Homeখবরবিদেশ‘যদি এই লেখা পৌঁছয়…’, মৃত্যুর আগে শেষ বার্তা রেখে গেলেন আল জাজিরার...

‘যদি এই লেখা পৌঁছয়…’, মৃত্যুর আগে শেষ বার্তা রেখে গেলেন আল জাজিরার সাংবাদিক আনাস আল-শরিফ

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আল জাজিরা সাংবাদিক আনাস আল-শরীফ মৃত্যুর আগে সোশ্যাল মিডিয়ায় লিখে গিয়েছিলেন তাঁর শেষ বার্তা। পরিবারকে দেখার আশা অপূর্ণ থেকে গেল, গাজাবাসীর জন্য রেখে গেলেন স্বাধীনতার আহ্বান।

প্রকাশিত

গাজা সিটির আল-শিফা হাসপাতালের কাছে ইসরায়েলি বিমান হামলায় রবিবার নিহত হলেন আল জাজিরার সাংবাদিক আনাস আল-শরিফ (২৮)। নিহত আরও চারজনের মধ্যে ছিলেন সহকর্মী সংবাদদাতা মোহাম্মদ কুরেইকেহ এবং ক্যামেরাম্যান ইব্রাহিম জাহের, মোয়েমেন আলিওয়া ও মোহাম্মদ নুফাল।

মৃত্যুর আগে, আল-শরীফ তাঁর সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ বার্তা লিখে রেখেছিলেন, যা মৃত্যুর পর তাঁর এক বন্ধু পোস্ট করেন। বার্তাটিকে তিনি নিজের “শেষ ইচ্ছাপত্র” হিসেবে উল্লেখ করে লেখেন, “যদি এই লেখা আপনাদের কাছে পৌঁছয়, বুঝবেন— ইসরায়েল আমাকে হত্যা করে আমার কণ্ঠস্বর স্তব্ধ করেছে।”

জাবালিয়া শরণার্থী শিবিরে বেড়ে ওঠা আল-শরীফ জানান, জীবনে বহুবার বেদনা ও ক্ষতি সহ্য করেও তিনি কখনও সত্য প্রকাশে পিছপা হননি। তিনি লেখেন, “আমাদের শিশু ও নারীদের মৃতদেহ দেখেও যাঁদের হৃদয় নড়েনি, সেই নীরব দর্শক ও হত্যার সমর্থকদের ঈশ্বর সাক্ষী থাকুন।”

নিজের পরিবার— কন্যা, পুত্র, স্ত্রী ও মায়ের যত্ন নেওয়ার অনুরোধ জানিয়ে আল-শরীফ বলেন, “যদি আমি মারা যাই, জানবেন আমি আমার নীতিতে অটল থেকেছি। গাজাকে ভুলে যাবেন না, আমাকেও আপনার প্রার্থনায় স্মরণ করবেন।”

তিনি গাজার মানুষদের প্রতি আহ্বান জানান, সীমাবদ্ধতা ও সীমানা অতিক্রম করে মুক্তির সেতু হয়ে উঠতে, যাতে মর্যাদা ও স্বাধীনতার সূর্য আবার তাদের দখলকৃত মাতৃভূমিতে উদিত হয়।

ইসরায়েলি সেনা পরে জানায়, আল-শরীফ আসলে হামাসের এক “সন্ত্রাসী সেল”-এর প্রধান ছিলেন এবং রকেট হামলার পরিকল্পনায় জড়িত ছিলেন। তাদের দাবি, গাজা থেকে উদ্ধার করা নথিতে তাঁর হামাস-যোগের প্রমাণ রয়েছে। তবে ফিলিস্তিনি সাংবাদিক সংঘ এই হামলাকে “রক্তাক্ত হত্যাকাণ্ড” বলে নিন্দা করেছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

সতর্ক থাকুন! পেঁপের সঙ্গে এই খাবারগুলো খেলেই বাড়বে বিপদ

ভিটামিন ও ফাইবারে ভরপুর পেঁপে যতটা উপকারী, ভুল খাবারের সঙ্গে খেলে ততটাই ক্ষতিকর। কমলালেবু, শশা, টমেটো, দই বা মধুর সঙ্গে পেঁপে খাওয়া হজমে সমস্যা, অ্যাসিডিটি ও অ্যালার্জির কারণ হতে পারে।

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

২০০২ বনাম ২০২৫! ৭ জেলার ভোটার তালিকায় ৫১% থেকে ৬৫% মিল, কোথায় সবচেয়ে কম জানেন?

রাজ্যের সাতটি জেলায় ২০০২ ও ২০২৫ সালের ভোটার তালিকার মধ্যে ৫১% থেকে ৬৫% নামের মিল পাওয়া গিয়েছে। সর্বাধিক মিল কালিম্পংয়ে, সর্বনিম্ন ঝাড়গ্রামে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নতুনভাবে বিশেষ ভোটার তালিকা সংশোধন (SIR) শুরু করতে চলেছে নির্বাচন কমিশন।

আজ থেকে শুরু হচ্ছে রনজি, বাংলার প্রথম খেলা উত্তরাখণ্ডের বিরুদ্ধে, দলে শামি, আকাশ দীপ, ঈশ্বরন

এলিট স্তরে রয়েছে ৩২টি দল। তাদের চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। বাংলা রয়েছে গ্রুপ সি-তে। গত তিনবারের চ্যাম্পিয়ন বিদর্ভ রয়েছে গ্রুপ এ-তে।

আরও পড়ুন

২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো

২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন ভেনেজুয়েলার গণতন্ত্রকামী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো। একনায়কতন্ত্রের বিরুদ্ধে লড়াই ও শান্তিপূর্ণ গণতান্ত্রিক রূপান্তরের জন্য স্বীকৃতি। ট্রাম্পের দাবি সত্ত্বেও নোবেল পেলেন না প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট।

গাজা শান্তি প্রচেষ্টায় আমেরিকার প্রস্তাবে অংশিক রাজি হামাস, ডোনাল্ড ট্রাম্পকে প্রশংসা প্রধানমন্ত্রী মোদীর 

গাজা সংঘাত নিরসনে মার্কিন প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রচেষ্টাকে প্রশংসা করলেন ভারতের প্রধানমন্ত্রী...

গাজা অভিমুখী সাহায্যবাহী নৌবহর আটক, ১৩টি নৌকা থামাল ইজরায়েলি সেনা, বিশ্বজুড়ে প্রতিবাদ

গাজায় সাহায্য নিয়ে যাওয়া ৪০টির বেশি নৌকার মধ্যে ১৩টি আটক করল ইসরায়েল। বাকিগুলি এগোচ্ছে গন্তব্যে। অভিযানে আটক কর্মীদের মধ্যে ছিলেন গ্রেটা থানবার্গও।