Home খবর বাংলাদেশ বাংলাদেশে নতুন রাজনৈতিক দল গঠনের প্রস্তুতি, নেতৃত্বে আসছেন ছাত্র আন্দোলনের নেতারা

বাংলাদেশে নতুন রাজনৈতিক দল গঠনের প্রস্তুতি, নেতৃত্বে আসছেন ছাত্র আন্দোলনের নেতারা

নির্বাচনের দাবির মাঝেই বাংলাদেশে তৈরি হচ্ছে নতুন রাজনৈতিক দল

বাংলাদেশের রাজনৈতিক মঞ্চে নতুন মোড়! শেখ হাসিনা সরকারের পতনের দাবির মধ্যেই সক্রিয় রাজনীতিতে প্রবেশ করতে চলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। তাঁদের নেতৃত্বেই নতুন একটি রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী শুক্রবার দলটির আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে।

জাতীয় নাগরিক কমিটির সঙ্গে একজোট হয়ে দল গঠন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাশাপাশি নতুন এই দল গঠনের প্রক্রিয়ায় যুক্ত হয়েছে জাতীয় নাগরিক কমিটি নামক সামাজিক সংগঠন। ইতিমধ্যেই উভয় পক্ষের মধ্যে সাংগঠনিক কাঠামো এবং দায়িত্ববন্টন নিয়ে একাধিক দফা আলোচনা হয়েছে। তবে নতুন দলের নাম কী হবে এবং কারা কোন পদে থাকবেন, সে বিষয়ে এখনও কিছু ঘোষণা করা হয়নি।

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম জানিয়েছেন, “নতুন বাংলাদেশ সম্পর্কে মানুষের যে কল্পনা, বাংলাদেশকে সেই জায়গায় নিয়ে যাওয়া একটা দীর্ঘ লড়াইয়ের বিষয়। সেই লড়াইকে সামনে রেখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি ঐক্যবদ্ধভাবে একটি রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে।”

নাহিদ ইসলাম নতুন দলের আহ্বায়ক হতে পারেন?

বাংলাদেশের জনপ্রিয় সংবাদমাধ্যম ‘প্রথম আলো’ সূত্রে জানা গেছে, নতুন দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব নিতে পারেন নাহিদ ইসলাম, যিনি বর্তমানে অন্তর্বর্তী সরকারের অন্যতম উপদেষ্টা। তবে আনুষ্ঠানিকভাবে দল ঘোষণার আগেই তিনি উপদেষ্টার পদ থেকে ইস্তফা দিতে পারেন বলে গুঞ্জন ছড়িয়েছে।

জাতীয় নাগরিক কমিটির একাধিক সূত্র জানিয়েছে, শুক্রবার আনুষ্ঠানিক দল গঠনের সময়ই পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ্যে আনা হবে। তবে দলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতারা গুরুত্বপূর্ণ পদ পেতে পারেন বলে অনুমান করা হচ্ছে।

বাংলাদেশে নির্বাচনের দাবি জোরালো, চাপে অন্তর্বর্তী সরকার

এদিকে, বাংলাদেশে সাধারণ নির্বাচনের দাবিও দিন দিন জোরালো হচ্ছে। শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার ছ’মাস অতিক্রম করলেও এখনও পর্যন্ত নির্বাচনের দিন নির্ধারিত হয়নি।

অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী মুহাম্মদ ইউনূস চাইছেন, নির্বাচনের আগে প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কার সম্পন্ন করতে। তবে এই প্রক্রিয়ার বিলম্ব নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে বিএনপি। খালেদা জিয়ার নেতৃত্বাধীন এই দলটির দাবি, সংস্কার প্রয়োজন, তবে তা এত দীর্ঘ করা উচিত নয় যে সাধারণ মানুষ গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হন।

নতুন দল কতটা প্রভাব ফেলবে?

নতুন রাজনৈতিক দলের আগমন বাংলাদেশে রাজনীতির সমীকরণে বড় পরিবর্তন আনতে পারে বলে মনে করা হচ্ছে। বিশেষত, ছাত্র আন্দোলনের নেতৃত্ব এই দলে সক্রিয় থাকায় তরুণদের মধ্যে এটি গ্রহণযোগ্যতা পেতে পারে।

শুক্রবার দল গঠনের আনুষ্ঠানিক ঘোষণা হলে রাজনৈতিক ময়দানে নতুন শক্তি হিসেবে আত্মপ্রকাশ করবে এই দল। তবে তারা কাকে সমর্থন করবে, কোন আদর্শ অনুসরণ করবে এবং ভবিষ্যতে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতায় কতটা এগোতে পারবে, তা এখনো স্পষ্ট নয়।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version