Homeখবরবাংলাদেশবাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন কি হবে? বড় মন্তব্য করলেন অন্তর্বর্তী সরকারের ধর্ম...

বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন কি হবে? বড় মন্তব্য করলেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা

প্রকাশিত

বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তনের কোনও পরিকল্পনা নেই বলে জানিয়েছেন দেশের ধর্ম বিষয়ক উপদেষ্টা এএফএম খালিদ হোসেন। শনিবার রাজশাহীতে ইসলামিক ফাউন্ডেশন পরিদর্শন এবং এক সম্মেলনে যোগ দেওয়ার পর তিনি সংবাদমাধ্যমের সামনে এ কথা জানান। তিনি বলেন, “অন্তর্বর্তী সরকার কোনও বিতর্ক তৈরি করতে চায় না।” এই মন্তব্যের মাধ্যমে তিনি দেশের স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার কথা জানান।

সম্প্রতি জামাত-এ-ইসলামির প্রাক্তন আমীর গোলাম আজমের ছেলে আবদুল্লাহিল আমান আজমি জাতীয় সঙ্গীত পরিবর্তনের আহ্বান জানান। তিনি দাবি করেন, “বর্তমান জাতীয় সঙ্গীত বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, এটি দুটি বাংলা একত্র করার উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল। এই সঙ্গীত ভারত আমাদের উপর ১৯৭১ সালে চাপিয়ে দিয়েছিল।”

তবে এএফএম খালিদ হোসেন সরাসরি এ দাবিকে নাকচ করে বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার কোনও নতুন সিদ্ধান্ত নিতে আগ্রহী নয় যা জাতীয় সংহতি বা ঐক্যে কোনও প্রভাব ফেলতে পারে। তিনি আরও বলেন, “বাংলাদেশ প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়।”

ধর্মীয় স্থানে হামলার নিন্দা

এদিকে, বাংলাদেশের মসজিদ, মন্দির এবং অন্যান্য ধর্মীয় স্থানগুলিতে সাম্প্রতিক হামলার প্রসঙ্গে হোসেন বলেন, “এটি এক ধরনের ঘৃণ্য কাজ এবং যারা এর সঙ্গে যুক্ত, তাদের শাস্তির আওতায় আনা হবে।” মাদ্রাসার ছাত্রদের নাম জড়িয়ে সন্ত্রাসবাদের অভিযোগের প্রেক্ষিতে তিনি বলেন, “মাদ্রাসার ছাত্ররা সন্ত্রাসবাদের সঙ্গে কোনওভাবেই যুক্ত ছিল না, এটি পুরনো সরকারের এক প্রকার ষড়যন্ত্র এবং অপপ্রচার।”

তিনি আরও বলেন, “দুর্গাপুজোর সময় মাদ্রাসার ছাত্ররাও মন্দির পাহারায় থাকবে যাতে কোনও ধরনের হামলা বা ষড়যন্ত্র না ঘটে।” তাঁর মতে, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরকার বদ্ধপরিকর এবং ধর্মীয় স্থানগুলির নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ পদক্ষেপ নেওয়া হবে।

সাম্প্রতিককালে বাংলাদেশ ক্রিকেট দলের উপর ভারতে হামলার বিষয়ে তিনি আরও বলেন, “বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।”

বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তনের কোনও পরিকল্পনা না থাকার বিষয়টি পরিষ্কার করে দিলেন এএফএম খালিদ হোসেন। সরকার তার নীতির মধ্যে দেশের স্থিতিশীলতা ও সংহতি বজায় রাখার বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

SIR ঘোষণা হতেই ফের এনআরসি আতঙ্ক! আগরপাড়ায় আত্মঘাতী প্রৌঢ়, মুখ্যমন্ত্রীর তীব্র প্রতিক্রিয়া

আগরপাড়ায় এনআরসি আতঙ্কে আত্মঘাতী প্রদীপ কর। ঘটনাস্থলে পুলিশ কমিশনার। মুখ্যমন্ত্রীর তীব্র ক্ষোভ— “বাংলা এনআরসি মানবে না।”

ছটপূজোর পর নিউমার্কেটে বেআইনি হকারদের বিরুদ্ধে কড়া অভিযান, ফের পথে নামছে কলকাতা পুরসভা

নিউমার্কেটের আশপাশে ফের বেআইনি হকারদের দাপট। ছটপূজোর পরই রাস্তাঘাট ও ফুটপাত দখলমুক্ত করতে নামছে কলকাতা পুরসভা। টাউন ভেন্ডিং কমিটি ও কলকাতা পুলিশের যৌথ অভিযানের পরিকল্পনা নেওয়া হয়েছে।

আজ সন্ধ্যায় কাকিনাড়ায় মোন্থার ল্যান্ডফল, প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা — বাংলাতে প্রভাব পড়বে ক’দিন?

আজ সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায় ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১০০ কিমি বেগে আছড়ে পড়বে ঝড়। বাংলায় ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ও সিকিমে তুষারপাতের পূর্বাভাস।

কলকাতা-গুয়াংঝাউ উড়ান চালু, ভারত-চিনের সম্পর্কে উষ্ণতার ইঙ্গিত

কলকাতা: দীর্ঘ পাঁচ বছর পর আবার শুরু হল ভারত ও চিনের মধ্যে সরাসরি বিমান...

আরও পড়ুন

পাকিস্তানি জেনারেলকে ‘বিতর্কিত মানচিত্র’ উপহার দিয়ে ভারতের সঙ্গে সম্পর্কে অস্বস্তি সৃষ্টি করলেন মুহাম্মদ ইউনূস

ঢাকা: বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান মুহাম্মদ ইউনূস আবার কূটনৈতিক বিতর্কের কেন্দ্রে। এবার তিনি পাকিস্তানি সেনার...

‘ভারতের সঙ্গে সম্পর্ক পারস্পরিক সম্মানের ভিত্তিতে’— যুক্তরাষ্ট্র সফরে বললেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

যুক্তরাষ্ট্র সফরে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, যদি তাঁরা দেশ পরিচালনার সুযোগ পান, তবে ভারতের সঙ্গে সম্পর্ক হবে পারস্পরিক সম্মানের ভিত্তিতে। ভিন্ন ধর্মাবলম্বীদের অধিকার ও জাতিগত ঐক্যের বিষয়েও স্পষ্ট অবস্থান জানান তিনি।

‘জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তা পেলেই স্বাক্ষর করবে এনসিপি’, জানালেন আহ্বায়ক নাহিদ ইসলাম

জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তা পাওয়ার পরই স্বাক্ষর করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ শেষে জানালেন আহ্বায়ক নাহিদ ইসলাম।