কাজাখস্তানের তেল ও গ্যাস কেন্দ্র আকতাউয়ের কাছে আজারবাইজান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ৩৮ জন নিহত হয়েছেন। বুধবার ঘটে যাওয়া এই দুর্ঘটনায় রুশ মিসাইল হামলার সম্ভাবনা তদন্তের কেন্দ্রবিন্দুতে রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট তদন্তকারী অফিসাররা।
বিমানটি আজারবাইজানের রাজধানী বাকু থেকে রাশিয়ার গ্রোজনি শহরের উদ্দেশ্যে রওনা হয়েছিল। তবে এটি নির্ধারিত পথ থেকে সরে গিয়ে ক্যাসপিয়ান সাগরের উপর দিয়ে ভিন্ন দিকে চলে যায়। দুর্ঘটনার সময় বিমানে ৬৭ জন আরোহী ছিলেন।
আজারবাইজানের সরকারি সূত্রের দাবি, রুশ প্যান্টসির-এস এয়ার ডিফেন্স সিস্টেম থেকে নিক্ষেপ করা মিসাইল বিমানটিকে ভূপাতিত করে। এই দাবি নিউ ইয়র্ক টাইমস, ইউরোনিউজ এবং তুরস্কের আনাদোলু সংবাদ সংস্থা থেকেও প্রকাশিত হয়েছে।
বিশেষজ্ঞরা ধারণা করছেন, ইউক্রেনীয় ড্রোন কার্যকলাপের জন্য ওই অঞ্চলে রুশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় থাকায় এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। ফ্রান্সের BEA এয়ার অ্যাকসিডেন্ট ইনভেস্টিগেশন এজেন্সির এক প্রাক্তন বিশেষজ্ঞের মতে, বিমানের ধ্বংসাবশেষে শার্পনেলের ক্ষত দেখা গেছে, যা ২০১৪ সালে ইউক্রেনের উপর মালয়েশিয়া এয়ারলাইন্সের MH17 বিমান ভূপাতিত হওয়ার ঘটনার মতো।
রুশ সরকারের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, “তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো অনুমান করা ভুল হবে।”