Home খবর বাংলাদেশ ‘নিষিদ্ধ’ সংগঠনের মিছিল ঘিরে রণক্ষেত্র বাংলাদেশ, কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড...

‘নিষিদ্ধ’ সংগঠনের মিছিল ঘিরে রণক্ষেত্র বাংলাদেশ, কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড পুলিশের

0

ঢাকার রাজপথে ‘নিষিদ্ধ’ সংগঠন হিযবুত তাহরীরের মিছিল ঘিরে রণক্ষেত্রের পরিস্থিতি! পুলিশের বাধা উপেক্ষা করে সংগঠনের কর্মীরা মিছিল করলে সংঘর্ষ বাঁধে। লাঠিচার্জ, কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেডের মাধ্যমে মিছিল ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। গ্রেফতারও করা হয় কয়েক জনকে।

শুক্রবার জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম থেকে ব্যানার-পতাকা নিয়ে মিছিল শুরু করে হিযবুত তাহরীর। পল্টন মোড়ে পুলিশ তাদের আটকালে উত্তেজনা ছড়ায়। মিছিলকারীরা ইট ছোড়ে। পুলিশ লাঠিচার্জ, কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে মিছিল ছত্রভঙ্গ করে দেয়। সংঘর্ষের পর কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।

২০০৯ সালে শেখ হাসিনার সরকার সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ অনুযায়ী হিযবুত তাহরীরকে নিষিদ্ধ ঘোষণা করে। ২০২৩ সালে গণআন্দোলনের পর শেখ হাসিনার সরকারের পতনের পরও সংগঠনটি নিষিদ্ধই থেকেছে।

অন্তর্বর্তী সরকারের বিশেষ উপদেষ্টা মাহফুজ আলমের সঙ্গে হিযবুতের যোগাযোগের অভিযোগ থাকলেও নিষেধাজ্ঞা বহাল রয়েছে। পুলিশ জানিয়েছে, নিষিদ্ধ সংগঠনের মিছিল ও প্রচার ফৌজদারি অপরাধ এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, এই সংগঠনের যেকোনো কার্যক্রমের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ডিএমপি বলেছে, তাদের এ ধরনের কার্যক্রম দেশের সন্ত্রাসবিরোধী আইনের আওতায় শাস্তিযোগ্য অপরাধ।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version