Home খবর কলকাতা নির্মাণ কাজের জন্য সংক্ষিপ্ত হল গ্রিন লাইন ২-এর মেট্রো চলাচল, যাত্রীদের ভোগান্তির...

নির্মাণ কাজের জন্য সংক্ষিপ্ত হল গ্রিন লাইন ২-এর মেট্রো চলাচল, যাত্রীদের ভোগান্তির আশঙ্কা

নির্মাণ কাজের জন্য কলকাতা মেট্রোর গ্রিন লাইন ২-র রুট সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবিবার মেট্রোরেলের তরফে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ থাকবে। এর পরিবর্তে মেট্রো চলবে হাওড়া ময়দান থেকে মহাকরণ পর্যন্ত। যদিও মেট্রোর সময়সূচিতে কোনও পরিবর্তন আনা হচ্ছে না, তবে বাড়ানো হয়েছে পরিষেবার সংখ্যা।

মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, “গ্রিন লাইন ২-তে গুরুত্বপূর্ণ নির্মাণ কাজ চলছে। সেই কারণেই হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো আপাতত বন্ধ থাকবে। নির্দেশ কার্যকর হবে সোমবার থেকে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই রুটে মেট্রো মহাকরণ পর্যন্ত চালানো হবে।” নিত্যদিনের পরিষেবা বাড়িয়ে বর্তমানে মোট ১৫০টি মেট্রো চালানো হবে। সাধারণত সকাল ৬টা ৫৫ থেকে রাত ১০টা পর্যন্ত ১১৮টি মেট্রো চললেও, এই সংখ্যা বাড়ানো হয়েছে। রবিবার দুপুর ২টো ১৫ থেকে রাত ৯টা ৫০ পর্যন্ত চালানো হবে ৪৬টি মেট্রো।

মেট্রোর এই সিদ্ধান্তে যাত্রীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। হাওড়া ময়দান-এসপ্ল্যানেড রুট কলকাতার গুরুত্বপূর্ণ অংশের সঙ্গে যোগাযোগ বজায় রাখে। এসপ্ল্যানেড থেকে ব্লু লাইনের সরাসরি যাতায়াত করা যায়। এছাড়া, গ্রিন লাইন ১-এর সঙ্গে সংযোগেও ভোগান্তি বাড়তে পারে। বিশেষত, অফিস টাইমে এই পথে যাত্রীদের ভিড় আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

নিত্যযাত্রীদের মধ্যে অনেকে বলছেন, রুট সংক্ষিপ্ত হওয়ায় যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। যাত্রীদের দাবি, কতদিন এই পরিষেবা চালু থাকবে, সেই বিষয়ে সুনির্দিষ্ট কোনও সময়সীমা জানানো হয়নি, যা তাদের উদ্বেগ আরও বাড়িয়েছে।

মেট্রোরেল কর্তৃপক্ষ যদিও যাত্রীদের স্বাচ্ছন্দ্যের কথা বিবেচনা করে পরিষেবা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে, তবে সাময়িক অসুবিধার কথা অস্বীকার করা যাচ্ছে না। 

আরও পড়ুন

যাদবপুরের অধ্যাপক মৈনাক পাল-এর অস্বাভাবিক মৃত্যু, শোকের ছায়া শিক্ষকমহলে

আইফোন ব্যবহারকারীদের জন্য অ্যাপল আনল iOS 18.1 আপডেট

কী কাজ করবে ইসরোর ‘হ্যাব-১’ মহাকাশ মিশন?

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version