চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউস থেকে সোমবার সকালে মৃত অবস্থায় উদ্ধার করা হল বাংলাদেশ সেনাবাহিনীর প্রাক্তন প্রধান লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) এম এ হারুন-অর-রশিদকে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
জানা গিয়েছে, দুর্নীতি সংক্রান্ত একটি মামলায় সোমবার আদালতে হাজিরা দেওয়ার জন্য রবিবার চট্টগ্রামে আসেন তিনি। চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে রাত কাটান। তবে সোমবার নির্ধারিত সময়ে আদালতে না পৌঁছনো এবং ফোনকলের জবাব না দেওয়ায় সন্দেহ তৈরি হয়। ক্লাবের কর্মীরা বারবার দরজায় কড়া নাড়ার পরও সাড়া না পাওয়ায় ব্যালকনির কাচের দরজা ভেঙে ভিতরে ঢুকে তাঁকে অচেতন অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখা যায়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের ডেপুটি কমিশনার মো. আলমগীর হোসেন জানান, তাঁর মরদেহ চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে পুলিশ এবং পরিবারের ধারণা, মস্তিষ্কে রক্তক্ষরণের ফলেই তাঁর মৃত্যু হয়েছে।
প্রসঙ্গত, ২০০০ সাল থেকে ২০০২ সালের ১৬ জুন পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ছিলেন হারুন-অর-রশিদ। ১৯৪৮ সালে চট্টগ্রামের হাটহাজারি এলাকায় জন্ম নেওয়া এই সেনা কর্মকর্তা বাংলাদেশের মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রেখেছেন। তাঁর সাহসিকতার জন্য তাঁকে ‘বীর প্রতীক’ সম্মানে ভূষিত করা হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যা রেখে গিয়েছেন।