Homeখবরবিদেশমোদী-পুতিন বৈঠকে বড় সিদ্ধান্ত, রুশ সেনা থেকে সমস্ত ভারতীয়দের ছেড়ে দেবে রাশিয়া

মোদী-পুতিন বৈঠকে বড় সিদ্ধান্ত, রুশ সেনা থেকে সমস্ত ভারতীয়দের ছেড়ে দেবে রাশিয়া

প্রকাশিত

রুশ সেনা থেকে সমস্ত ভারতীয় সেনাদের ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিল রাশিয়া। মোদি-পুতিন বৈঠকের সময় প্রধানমন্ত্রী রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে বিষয়টি তুলেছিলেন। সূত্রের খবর অনুযায়ী, কমপক্ষে দুজন ভারতীয় ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধে নিহত হয়েছেন। বেশ কয়েকজন এখনও যুদ্ধক্ষেত্রে আটকা পড়ে আছেন। যাদের দাবি, তারা প্রতারণার শিকার হয়েছেন এবং যুদ্ধের অংশ নিতে বাধ্য হয়েছেন।

দুই দিনের মস্কো সফরে থাকা প্রধানমন্ত্রী মোদী গত সন্ধ্যায় পুতিনের আয়োজিত ব্যক্তিগত নৈশভোজে এই বিষয়টি উত্থাপন করেন। রাশিয়া সমস্ত ভারতীয়দের তাদের সেনা থেকে মুক্তি দেওয়ার এবং তাদের প্রত্যাবর্তনের সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

নৈশভোজের সময়, পুতিন প্রধানমন্ত্রী মোদীকে তৃতীয়বার নির্বাচিত হওয়ার জন্য অভিনন্দন জানান এবং ভারতের অর্থনৈতিক উন্নতির প্রশংসা করেন।

অভিযোগ, প্রায় দুই ডজন ভারতীয়কে প্রতারণা করে উচ্চ বেতনের কাজের প্রলোভনে রাশিয়ায় পাঠিয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে বাধ্য করা হয়েছে। এ বছরের শুরুতে একটি ভাইরাল ভিডিয়োতে পাঞ্জাব ও হরিয়ানার কিছু লোককে সেনা ইউনিফর্ম পরা অবস্থায় দেখা যায়। ওই ভিডিয়োতে যাঁরা বলেছিলেন, তাঁরা প্রতারণার শিকার হয়েছেন এবং যুদ্ধে জড়িয়ে পড়েছেন। তাঁরা সাহায্যের আবেদন করেন।

সরকার মার্চ মাসে বলেছিল যে তারা এই বিষয়ে রুশ কর্তৃপক্ষের সঙ্গে “গুরুত্ব দিয়ে” আলোচনা করেছে যাতে দ্রুত ছাড়পত্র পাওয়া যায়। জানানো হয়, “ভুয়া প্রতিশ্রুতি দিয়ে যারা প্রতারণা করেছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে।”

ভারতীয় তদন্তকারী সংস্থাগুলিও রাশিয়ায় ভারতীয়দের পাচারের সঙ্গে জড়িত একটি চক্রকে ধরেছে। তদন্তের সময় উঠে এসেছে যে এই সংস্থাগুলি কমপক্ষে ৩৫ জন ভারতীয়কে রাশিয়ায় পাঠিয়েছে, যদিও একটি অধিকারিক জানিয়েছেন, তাঁদের সবাইকে যুদ্ধে বাধ্য করা হয়েছে কিনা তা স্পষ্ট নয়।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

মোবাইল নম্বর নয়, এবার ইউজারনেম দিয়েই চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে! আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ফিচার

হোয়াটসঅ্যাপে আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ইউজারনেম ফিচার। মোবাইল নম্বর শেয়ার না করেই চ্যাট করা যাবে। নতুন এই ফিচার দেখা গেছে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন ২.২৫.২৮.১২ তে। ইউজারনেম সেট করতে থাকবে কিছু নিয়মও।

সতর্ক থাকুন! পেঁপের সঙ্গে এই খাবারগুলো খেলেই বাড়বে বিপদ

ভিটামিন ও ফাইবারে ভরপুর পেঁপে যতটা উপকারী, ভুল খাবারের সঙ্গে খেলে ততটাই ক্ষতিকর। কমলালেবু, শশা, টমেটো, দই বা মধুর সঙ্গে পেঁপে খাওয়া হজমে সমস্যা, অ্যাসিডিটি ও অ্যালার্জির কারণ হতে পারে।

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

২০০২ বনাম ২০২৫! ৭ জেলার ভোটার তালিকায় ৫১% থেকে ৬৫% মিল, কোথায় সবচেয়ে কম জানেন?

রাজ্যের সাতটি জেলায় ২০০২ ও ২০২৫ সালের ভোটার তালিকার মধ্যে ৫১% থেকে ৬৫% নামের মিল পাওয়া গিয়েছে। সর্বাধিক মিল কালিম্পংয়ে, সর্বনিম্ন ঝাড়গ্রামে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নতুনভাবে বিশেষ ভোটার তালিকা সংশোধন (SIR) শুরু করতে চলেছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন

২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো

২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন ভেনেজুয়েলার গণতন্ত্রকামী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো। একনায়কতন্ত্রের বিরুদ্ধে লড়াই ও শান্তিপূর্ণ গণতান্ত্রিক রূপান্তরের জন্য স্বীকৃতি। ট্রাম্পের দাবি সত্ত্বেও নোবেল পেলেন না প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট।

গাজা শান্তি প্রচেষ্টায় আমেরিকার প্রস্তাবে অংশিক রাজি হামাস, ডোনাল্ড ট্রাম্পকে প্রশংসা প্রধানমন্ত্রী মোদীর 

গাজা সংঘাত নিরসনে মার্কিন প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রচেষ্টাকে প্রশংসা করলেন ভারতের প্রধানমন্ত্রী...

গাজা অভিমুখী সাহায্যবাহী নৌবহর আটক, ১৩টি নৌকা থামাল ইজরায়েলি সেনা, বিশ্বজুড়ে প্রতিবাদ

গাজায় সাহায্য নিয়ে যাওয়া ৪০টির বেশি নৌকার মধ্যে ১৩টি আটক করল ইসরায়েল। বাকিগুলি এগোচ্ছে গন্তব্যে। অভিযানে আটক কর্মীদের মধ্যে ছিলেন গ্রেটা থানবার্গও।