বাংলাদেশের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের জামিনের আবেদন ফের পিছিয়ে গেল। চট্টগ্রাম আদালতে মঙ্গলবার তাঁর জামিন মামলার শুনানি হওয়ার কথা থাকলেও, তা স্থগিত রেখে আগামী ২ জানুয়ারি নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। ফলে আরও এক মাস তাঁকে জেলেই থাকতে হবে। বাংলাদেশি সংবাদমাধ্যমের দাবি, মঙ্গলবার চিন্ময়কৃষ্ণের পক্ষে কোনও আইনজীবী আদালতে উপস্থিত হতে রাজি ছিলেন না।
ইস্কনের কলকাতা শাখার মুখপাত্র রাধারমণ দাস অভিযোগ করেছেন, চিন্ময়কৃষ্ণের আইনজীবীর উপর হামলা চালানো হয়েছে এবং তিনি বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন। এই পরিস্থিতিতে আইনজীবীর অভাবে আদালত শুনানি মুলতুবি রাখে।
গত ২৫ নভেম্বর চট্টগ্রামের এক বিএনপি নেতার অভিযোগের ভিত্তিতে রাষ্ট্রদ্রোহ মামলায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর চত্বর থেকে গ্রেফতার করা হয় সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণকে। পরের দিন তাঁকে চট্টগ্রাম আদালতে পেশ করা হলে জামিন আবেদন নাকচ হয় এবং তাঁকে জেল হেফাজতে পাঠানো হয়।
চিন্ময়কৃষ্ণ দাস, ‘সনাতনী জাগরণ মঞ্চ’-এর অন্যতম মুখপাত্র। বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচারের বিরুদ্ধে তিনি একাধিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। তাঁর গ্রেফতারের পর ইস্কনও প্রকাশ্যে তাঁর সমর্থনে এগিয়ে এসেছে।
চট্টগ্রাম আদালত চত্বরে মঙ্গলবার সকাল থেকেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল। আইনজীবীদের মধ্যে উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন ছিল আদালত এলাকায়।