এ বছর অর্থনীতিতে সম্মানজনক নোবেল পুরস্কার অর্জন করেছেন দারন অ্যাসেমোগ্লু, সাইমন জনসন ও জেমস এ রবার্টসন। দারন অ্যাসেমোগ্লু ও সাইমন জনসন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজিতে (MIT) কর্মরত, এবং জেমস এ রবার্টসন ইউনিভার্সিটি অব চিকােগোতে অধ্যাপনা করছেন।
এই তিন বিশিষ্ট অর্থনীতিবিদকে তাঁদের গবেষণার জন্য স্বীকৃতি দেওয়া হয়েছে, যা প্রমাণ করে যে প্রতিষ্ঠানগুলো একটি জাতির সমৃদ্ধির জন্য কতটা গুরুত্বপূর্ণ। তাঁদের কাজ দেখায় যে, সমাজের প্রতিষ্ঠানগুলি একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং দীর্ঘমেয়াদী বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গবেষণার মাধ্যমে তাঁরা প্রতিষ্ঠানের গঠন এবং এর প্রভাবের উপর আলোকপাত করেছেন, যা টেকসই উন্নয়ন ও সমৃদ্ধির জন্য প্রয়োজনীয় শর্তাবলী সম্পর্কে মূল্যবান ধারণা দিয়ে থাকে।
তাঁদের গবেষণা বলছে, শক্তিশালী ও অন্তর্ভুক্তিমূলক প্রতিষ্ঠানগুলি উন্নয়ন ও অগ্রগতিকে উৎসাহিত করে, তবে যেখানে আইনের শাসন দুর্বল এবং প্রতিষ্ঠানগুলো জনগণকে শোষণ করে, সেখানকার দেশগুলো স্থবির হয়ে পড়ে এবং টেকসই অর্থনৈতিক পরিবর্তন সৃষ্টি করতে ব্যর্থ হয়।
এই বছরের পুরস্কার প্রাপকদের গবেষণা আমাদের দেখায় যে, প্রতিষ্ঠানের কার্যকরিতা একটি দেশের ভাগ্য নির্ধারণে কতটা গুরুত্বপূর্ণ, এবং এটি টেকসই উন্নয়নের জন্য প্রয়োজনীয় শর্তাবলীর বোঝার জন্য অপরিহার্য।
পুরস্কারের মূল্য ১১ মিলিয়ন সুইডিশ ক্রোন। রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস পুরস্কার প্রদানের সময় জানিয়েছে যে, “অ্যাসেমোগ্লু, জনসন ও রবার্টসনের কাজ আমাদের একটি দেশের সমৃদ্ধি এবং বৃহত্তর বৈশ্বিক অর্থনৈতিক দৃশ্যপটের জন্য সু-কার্যকর প্রতিষ্ঠানগুলির মৌলিক গুরুত্ব বোঝাতে সাহায্য করে”।
পুরস্কারের কমিটির সভাপতি জেকব স্বেনসন বলছেন, “দেশগুলোর মধ্যে বিপুল আয় বৈষম্য হ্রাস করা আমাদের সময়ের অন্যতম বড় চ্যালেঞ্জ। পুরস্কারপ্রাপ্তরা প্রমাণ করেছেন যে, সামাজিক প্রতিষ্ঠানগুলি এই অর্জনের জন্য কতটা গুরুত্বপূর্ণ”।