Homeখবরদিল্লিতে সাংবাদিকদের হয়রানি ও গ্রেফতারের প্রতিবাদে কলকাতায় সাংবাদিকদের পদযাত্রা

দিল্লিতে সাংবাদিকদের হয়রানি ও গ্রেফতারের প্রতিবাদে কলকাতায় সাংবাদিকদের পদযাত্রা

প্রকাশিত

নিজস্ব প্রতিনিধি: সাংবাদিকদের উপর অত্যাচার নতুন কিছু ঘটনা নয়। শাসকদলের পছন্দমতো খবর পরিবেশন না করলে বা তাদের বিরোধী খবর পরিবেশন করলে সাংবাদিকদরা হয়রানি-নিগ্রহ-অত্যাচারের শিকার হতে পারেন। এমনকি তাঁদের গ্রেফতার করাও হতে পারে, অতি সম্প্রতি যা ঘটেছে দিল্লিতে।

এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার কলকাতায় সাংবাদিকদের পদযাত্রার আয়োজন করা হয়। কলকাতা প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত ওই পদযাত্রায় শামিল হয়েছিল ক্যালকাটা জার্নালিস্টস ক্লাবও।

গত ৩ অক্টোবর দিল্লিতে বেশ কয়েক জন সাংবাদিককে পুলিস বিনা নোটিসে দীর্ঘক্ষণ আটক করে রাখে। শুধু তা-ই নয়, তাদের কাজের সব চেয়ে গুরুত্বপূর্ণ সহায়ক বস্তু তাঁদের মোবাইল ফোন এবং ল্যাপটপও কেড়ে নেওয়া হয়। এরই পাশাপাশি দুই বর্ষীয়ান সংবাদিক ও সংবাদকর্মীকে ইউএপিএ আইনে গ্রেফতার করা হয়েছে। এরই প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে কলকাতা প্রেস ক্লাবের সঙ্গে যৌথ মিছিলে যোগ দেয় ক্যালকাটা জার্নালিস্টস ক্লাব।

cjc press ckub 2 06.10

কলকাতা প্রেস ক্লাবের সামনে থেকে সাংবাদিকদের পদযাত্রা শুরু হয়। কলকাতা প্রেস ক্লাবের সভাপতি স্নেহাশিস শুর, সাধারণ সম্পাদক কিংশুক প্রামাণিক, ক্যালকাটা জার্নালিস্টস ক্লাবের সভাপতি প্রান্তিক সেন, সাধারণ সম্পাদক ইমন কল্যাণ সেন সহ রাজ্যের বিভিন্ন সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত বহু সাংবাদিক ওই পদযাত্রায় যোগ দেন। ওই পদযাত্রায় বর্ষীয়ান সাংবাদিকদের উপস্থিতি ছিল লক্ষ করার মতো। ওই পদযাত্রা গান্ধীমূর্তির পাদদেশ ঘুরে প্রেস ক্লাবে এসে শেষ হয়। পদযাত্রার শুরুর আগে সাংবাদিকদের এক সমাবেশে কেন এই পদযাত্রা তা ব্যাখ্যা করেন প্রেস ক্লাবের সভাপতি স্নেহাশিস শুর ও সাধারণ সম্পাদক কিংশুক প্রামাণিক।

ক্যালকাটা জার্নালিস্টস ক্লাবের বিবৃতি

দিল্লিতে সাংবাদিকদের উপর পুলিশি অত্যাচার এবং তাঁদের গ্রেফতারির তীব্র নিন্দা করেছে ক্যালকাটা জার্নালিস্টস ক্লাব। ধৃত সাংবাদিকদের অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছে ওই সংগঠন।

cjc press club 3 06.10

গত মঙ্গলবার ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতি জারি করে সংগঠনের সাধারণ সম্পাদক ইমন কল্যাণ সেন এবং সভাপতি প্রান্তিক সেন বলেছেন, “মুক্তচিন্তার সংবাদ পরিবেশনের স্বাধীনতা আজ বিপন্ন। সাংবাদিকদের স্বাধীন ভাবে কাজ করার অধিকার হরণের চেষ্টা চলছে। গোটা দেশেই কোনো না কোনো ভাবে আক্রান্ত হচ্ছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। এই বিপজ্জনক ঝোঁক পরিহার করে প্রশাসন ও সংবাদমাধ্যমের মধ্যে হার্দিক সম্পর্ক তৈরির অনুরোধ করছে ক্যালকাটা জার্নালিস্টস ক্লাব।”    

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসে তদন্ত শেষের নির্দেশ, অয়ন শীলের জামিনের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ সুপ্রিম কোর্টের। অভিযুক্ত অয়ন শীলের জামিনের আবেদন খারিজ, ছ’মাস পরে ফের আবেদন করা যাবে।

জিএসটি কমার প্রভাব পড়ল সোনার দামে, এখনই কি সোনা কেনার সঠিক সময়?

জিএসটি হ্রাসে সোনার বাজারে প্রভাব দেখা দিয়েছে। দাম কমতেই বিনিয়োগকারীদের প্রশ্ন—এখনই কি সোনা কেনার সময়? বিশেষজ্ঞরা কী বলছেন জেনে নিন।

প্রতিবাদে উত্তপ্ত নেপাল, অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত; ঘরে ফিরলেন ৪২০-র বেশি ভারতীয়

নেপালের অশান্তির জেরে কয়েকদিন বন্ধ থাকার পর অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত। ৪২০-র বেশি ভারতীয় ফিরলেন দেশে, পেরোল ৫৬০-রও বেশি নেপালি নাগরিক।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পুকুর থেকে ছাত্রীকে অচৈতন্য অবস্থায় উদ্ধার, মৃত ঘোষণা হাসপাতালের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানের মাঝে পুকুর থেকে উদ্ধার হল ইংরেজি বিভাগের ছাত্রী অনামিকা মণ্ডলের দেহ। ঘটনার পর ফের সিসিটিভি ও পুলিশ আউটপোস্টের দাবি তুলল তৃণমূল ছাত্র পরিষদ, পাল্টা দিল এসএফআই।

আরও পড়ুন

ইরানে হামলায় ব্রিকসের নিন্দা, চন্দ্রচূড় বিতর্ক, ডাইনি সন্দেহে বধূ নির্যাতন! ১০টি গুরুত্বপূর্ণ খবর একনজরে

ইরানে সামরিক হামলা থেকে চন্দ্রচূড় বিতর্ক, হিমাচলের প্রাকৃতিক দুর্যোগ থেকে বীরভূমের 'ডাইনি' তাণ্ডব—৭ জুলাইয়ের ১০টি গুরুত্বপূর্ণ খবর পড়ে নিন একসাথে।

পুলিশের প্রচারেও থামছে না গণপিটুনি, ফের বনগাঁয় ভবঘুরেকে ছেলেধরা সন্দেহে মার

শনিবার রাতে ঠাকুরপল্লির রাস্তায় এক ভবঘুরে যুবককে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। মুহূর্তের মধ্যে ছেলেধরার গুজব ছড়িয়ে পড়ে এবং স্থানীয় লোকজন জড়ো হয়ে যুবককে বেধড়ক মারধর করে।

ধর্মতলায় শাহি সভা, কালো পোশাক পরে প্রতিবাদ কর্মসূচি তৃণমূলের

কলকাতা: শাহি-সভাকে কেন্দ্র করে সরগরম রাজ্য-রাজনীতি। বুধবার ধর্মতলায় বিজেপির সভায় থাকার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী...