প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর কথা ভাবছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। তাতে বলেছে, আইন মন্ত্রক অনুরোধ করলে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে
ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়া হবে। রক্তক্ষয়ী কোটা আন্দোলনের জেরে দেশ জুড়ে প্রবল বিক্ষোভের মুখে পড়ে ভারতে পালিয়ে এসেছিলেন হাসিনা।
গত সপ্তাহে নোবেল বিজয়ী মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার শপথ গ্রহণ করেছে বাংলাদেশে। এ দিন বাংলাদেশ সংবাদ সংস্থা (বিএসএস)- এর এক প্রতিবেদনে বলা হয়েছে , পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মহম্মদ তৌহিদ হোসেন রবিবার মন্ত্রকর নিজের প্রথম প্রেস ব্রিফিংয়ে বলেন, প্রয়োজনে হাসিনাকে বাংলাদেশে ফেরানো হবে।
ঢাকা-দিল্লি সম্পর্কের কথা উল্লেখ করে মহম্মদ তৌহিদবলেন, “এটা গুরুত্বপূর্ণ যে জনগণ মনে করে ভারত বাংলাদেশের ভালো বন্ধু… আমরা সেটাই চাই, আমরা (ঢাকা-দিল্লি) সম্পর্ককে সেই দিকেই এগিয়ে নিতে চাই…এবং আমরা এটাও দেখতে চাই যে, এ ব্যাপারে ভারত আমাদের সহযোগিতা করছে।”
শেখ হাসিনা বর্তমানে ভারতে রয়েছেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন। তাঁকে বাংলাদেশের ক্ষমতা থেকে অপসারণে আঙুল তুলেছেন মার্কিন ইন্ধনের দিকে। যা নিয়ে ইতিমধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।
তবে হাসিনা অপসারণে মার্কিন সংযোগ নিয়ে সরাসরি কিছু বলেনি অন্তর্বর্তী সরকার। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে দেশের দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলতে গিয়ে হোসেন বলেন, “আমাদের নীতি হল আমাদের জাতীয় স্বার্থ রক্ষা করে সব দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা। আমরা সবার সঙ্গে বন্ধুত্ব চাই, কারো সঙ্গে শত্রুতা চাই না, ভারসাম্যপূর্ণ সম্পর্ক স্থাপনের লক্ষ্য রয়েছে আমাদের। সবার উপরে আমাদের কাজ হল নিজেদের স্বার্থ রক্ষা করা।”
তিনি আরও বলেন, “এই অন্তর্বর্তী সরকার শুধুমাত্র কোন বিশেষ দিকের উপর দৃষ্টি নিবদ্ধ করেছে, এটা অনুমান করা অর্থহীন। আমরা ভারত ও চিন-সহ সকলের সঙ্গে মসৃণ এবং ইতিবাচক সম্পর্ক বজায় রাখতে চাই।”
আরও পড়ুন: বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে শপথ নিলেন ডঃ মহম্মদ ইউনুস