মার্কিন পণ্যের ওপর ১০-১৫% অতিরিক্ত শুল্ক বসাচ্ছে চিন। আগামী ১০ মার্চ থেকে এই নতুন কর ব্যবস্থা কার্যকর হবে, বলে শুক্রবার জানিয়েছে চিনের অর্থ মন্ত্রণালয়।
কোন কোন মার্কিন পণ্য চিনের নতুন শুল্কের আওতায়?
১০% শুল্ক বসছে— সয়াবিন, সরগম, ভুট্টা, গরুর মাংস, সামুদ্রিক খাদ্য, ফল, শাকসবজি, দুগ্ধজাত পণ্য
১৫% শুল্ক বসছে— মুরগির মাংস, গম, ভুট্টা, তুলা
এছাড়াও, ২৫টি মার্কিন সংস্থার উপর রপ্তানি ও বিনিয়োগ সংক্রান্ত বিধিনিষেধ আরোপ করেছে চীন।
কেন চিন এই শুল্ক চাপাল?
চীনের এই সিদ্ধান্ত এসেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নতুন কর নীতির পাল্টা জবাব হিসেবে। ট্রাম্প সম্প্রতি চিনা পণ্যের উপর শুল্ক দ্বিগুণ করে ২০% করেছেন, পাশাপাশি মেক্সিকো ও কানাডার আমদানির উপর নতুন ২৫% শুল্ক চাপিয়েছেন।
কানাডা ও মেক্সিকোর প্রতিক্রিয়া
কানাডার outgoing প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ঘোষণা করেছেন যে, মার্কিন পণ্যের উপর ২৫% শুল্ক বসানো হবে। প্রথম ধাপে ৩০ বিলিয়ন কানাডিয়ান ডলারের মার্কিন পণ্যে কর বসবে, আর ২১ দিনের মধ্যে আরও ১২৫ বিলিয়ন ডলারের আমদানি শুল্কের আওতায় আসবে।
মেক্সিকোও পাল্টা ব্যবস্থা নিতে প্রস্তুত। প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম জানিয়েছেন, “আমাদের কাছে প্ল্যান B, C, D সবই আছে।”
বিশ্ব অর্থনীতিতে প্রভাব
বিশ্লেষকদের মতে, এই বাণিজ্য যুদ্ধ বিশ্ব বাজারে অস্থিরতা বাড়াবে। চিনের বৃহত্তর কৃষিপণ্য আমদানির ওপর কর বৃদ্ধির ফলে আমেরিকান কৃষকদের ওপর বড় ধাক্কা আসবে। অন্যদিকে, মেক্সিকো ও কানাডার পাল্টা কর নীতির ফলে আমেরিকার বাণিজ্যিক মুনাফায় বড় প্রভাব পড়বে।
বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO)-র বিশেষজ্ঞরা বলছেন, এই পদক্ষেপ আন্তর্জাতিক বাণিজ্যের ওপর দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
📰 আমাদের পাশে থাকুন
নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।
💠 সহায়তা করুন / Support Us

