Homeখবরবাংলাদেশযেখানেই থাকুন, হাসিনার বিচার হবেই! সাফ জানালেন ইউনূস

যেখানেই থাকুন, হাসিনার বিচার হবেই! সাফ জানালেন ইউনূস

প্রকাশিত

মানবতাবিরোধী অপরাধের দায়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হতে হবে। সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

ইউনূস উল্লেখ করেন, হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন এবং তার বিরুদ্ধে দুটি গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। ভারত সরকারের কাছে তার প্রত্যর্পণের জন্য আনুষ্ঠানিক চিঠি পাঠানো হলেও এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ড. ইউনূস আরও জানান, শেখ হাসিনার অনুপস্থিতিতেও বিচারপ্রক্রিয়া শুরু হবে। তিনি বলেন, “শুধু তাঁর (হাসিনা) নয়, তাঁর সঙ্গে জড়িত সকল লোক — তাঁর পরিবারের সদস্য, তাঁর ক্লায়েন্ট বা সহযোগীদেরও।”
হাসিনার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তিনি তার শাসনামলে গোপন আটক কেন্দ্রগুলোর নেটওয়ার্ক তদারকি করতেন, যেখানে রাজনৈতিক প্রতিপক্ষদের নির্যাতন ও হত্যার ঘটনা ঘটত। এছাড়া, গত বছরের জুলাই ও আগস্ট মাসে ছাত্র-জনতার বিক্ষোভের সময় নিরাপত্তা বাহিনী ও পুলিশকে ব্যবহার করে সহিংস দমন-পীড়ন চালানোর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। জাতিসংঘের অনুমান অনুযায়ী, ওই সময়ে প্রায় ১,৪০০ জন নিহত হয়েছিলেন।

ড. ইউনূস সম্প্রতি ‘আয়নাঘর’ নামে পরিচিত একটি গোপন কারাগার পরিদর্শন করেছেন, যেখানে তিনি বন্দিদের ওপর চালানো নির্যাতনের ভয়াবহতা দেখে মর্মাহত হয়েছেন। তিনি বলেন, “এটিই সবচেয়ে কুৎসিত জিনিস যা আপনি দেখতে পারেন, আপনি অনুভব করতে পারেন বা আপনি পর্যবেক্ষণ করতে পারেন।”

এদিকে, শেখ হাসিনার ভাগ্নি ও ব্রিটিশ লেবার এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগে তদন্ত চলছে। বাংলাদেশে দুর্নীতির তদন্তে নাম আসার পর তিনি ব্রিটেনের দুর্নীতিবিরোধী মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন।

রোহিঙ্গা শরণার্থীদের বিষয়ে ড. ইউনূস জানান, মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীর সাথে আলোচনা করে তাদের স্বদেশে ফিরে যেতে সহায়তা করার জন্য একটি ‘নিরাপদ অঞ্চলের’ সম্ভাবনা নিয়ে কাজ করা হচ্ছে। বাংলাদেশের কক্সবাজারে বিশ্বের বৃহত্তম শরণার্থী শিবিরে আনুমানিক ১০ লাখ রোহিঙ্গা শরণার্থী অবস্থান করছে, যেখানে সহিংসতা, মাদক এবং আধাসামরিক কার্যকলাপ ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

উল্লেখ্য, শেখ হাসিনা গত বছরের আগস্টের শুরুতে ছাত্র-জনতার ব্যাপক বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে আশ্রয় নেন। তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ ও দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগে বিচারপ্রক্রিয়া শুরু করতে চায় অন্তর্বর্তীকালীন সরকার।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

টাইপ টু ডায়াবেটিস নিয়ন্ত্রণে সূর্যের আলোই হতে পারে গোপন অস্ত্র, বলছে নতুন গবেষণা

নতুন গবেষণায় দাবি, প্রতিদিন কিছু সময় সূর্যের আলোয় থাকলে টাইপ টু ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য উপকার মিলতে পারে। কী বলছেন গবেষকরা?

প্রয়াত বর্ষীয়ান রবীন্দ্রসঙ্গীত শিল্পী অর্ঘ্য সেন, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

প্রয়াত হলেন বর্ষীয়ান রবীন্দ্রসঙ্গীত শিল্পী অর্ঘ্য সেন। ৯০ বছর বয়সে শিল্পীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কেষ্টপুরের সুকান্ত পার্কে হয়ে গেল ‘নহলী’র একাদশ অন্তরঙ্গ নাট্যোৎসবের দ্বিতীয় পর্যায়

অজন্তা চৌধুরী কেষ্টপুরের সুকান্ত পার্কে ‘নহলী’র নিজস্ব অন্তরঙ্গ প্রাঙ্গণ ‘বেলাভূমি’তে হয়ে গেল ‘নহলী’র একাদশ অন্তরঙ্গ...

ট্রেনে অগ্রিম আসন সংরক্ষণ বুকিংয়ে বড়ো পরিবর্তন: জেনে নিন বিস্তারিত

খবর অনলাইন ডেস্ক: যাত্রী পরিষেবা আরও স্বচ্ছ ও সুরক্ষিত করতে ট্রেনের অগ্রিম টিকিট বুকিং...

আরও পড়ুন

ঢাকায় জয়শঙ্করের সফর ‘সৌজন্যমূলক’, রাজনৈতিক বার্তা খোঁজা ঠিক নয়: বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন

খালেদা জিয়ার জানাজায় ঢাকায় এসে শেষ শ্রদ্ধা জানান ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এই সফরকে রাজনৈতিক বা আন্তঃরাষ্ট্রীয় বার্তা হিসেবে না দেখার পরামর্শ দিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বাংলাদেশে আরও এক সংখ্যালঘু খুন; সহকর্মীর গুলিতে নিহত বজেন্দ্র বিশ্বাস, গ্রেপ্তার অভিযুক্ত আনসার সদস্য

ময়মনসিংহে পোশাক কারখানায় সহকর্মীর গুলিতে নিহত সংখ্যালঘু নাগরিক বজেন্দ্র বিশ্বাস। অভিযুক্ত আনসার সদস্য গ্রেপ্তার। তদন্তে নেমেছে পুলিশ।

স্বামী জিয়াউর রহমানের কবরের পাশে দাফন; নিরাপত্তার কারণে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ

স্বামী জিয়াউর রহমানের কবরের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে খালেদা জিয়াকে। নিরাপত্তার কারণে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ রাখা হয়েছে।