Homeখবরবাংলাদেশভারতের সঙ্গে চুক্তি বাতিলের দাবি ভুয়ো — জানালেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ...

ভারতের সঙ্গে চুক্তি বাতিলের দাবি ভুয়ো — জানালেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন

প্রকাশিত

ঢাকা থেকে আল-আমিন

ভারতের সঙ্গে চুক্তি বাতিল নিয়ে সামাজিক মাধ্যমে ছড়ানো তথ্যকে ভুয়ো বলে দাবি করলেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। মঙ্গলবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি স্পষ্ট জানালেন, “ভারতের সঙ্গে যেসব চুক্তি বাতিলের কথা বলা হচ্ছে, তার অধিকাংশই বাস্তবে নেই। ফেসবুকে প্রকাশিত তালিকাটি সঠিক নয়।”

তৌহিদ হোসেন বলেন, “একজন উপদেষ্টা (আসিফ মাহমুদ সজীব ভুইয়া) তাঁর ফেসবুকে যে তালিকা প্রকাশ করেছেন, সেটি পুরোপুরি ভুল। এই তালিকার অধিকাংশ চুক্তি বাস্তবে নেই। একটি চুক্তি খুব পুরোনো, কয়েকটি আবার পর্যালোচনার মধ্যে রয়েছে, তবে ঠিক ওই নামে নয়।”

পররাষ্ট্র উপদেষ্টা একে একে তালিকাভুক্ত বেশ কয়েকটি তথাকথিত ‘বাতিল চুক্তি’ সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দেন। তিনি বলেন,
“ত্রিপুরা–চট্টগ্রাম রেল সংযোগ প্রকল্প বা অভয়পুর–আখাউড়া রেলপথ সম্প্রসারণ নামে কোনও প্রকল্প নেই। আশুগঞ্জ–আগরতলা করিডর নামেও কিছু নেই। যে প্রকল্পটি রয়েছে, সেটি হচ্ছে ‘আশুগঞ্জ নদীবন্দর–সরাইল–ধরখার–আখাউড়া স্থলবন্দর মহাসড়ক চার লেন প্রকল্প’। এর একটি প্যাকেজই কেবল বাতিল হয়েছে।”

তিনি আরও জানান, “‘ফেনী নদী জল ব্যবস্থাপনা প্রকল্প’ নামে কিছু নেই। যা আছে, সেটা কেবল একটি সমঝোতা স্মারক (MoU), সেটি বাতিল হয়নি। কুশিয়ারা নদীর জলবণ্টন প্রকল্পও আসলে কোনও চুক্তি নয়, সেটিও একটি সমঝোতা স্মারক এবং তা স্থগিত হয়নি।”

তৌহিদ হোসেন বলেন, “বন্দরের ব্যবহার সংক্রান্ত সড়ক ও নৌপথ উন্নয়ন চুক্তি নামে কোনও চুক্তি নেই। যা আছে, সেটি হলো মোংলা বন্দর ব্যবহার করে ভারত–বাংলাদেশের মধ্যে পণ্য পরিবহনের চুক্তি, যা এখনো কার্যকর রয়েছে।”

তিনি আরও যোগ করেন, “ফারাক্কা বাঁধ সংক্রান্ত কোনও প্রকল্পে বাংলাদেশের আর্থিক সহযোগিতা প্রস্তাব নেই। সিলেট–শিলচর সংযোগ প্রকল্পও বাস্তবে নেই। পেট্রোলিয়াম পাইপলাইন সম্প্রসারণ চুক্তি নামে কোনও চুক্তি হয়নি।”

অর্থনৈতিক ও জ্বালানি খাতের প্রসঙ্গেও পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “ভারতীয় অর্থনৈতিক অঞ্চল বাতিল হয়নি, বরং প্রক্রিয়া চলছে। আদানি বিদ্যুৎ সংক্রান্ত বিষয়টি মোটামুটি ঠিক আছে, তবে পুনর্বিবেচনার জন্য আলোচনা চলছে। গঙ্গা জলবণ্টন চুক্তির মেয়াদ আগামী বছর শেষ হবে, সেটির নবায়নের জন্য আলোচনা ইতিমধ্যেই শুরু হয়েছে। তিস্তা চুক্তি নিয়েও আমরা দীর্ঘদিন ধরে কাজ করছি, যদিও অগ্রগতি ধীর।”

তিনি আরও বলেন, “ভারতীয় প্রতিরক্ষা কোম্পানি জিআরএসই-এর সঙ্গে টাগবোট চুক্তি আমরা বাতিল করেছি। বিবেচনায় দেখা গেছে, সেটি বাংলাদেশের জন্য লাভজনক নয়।”

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন শুরু হয়। রাজনৈতিক টানাপড়েন থাকলেও, উভয় দেশই প্রকাশ্যে জানিয়ে আসছে যে দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক এবং জনগণের মধ্যে বন্ধুত্ব আরও জোরদার করতে দুই পক্ষই কাজ করে যাচ্ছে।

আরও পড়ুন: ঢাকার শাহজালাল বিমানবন্দরের ভয়াবহ আগুনে পুড়েছে প্রায় ২ হাজার কোটি টাকার পণ্য, পোশাক রপ্তানিতে বড় ধাক্কা

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

কেরলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হেলিকপ্টার অবতরণে বিপত্তি, ধসে পড়ল হেলিপ্যাডের অংশ

নয়াদিল্লি: কেরলের পতনমথিট্টায় প্রমাদম স্টেডিয়ামে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হেলিকপ্টার অবতরণের সময় এক অপ্রত্যাশিত ঘটনা...

শনিবার থেকেই বৃষ্টি ফেরার ইঙ্গিত! আগামী সপ্তাহে দক্ষিণ ও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা

বৃষ্টির বিরতি সাময়িক! শনিবার থেকেই ফের বৃষ্টি, আর আগামী সপ্তাহে দক্ষিণ ও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। জানুন বিস্তারিত আবহাওয়ার পূর্বাভাস।

সাইবার জালিয়াতিতে কোটি টাকার ক্ষতি! দেশে শীর্ষে কলকাতা, এক বছরে রেকর্ড ৫৬৪ মামলা

এনসিআরবি-র রিপোর্টে চমক! ২০২৩ সালে কলকাতায় ১ কোটি টাকার বেশি ক্ষতির ৫৬৪টি আর্থিক জালিয়াতির মামলা। দেশের অন্য সব শহরকে পিছনে ফেলেছে লালবাজার।

সাবর্ণ সংগ্রহশালা পরিদর্শনে মাইক্রোসফ্‌ট ইউরোপের এমডি সস্ত্রীক এবং মরিসাসের কনসুলার জেনারেল  

খবর অনলাইন ডেস্ক: কলকাতার সঙ্গে জড়িয়ে কয়েক শতকের ইতিহাস। এই দীর্ঘ সময়ে শহরের রূপ...

আরও পড়ুন

ঢাকার শাহজালাল বিমানবন্দরের ভয়াবহ আগুনে পুড়েছে প্রায় ২ হাজার কোটি টাকার পণ্য, পোশাক রপ্তানিতে বড় ধাক্কা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেল প্রায় ২ হাজার কোটি টাকার পণ্য। তৈরি পোশাকের স্যাম্পল, ওষুধের কাঁচামাল, কৃষিপণ্যসহ বহু রপ্তানিযোগ্য সামগ্রী ছাই হয়ে গেছে। অন্তত এক মাস রপ্তানি প্রক্রিয়া পিছিয়ে যাওয়ার আশঙ্কা, পথে বসেছেন বহু ব্যবসায়ী।

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন, ৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

ঢাকা থেকে আল আমিন: দেশের প্রধান ও ব্যস্ততম বিমানবন্দর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো...

বিক্ষোভের মধ্যে ঐতিহাসিক জুলাই জাতীয় সনদে স্বাক্ষর, নতুন যাত্রার সূচনা বাংলাদেশের

চব্বিশের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে শুক্রবার স্বাক্ষরিত হল ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ। নতুন যাত্রার প্রতিশ্রুতি দিলেন ড. ইউনূস, বিক্ষোভে উত্তপ্ত হল ঢাকার সংসদ ভবন এলাকা।