Home খবর বাংলাদেশ শেখ হাসিনাকে দেশে ফেরাতে ইন্টারপোলের দ্বারস্থ হতে পারে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার

শেখ হাসিনাকে দেশে ফেরাতে ইন্টারপোলের দ্বারস্থ হতে পারে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর জন্য ইন্টারপোলের মাধ্যমে রেড কর্নার নোটিস জারি করার কথা ভাবছে সে দেশের অন্তর্বর্তী সরকার। রবিবার এ কথা জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। যদিও তিনি সরাসরি হাসিনার নাম উল্লেখ করেননি, তবে জুলাই-অগস্ট মাসে ছাত্র আন্দোলনের সময় ঘটে যাওয়া ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে তিনি এই পদক্ষেপের ইঙ্গিত দেন।

আসিফ নজরুল বলেন, “জুলাই-অগস্ট মাসে গণহত্যা চালিয়ে যাঁরা দেশ ছেড়ে পালিয়েছেন, তাঁদের খুঁজে বের করতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিস জারি করতে যাচ্ছি। এটি খুব দ্রুত করা হবে। তাঁরা যেখানেই থাকুন না কেন, দেশে ফেরানোর জন্য সমস্ত পদক্ষেপ গ্রহণ করা হবে।”

সরকার পতনের পর ৫ অগস্ট হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। ভারতের বিদেশ মন্ত্রক অক্টোবর মাসে জানায়, হাসিনা “নিরাপত্তাজনিত কারণে” ভারতে অবস্থান করছেন। তবে তাঁর ভারত ছাড়ার কোনও তথ্য এখনো প্রকাশিত হয়নি।

ইন্টারপোলের মাধ্যমে রেড কর্নার নোটিস জারি করা হলে, ইন্টারপোলের সব সদস্য রাষ্ট্রের তদন্তকারী সংস্থাগুলি অভিযুক্তের অবস্থান খুঁজে বের করার চেষ্টা করে। হাসিনার বিরুদ্ধে ইতিমধ্যেই একাধিক মামলা রুজু হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সাইদুর রহমানের খুনের ঘটনায় তাঁর বিরুদ্ধে খুনের অভিযোগও রয়েছে। হাসিনার বিরুদ্ধে অন্তত ২৩৩টি ফৌজদারি মামলা নথিভুক্ত হয়েছে, যার মধ্যে ১৯৮টি মামলায় খুনের অভিযোগ আনা হয়েছে।

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ‘ফিনানশিয়াল টাইমস’-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, হাসিনার বিরুদ্ধে আদালতের রায় ঘোষণা না হওয়া পর্যন্ত তাঁকে ফেরানোর উদ্যোগ নেওয়া হবে না। তবে, আদালতের রায়ের পরে অপরাধী প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে তাঁকে ফেরানোর চেষ্টা করবে সরকার।

আগামী ১৮ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে হাসিনাসহ অভিযুক্তদের হাজির করানোর নির্দেশ দেওয়া হয়েছে। সেই প্রেক্ষিতে কি ইউনূসের সরকার এখন সক্রিয় হয়েছে? এই প্রশ্ন ঘিরে ইতিমধ্যেই নানা জল্পনা শুরু হয়েছে।

এই তৎপরতা নিয়ে শেখ হাসিনার ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।

আরও পড়ুন

আম জনতার হেঁশেলে আগুন, অগ্নিমূল্য নিরামিষ খাবারের খরচও

আইফোন ব্যবহারকারীদের জন্য অ্যাপল আনল iOS 18.1 আপডেট

কী কাজ করবে ইসরোর ‘হ্যাব-১’ মহাকাশ মিশন?

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version