহনবাগান সুপার...

যে কোনো সময় ভারতের জার্সি গায়ে চাপাতে প্রস্তুত: গুজরাতের পাঁচ উইকেট নিয়ে বাংলাকে জিতিয়ে ঘোষণা শামির  

কলকাতা: ইডেন গার্ডেন্সে রনজি ট্রফির গ্রুপ–সি ম্যাচে মহাম্মদ শামির দুর্দান্ত বোলিংয়ে গুজরাতকে ১৪১ রানে...

আলোচনাসভা ও নাট্যাভিনয়ের মাধ্যমে তৃপ্তি মিত্রের শততম জন্মবার্ষিকী পালন করল ‘বালার্ক নিমতা’

খবর অনলাইন ডেস্ক: বাংলা থিয়েটারের অন্যতম শ্রেষ্ঠ অভিনেত্রী, নির্দেশক ও নাট্যকার তৃপ্তি মিত্রের শততম...

আরও পড়ুন

পাকিস্তানি জেনারেলকে ‘বিতর্কিত মানচিত্র’ উপহার দিয়ে ভারতের সঙ্গে সম্পর্কে অস্বস্তি সৃষ্টি করলেন মুহাম্মদ ইউনূস

ঢাকা: বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান মুহাম্মদ ইউনূস আবার কূটনৈতিক বিতর্কের কেন্দ্রে। এবার তিনি পাকিস্তানি সেনার...

‘ভারতের সঙ্গে সম্পর্ক পারস্পরিক সম্মানের ভিত্তিতে’— যুক্তরাষ্ট্র সফরে বললেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

যুক্তরাষ্ট্র সফরে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, যদি তাঁরা দেশ পরিচালনার সুযোগ পান, তবে ভারতের সঙ্গে সম্পর্ক হবে পারস্পরিক সম্মানের ভিত্তিতে। ভিন্ন ধর্মাবলম্বীদের অধিকার ও জাতিগত ঐক্যের বিষয়েও স্পষ্ট অবস্থান জানান তিনি।

‘জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তা পেলেই স্বাক্ষর করবে এনসিপি’, জানালেন আহ্বায়ক নাহিদ ইসলাম

জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তা পাওয়ার পরই স্বাক্ষর করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ শেষে জানালেন আহ্বায়ক নাহিদ ইসলাম।