Homeখবরবাংলাদেশবাংলাদেশ সেনাবাহিনীর প্রাক্তন প্রধান হারুন-অর-রশিদ চট্টগ্রামে মৃত অবস্থায় উদ্ধার

বাংলাদেশ সেনাবাহিনীর প্রাক্তন প্রধান হারুন-অর-রশিদ চট্টগ্রামে মৃত অবস্থায় উদ্ধার

প্রকাশিত

চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউস থেকে সোমবার সকালে মৃত অবস্থায় উদ্ধার করা হল বাংলাদেশ সেনাবাহিনীর প্রাক্তন প্রধান লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) এম এ হারুন-অর-রশিদকে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।

জানা গিয়েছে, দুর্নীতি সংক্রান্ত একটি মামলায় সোমবার আদালতে হাজিরা দেওয়ার জন্য রবিবার চট্টগ্রামে আসেন তিনি। চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে রাত কাটান। তবে সোমবার নির্ধারিত সময়ে আদালতে না পৌঁছনো এবং ফোনকলের জবাব না দেওয়ায় সন্দেহ তৈরি হয়। ক্লাবের কর্মীরা বারবার দরজায় কড়া নাড়ার পরও সাড়া না পাওয়ায় ব্যালকনির কাচের দরজা ভেঙে ভিতরে ঢুকে তাঁকে অচেতন অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখা যায়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের ডেপুটি কমিশনার মো. আলমগীর হোসেন জানান, তাঁর মরদেহ চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে পুলিশ এবং পরিবারের ধারণা, মস্তিষ্কে রক্তক্ষরণের ফলেই তাঁর মৃত্যু হয়েছে।

প্রসঙ্গত, ২০০০ সাল থেকে ২০০২ সালের ১৬ জুন পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ছিলেন হারুন-অর-রশিদ। ১৯৪৮ সালে চট্টগ্রামের হাটহাজারি এলাকায় জন্ম নেওয়া এই সেনা কর্মকর্তা বাংলাদেশের মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রেখেছেন। তাঁর সাহসিকতার জন্য তাঁকে ‘বীর প্রতীক’ সম্মানে ভূষিত করা হয়।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যা রেখে গিয়েছেন।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

সতর্ক থাকুন! পেঁপের সঙ্গে এই খাবারগুলো খেলেই বাড়বে বিপদ

ভিটামিন ও ফাইবারে ভরপুর পেঁপে যতটা উপকারী, ভুল খাবারের সঙ্গে খেলে ততটাই ক্ষতিকর। কমলালেবু, শশা, টমেটো, দই বা মধুর সঙ্গে পেঁপে খাওয়া হজমে সমস্যা, অ্যাসিডিটি ও অ্যালার্জির কারণ হতে পারে।

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

২০০২ বনাম ২০২৫! ৭ জেলার ভোটার তালিকায় ৫১% থেকে ৬৫% মিল, কোথায় সবচেয়ে কম জানেন?

রাজ্যের সাতটি জেলায় ২০০২ ও ২০২৫ সালের ভোটার তালিকার মধ্যে ৫১% থেকে ৬৫% নামের মিল পাওয়া গিয়েছে। সর্বাধিক মিল কালিম্পংয়ে, সর্বনিম্ন ঝাড়গ্রামে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নতুনভাবে বিশেষ ভোটার তালিকা সংশোধন (SIR) শুরু করতে চলেছে নির্বাচন কমিশন।

আজ থেকে শুরু হচ্ছে রনজি, বাংলার প্রথম খেলা উত্তরাখণ্ডের বিরুদ্ধে, দলে শামি, আকাশ দীপ, ঈশ্বরন

এলিট স্তরে রয়েছে ৩২টি দল। তাদের চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। বাংলা রয়েছে গ্রুপ সি-তে। গত তিনবারের চ্যাম্পিয়ন বিদর্ভ রয়েছে গ্রুপ এ-তে।

আরও পড়ুন

‘অন্তর্বর্তী সরকারের উচিত আত্মসমীক্ষা করা’, খাগড়াছড়ি হিংসায় ভারতের যোগ থাকার অভিযোগ উড়িয়ে দিল দিল্লির

চট্টগ্রামের খাগড়াছড়ি জেলায় সহিংসতায় ভারতের যোগ থাকার অভিযোগ অস্বীকার করল নয়াদিল্লি। পররাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, অভিযোগগুলি মিথ্যা ও ভিত্তিহীন। অন্তর্বর্তী সরকারের উচিত স্থানীয় উগ্রবাদীদের বিরুদ্ধে তদন্ত করা।

বিশ্বকাপ মহিলা ক্রিকেট: প্রথম ওভারেই জোড়া ধাক্কা মারুফার, অভিষেক ম্যাচে অর্ধশত রুবিয়ার, পাকিস্তানকে সহজেই হারাল বাংলাদেশ

পাকিস্তান: ১২৯ (৩৮.৩ ওভারে) (রমিন শামিম ২৩, শোরনা আকতার ৩-৫, নাহিদা আকতার ২-১৯, মারুফা...

রাষ্ট্রপুঞ্জের সদর দফতরের বাইরে মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বিক্ষোভ, সংখ্যালঘু নিপীড়নের অভিযোগ

রাষ্ট্রপুঞ্জে বক্তৃতার সময় বাইরে মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বিক্ষোভ। যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাংলাদেশিদের একাংশের অভিযোগ, তাঁর নেতৃত্বে অন্তর্বর্তী সরকারে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার বেড়েছে।