যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে ত্রাণ বিলির সময় ভয়াবহ দুর্ঘটনা। ত্রাণ নিতে এসে পদপিষ্ট হয়ে মারা গেলেন কমপক্ষে ৮৫ জন। তবে স্থানীয় সংবাদ মাধ্যম জানাচ্ছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। আহতের সংখ্যাও বহু।
যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে চরম দারিদ্র দেখা দিয়েছে। না খেতে পেয়ে মারা যাচ্ছেন অনেকে। রমজান উপলক্ষে রাজধানী সানার একটি স্কুলে ত্রাণ দেওয়ার ব্যবস্থা হয়। সংবাদসংস্থা রয়টার্সের খবর অনুযায়ী বহু মানুষ জড় হয়েছিলেন ত্রাণ নেওয়ার জন্য। খাদ্যবস্ত্রের পাশাপাশি জনপ্রতি নয় ডলার করে দেওয়া হচ্ছিল। এই ত্রাণ সংগ্রগের জন্য প্রচুর ভিড় হয়। ভিড়ি ক্রমশ বাড়তে বাড়তে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ত্রাণ পেতে শুরু হয় হুড়হুড়ি। সেই সময় এই দুর্ঘটনা ঘটে।
দুই প্রত্যক্ষদর্শীকে উদ্ধৃত করে সংবাদসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, ভিড় নিয়ন্ত্রণের জন্য হুতি যোদ্ধারা আকাশে গুলি ছোড়ে। সেই গুলি বিদ্যুতে তারে গিয়ে আঘাত করে এবং প্রবল বিস্ফোরণ হয়। এতেই আতঙ্কিত হয়ে পড়েন ত্রাণ সংগ্রহকারীরা।
Breaking: 79 people killed and 110 injured after a stampede in a school in Sanaa, Yemen where poor people gathered to receive charities during Ramadan.
— World Times (@WorldTimesWT) April 20, 2023
📽️@SaadAbedine#Yemen pic.twitter.com/f0ti65IUQB
প্রসঙ্গত, ২০১৫ সাল থেকে সংঘর্ষে বিধ্বস্ত ইয়েমেন। হুতি বিদ্রোহীরা সেই সময় দেশের পশ্চিমাংশ দখলে নেয়। দেশের স্বারষ্ট্র মন্ত্রক থেকে জানানো হয়েছে, যারা ত্রাণ বিলি করছিল তাঁদের গ্রেফতার করা হয়েছে। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে।
আরও খবর পড়তে আমাদের প্রথম পাতায় যান