ঢাকা থেকে আল-আমিন
জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে নিশ্চিত আশ্বাস পেলেই জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সনদে স্বাক্ষর করবে, বুধবার এমনটাই জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে বেরিয়ে সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন,
“জুলাই সনদ বাস্তবায়ন কীভাবে হবে সে সম্পর্কে আমরা নিশ্চিত হতে চাই। আমরা একটি সাংবিধানিক আদেশের কথা বলেছি, যা সরকার প্রধান হিসেবে ড. ইউনূস জারি করবেন। প্রেসিডেন্টের এই আদেশ জারি করার ক্ষমতা নেই।”
তিনি আরও জানান, এই প্রক্রিয়াটি কার্যকরভাবে সম্পন্ন করার পরই এনসিপি আনুষ্ঠানিকভাবে জুলাই সনদে স্বাক্ষর করবে।
সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম সাম্প্রতিক এক পদক্ষেপের প্রশংসা করেন। তিনি বলেন, “আমরা আজ দেখেছি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সেনাবাহিনীর কয়েকজন সদস্যকে আদালতে হাজির করা হয়েছে। আমরা এই পদক্ষেপকে সাধুবাদ জানাই। ন্যায়বিচারের পথে এটি একটি গুরুত্বপূর্ণ ধাপ।”
তিনি সরকারের এই পদক্ষেপের প্রশংসা করে বলেন, “আমরা সরকার ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের প্রতি কৃতজ্ঞতা জানাই। এর মাধ্যমে বাংলাদেশ আরও এক ধাপ ন্যায়বিচারের পথে এগিয়ে গেল।”
সূত্র অনুযায়ী, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে এনসিপি-র এই বৈঠকে জুলাই সনদের বিভিন্ন দিক এবং বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বিশদ আলোচনা হয়।
রাজনৈতিক মহলের মতে, এনসিপি-র এই অবস্থান অন্তর্বর্তী সরকারের সঙ্গে সমন্বয় এবং রাজনৈতিক স্থিতিশীলতার দিক থেকে গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করছে।
আরও পড়ুন: ভারতের সঙ্গে চুক্তি বাতিলের দাবি ভুয়ো — জানালেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন
📰 আমাদের পাশে থাকুন
নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।
💠 সহায়তা করুন / Support Us