Homeশিল্প-বাণিজ্যপ্যান-আধার লিঙ্ক না হলে কেওয়াইসি অসম্পূর্ণ, সতর্কতা সেবি-র

প্যান-আধার লিঙ্ক না হলে কেওয়াইসি অসম্পূর্ণ, সতর্কতা সেবি-র

প্রকাশিত

নির্ধারিত সময়ের মধ্যে প্যান-আধার লিঙ্ক (Pan Aadhaar Link) না হলে প্রভাব পড়বে কেওয়াইসি (KYC)-তে। বুধবার একটি বিবৃতিতে পুঁজিবাজার নিয়ন্ত্রক সেবি (SEBI) জানিয়ে দিয়েছে, শেয়ার বাজারে লেনদেন মসৃণ ভাবে চালিয়ে যেতে প্যান-আধার লিঙ্ক করতেই হবে। অন্যথায় কেওয়াইসি অসম্পূর্ণ রয়ে যাবে।

ওই বিবৃতিতে, সেবি বলেছে যে যতক্ষণ না পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর (PAN) এবং আধার (Aadhaar) লিঙ্ক করা হচ্ছে, ততক্ষণ শেয়ার এবং অন্যান্য লেনদেনের উপর বিধিনিষেধ আরোপ করা হতে পারে। প্যান-আধার লিঙ্ক না করা হলে কেওয়াইসি অসম্পূর্ণ হিসেবে বিবেচিত হবে।

সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস (CBDT) থেকে জানিয়ে দেওয়া হয়েছে, প্যান কার্ডধারীরা যদি ৩১ মার্চের মধ্যে সরকারের দেওয়া নির্দেশ না মানে, তবে তাঁদের ব্যবসা এবং কর সম্পর্কিত সুবিধাগুলি কাজ করা বন্ধ হয়ে যাবে। অর্থাৎ, সময়ের মধ্যে লিঙ্ক করা না হয় তাহলে প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে। এখন আধারের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করতে ১০০০ টাকা দিতে হচ্ছে।

প্যান-আধার লিঙ্কিংয়ের দেরি বাবদ ফি কী জমার পদ্ধতি

১. এই কার্ড দুটি লিঙ্ক করতে প্রথমে আয়কর বিভাগের অফিশিয়াল ই-ফাইলিং ওয়েবসাইট দেখুন। যেখানে টাকা জমা দেওয়ার লিঙ্ক আসবে সেখানে ক্লিক করলেই এটি আপনাকে এনএসডিএল ওয়েবসাইটে নিয়ে যাবে।

২. এ বার অপশনগুলির মধ্যে প্যান-আধার লিঙ্কের ফি জমা দিতে চালান নম্বর ITNS 280-এর অধীনে এগিয়ে যান।

৩. সেখান থেকে tax applicable নির্বাচন করুন। এখানে টাকা জমা দিন।

৪. পছন্দের পেমেন্ট মোড নির্বাচন করুন ও বিস্তারিত লিখুন।

৫. এই পর্বে প্যান, ঠিকানা ও মূল্যায়ন বছর লিখুন

৬. এবার ক্যাপচা লিখুন ও টাকা জমা দিন। এই অর্থ জমার জন্য আয়কর ই-ফাইলিং পোর্টালে প্রদর্শনের জন্য কিছু সময় লাগতে পারে। সুতরাং, আপনি যদি আধারের সঙ্গে প্যান লিঙ্ক করতে চান তবে টাকা জমা করার পরে কয়েক দিন অপেক্ষা করা উচিত।

কী ভাবে আধার-প্যান লিঙ্ক করা যাবে

১. আয়কর ই-ফাইলিং পোর্টাল খুলে -https://incometaxindiaefiling.gov.in/ আধার-প্যান লিঙ্ক করতে পারবেন।

২.আপনার প্যান নম্বর আপনার ইউজার আইডি হবে।

৩. ইউজার আইডি, পাসওয়ার্ড এবং জন্মের তারিখ লিখে লগ-ইন করুন।

৪. একটি পপ আপ উইন্ডো খুলবে, আপনাকে নিজের আধারের সঙ্গে প্যান লিঙ্ক করার অনুরোধ জানানো হবে। যদি না হয় তবে মেনু বারের ‘প্রোফাইল সেটিংস’-এ যান এবং ‘লিঙ্ক আধার’-এ ক্লিক করুন।

৫. বিবরণ যেমন নাম,জন্ম তারিখ এবং লিঙ্গ প্যান বিবরণ অনুযায়ী ইতিমধ্যেই লিখুন।

৬. আপনার আধারের উল্লিখিত বিবরণের সঙ্গে স্ক্রিনে প্যান বিবরণ যাচাই করুন। দয়া করে মনে রাখবেন যে যদি কোনো ত্রুটি থাকে, তবে আপনাকে নথিগুলির উভয়ের সংশোধন করতে হবে।

৭. বিবরণ মিললে, আপনার আধার নম্বর লিখুন এবং ” লিঙ্ক নাও” বোতামে ক্লিক করুন।

৮. একটি পপ-আপ বার্তা আপনাকে জানাবে যে আপনার আধার সফলভাবে আপনার প্যানের সঙ্গে যুক্ত করা হয়েছে।

৯. আপনি আপনার প্যান এবং আধার লিঙ্ক করতে https://www.utiitsl.com/ OR https://www.egov-nsdl.co.in/-এও যেতে পারেন।

লিঙ্ক না করলে কী কী সমস্যা হবে

১. যদি নির্ধারিত সময়ের মধ্যে আধারের সঙ্গে লিঙ্ক না করা হয় তবে প্যান নিষ্ক্রিয় হয়ে যেতে পারে। তখন কোনও কাজে ওই নম্বর আর ব্যবহার করা যাবে না।

২. প্যান নিষ্ক্রিয় হলে আয়কর উচ্চ করের হার প্রয়োগ করবে সরকার। টিডিএস-ও বেশি হবে। আয়কর রিটার্ন দাখিল করা সম্ভব হবে না। ফলে উচ্চ সুদ, জরিমানা এবং এমনকি শাস্তি পর্যন্ত হতে পারে। নির্দিষ্ট আর্থিক লেনদেনের সময় প্যান-এর উল্লেখ না করা গেলে জরিমানা হতে পারে।

৩. প্যান-এর বদলে আধার ব্যবহার করা যাবে না। যদি আধার নম্বরের সঙ্গে প্যান যুক্ত থাকে তাহলে আয়কর আইন অনুযায়ী যে কোনো একটি ব্যবহার করা যায়। কিন্তু লিঙ্ক না হলে এই নম্বরগুলি পরস্পরের বিকল্প হতে পারবে না।

৪. যদি কোনো ব্যক্তি নির্ধারিত সময়ের মধ্যে আধার ও প্যান লিঙ্ক না করতে পারেন তা হলে তাঁকে ১০০০ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে। আবার লিঙ্ক করার জন্যও ১০০০ টাকা দিতে হবে। এ কারণে আয়কর রিটার্ন দাখিল না করতে পারলে ১০ হাজার টাকা জরিমানা হবে।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: গোলশূন্য ডার্বি, মোহনবাগানকে আটকে সেমিফাইনালে ইস্টবেঙ্গল

ভুবনেশ্বর: শুক্রবার ভুবনেশ্বরে আয়োজিত এআইএফএফ সুপার কাপের গ্রুপ ‘এ’-এর শেষ ম্যাচে ঐতিহ্যবাহী কলকাতা ডার্বিতে...

শনিবার ভোর ৪টা ২৫ মিনিটে ইতিহাস! মুক্তি পেল জুবিন গার্গের স্বপ্নের ছবি ‘রৈ রৈ বিনালে’

অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: কখনও কখনও কোনো শিল্পী শুধুমাত্র মানুষ নন, হয়ে ওঠেন এক অনুভূতি,...

অভিষেক শর্মার ৩৭ বলে ৬৮ কাজে দিল না, দ্বিতীয় একদিনের ম্যাচে ভারতকে মাত করল অস্ট্রেলিয়া

ভারত: ১২৫ (১৮.৪ ওভার) (অভিষেক শর্মা ৬৮, হর্ষিত রানা ৩৫, জোশ হ্যাজলউড ৩-১৩, নাথান...

এসআইআর আতঙ্কে জন্ম-মৃত্যু সার্টিফিকেট নেওয়ার ভিড়, হায়রানি রুখতে ব্যবস্থা নিচ্ছে পুরসভা, আশ্বাস মেয়রের

এসআইআর আতঙ্কে জন্ম ও মৃত্যু সনদের জন্য ভিড় বাড়ছে কলকাতা পুরসভায়। মেয়র ফিরহাদ হাকিম আশ্বাস দিয়েছেন, পুরসভা দ্রুত ব্যবস্থা নেবে। তবে অভিযোগ উঠছে দালালচক্র ও অনলাইন চ্যাটবট পরিষেবার ধীরগতির বিরুদ্ধে।

আরও পড়ুন

দ্বিতীয় ত্রৈমাসিকে বন্ধন ব্যাঙ্কের মুনাফা গত বছরের তুলনায় ৮৮% কমে ১১২ কোটি টাকা, বাড়ল এনপিএ

বেসরকারি খাতের ব্যান্ডন ব্যাংক ২০২৬ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে ৮৮ শতাংশ পতনের মুখে। ব্যাংকের নিট মুনাফা কমে ₹১১২ কোটি। এনপিএ বেড়েছে, সুদের আয় ও CASA অনুপাতেও পতন।

কলকাতায় আত্মপ্রকাশ গোদরেজ হাউসিং ফিন্যান্সের, পূর্ব ভারতে ঋণ পরিষেবায় নতুন দিগন্ত

পূর্ব ভারতে আর্থিক পরিষেবা সম্প্রসারণের লক্ষ্যে কলকাতায় প্রথম শাখা চালু করল গোদরেজ হাউসিং ফিন্যান্স। ৭.৭৫% সুদে হোম লোন, নারীদের জন্য বিশেষ ‘আরোহী হোম লোন’ অফারসহ গ্রাহককেন্দ্রিক পরিষেবা দেবে সংস্থা।

দীপাবলিতে বিনিয়োগকারীদের উপহার! চারটি নতুন ডিজিটাল অ্যাপ ও আধুনিক ফিচার নিয়ে এল NSE

এনএসই দীপাবলিতে চালু করল চারটি নতুন মোবাইল অ্যাপ ও এনএসই এমএফ ইনভেস্ট প্ল্যাটফর্মে বড়সড় আপডেট। বিনিয়োগকারীদের জন্য আরও সহজ হল পোর্টফোলিও ট্র্যাকিং, অর্ডার প্লেসমেন্ট ও কমপ্লায়েন্স প্রক্রিয়া।