Homeখবরবিদেশঅরুণাচল সীমান্তে ব্রহ্মপুত্র নদের উপর বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্প শুরু করল চিন

অরুণাচল সীমান্তে ব্রহ্মপুত্র নদের উপর বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্প শুরু করল চিন

প্রকাশিত

বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ শুরু করল চিন। শনিবার তিব্বতের নিয়িংচি শহরে ব্রহ্মপুত্র নদের উপর ‘মেইনলিং হাইড্রোপাওয়ার স্টেশন’-এর নির্মাণকাজের আনুষ্ঠানিক সূচনা করেন চিনের প্রধানমন্ত্রী লি কিয়াং। সরকারি সংবাদ সংস্থা ‘শিনহুয়া’র খবর অনুযায়ী, এই প্রকল্পে প্রায় ১.২ ট্রিলিয়ন ইউয়ান অর্থাৎ প্রায় ১৬৭.৮ বিলিয়ন ডলার খরচ হবে।

প্রকল্পটি তিব্বতের ইয়ারলুং জাংবো (ভারতের ব্রহ্মপুত্র) নদীর নিম্নপ্রবাহে অবস্থিত। নির্মাণের স্থান ভারতের অরুণাচল সীমান্তের একেবারে কাছেই। প্রকল্পটিকে ঘিরে যথেষ্ট উদ্বেগ দেখা দিয়েছে ভারত ও বাংলাদেশের মধ্যে। দুই দেশই ব্রহ্মপুত্র নদে নিম্ন অববাহিকায় অবস্থিত হওয়ায়, এই বাঁধের জলপ্রবাহ নিয়ন্ত্রণের প্রভাব তাঁদের উপর পড়তে পারে বলে আশঙ্কা।

জানা গিয়েছে, প্রকল্পে মোট ৫টি ক্যাসকেড হাইড্রোপাওয়ার স্টেশন নির্মিত হবে। ২০২৩ সালের এক রিপোর্ট অনুসারে, এই প্রকল্প থেকে প্রতি বছর ৩০০ বিলিয়ন কিলোওয়াট ঘণ্টা বিদ্যুৎ উৎপাদন সম্ভব, যা ৩০০ মিলিয়ন মানুষের বার্ষিক বিদ্যুৎ চাহিদা পূরণ করতে পারে।

চিন জানিয়েছে, এই প্রকল্পের বিদ্যুৎ মূলত দেশের অন্যান্য অঞ্চলে সরবরাহ করা হবে, যদিও তিব্বতের স্থানীয় প্রয়োজনও এতে মেটানো হবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশন, পাওয়ার কনস্ট্রাকশন কর্পোরেশন অফ চায়না-সহ একাধিক সংস্থার প্রতিনিধিরা।

প্রসঙ্গত, কিছুদিন আগে ভারত এই প্রকল্প নিয়ে চিনের কাছে স্পষ্ট ব্যাখ্যা চেয়েছিল। পরে বাংলাদেশও একই দাবি তোলে। নদীর স্বাভাবিক গতি ও ভাটির দেশের স্বার্থ রক্ষায় আন্তর্জাতিক নিয়মকানুন মেনে কাজ চালানোর আহ্বান জানিয়েছে দুই দেশই।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

সতর্ক থাকুন! পেঁপের সঙ্গে এই খাবারগুলো খেলেই বাড়বে বিপদ

ভিটামিন ও ফাইবারে ভরপুর পেঁপে যতটা উপকারী, ভুল খাবারের সঙ্গে খেলে ততটাই ক্ষতিকর। কমলালেবু, শশা, টমেটো, দই বা মধুর সঙ্গে পেঁপে খাওয়া হজমে সমস্যা, অ্যাসিডিটি ও অ্যালার্জির কারণ হতে পারে।

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

২০০২ বনাম ২০২৫! ৭ জেলার ভোটার তালিকায় ৫১% থেকে ৬৫% মিল, কোথায় সবচেয়ে কম জানেন?

রাজ্যের সাতটি জেলায় ২০০২ ও ২০২৫ সালের ভোটার তালিকার মধ্যে ৫১% থেকে ৬৫% নামের মিল পাওয়া গিয়েছে। সর্বাধিক মিল কালিম্পংয়ে, সর্বনিম্ন ঝাড়গ্রামে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নতুনভাবে বিশেষ ভোটার তালিকা সংশোধন (SIR) শুরু করতে চলেছে নির্বাচন কমিশন।

আজ থেকে শুরু হচ্ছে রনজি, বাংলার প্রথম খেলা উত্তরাখণ্ডের বিরুদ্ধে, দলে শামি, আকাশ দীপ, ঈশ্বরন

এলিট স্তরে রয়েছে ৩২টি দল। তাদের চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। বাংলা রয়েছে গ্রুপ সি-তে। গত তিনবারের চ্যাম্পিয়ন বিদর্ভ রয়েছে গ্রুপ এ-তে।

আরও পড়ুন

২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো

২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন ভেনেজুয়েলার গণতন্ত্রকামী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো। একনায়কতন্ত্রের বিরুদ্ধে লড়াই ও শান্তিপূর্ণ গণতান্ত্রিক রূপান্তরের জন্য স্বীকৃতি। ট্রাম্পের দাবি সত্ত্বেও নোবেল পেলেন না প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট।

গাজা শান্তি প্রচেষ্টায় আমেরিকার প্রস্তাবে অংশিক রাজি হামাস, ডোনাল্ড ট্রাম্পকে প্রশংসা প্রধানমন্ত্রী মোদীর 

গাজা সংঘাত নিরসনে মার্কিন প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রচেষ্টাকে প্রশংসা করলেন ভারতের প্রধানমন্ত্রী...

গাজা অভিমুখী সাহায্যবাহী নৌবহর আটক, ১৩টি নৌকা থামাল ইজরায়েলি সেনা, বিশ্বজুড়ে প্রতিবাদ

গাজায় সাহায্য নিয়ে যাওয়া ৪০টির বেশি নৌকার মধ্যে ১৩টি আটক করল ইসরায়েল। বাকিগুলি এগোচ্ছে গন্তব্যে। অভিযানে আটক কর্মীদের মধ্যে ছিলেন গ্রেটা থানবার্গও।