আগামী কয়েক দিনের মধ্যে দক্ষিণবঙ্গের আবহাওয়া আরও ঠান্ডা হতে চলেছে। কলকাতা-সহ সমগ্র দক্ষিণবঙ্গে তাপমাত্রা দ্রুত নামার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বিশেষত ৮ ডিসেম্বর ভোরে কলকাতার তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে।
পশ্চিমাঞ্চলীয় জেলা পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং বীরভূমে এবার মরশুমের প্রথম ঠান্ডার প্রকোপ বাড়বে বলে মনে করা হচ্ছে। এইসব এলাকায় তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামতে পারে।
আবহাওয়াবিদদের মতে, উত্তর-পশ্চিম ভারতে প্রবেশ করা শীতল বায়ুপ্রবাহের কারণেই এই তাপমাত্রা পতন হবে। অন্যদিকে, ৯ ডিসেম্বর সোমবার দক্ষিণবঙ্গের কিছু অংশে হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এই বৃষ্টি শীতের অনুভূতিকে আরও বাড়িয়ে তুলতে পারে।
📰 আমাদের পাশে থাকুন
নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।
💠 সহায়তা করুন / Support Us