প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট এবং বর্তমান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প দেওয়ালি উপলক্ষে তার বার্তায় বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর হিংসার কঠোর নিন্দা করেছেন। বাংলাদেশে শেখ হাসিনার সরকার পতনের পর থেকে সেখানে হিন্দু, খ্রিস্টান ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়কে নিপীড়ন ও লুটপাটের শিকার হতে হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, “আমার প্রশাসন থাকলে এ ধরনের সহিংসতা কখনোই ঘটত না।”
ট্রাম্প আরও উল্লেখ করেন যে, তার প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিস ও বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন হিন্দুদের প্রতি অবহেলা প্রদর্শন করেছেন, যা আন্তর্জাতিক স্তরেও স্পষ্ট। তিনি বলেন, “কমলা এবং জো আমেরিকা এবং বিশ্বের বিভিন্ন স্থানে হিন্দুদের উপেক্ষা করেছেন। তারা ইজরাইল থেকে ইউক্রেন, এমনকি আমাদের নিজ দেশের সাউদার্ন বর্ডারেও বিপর্যয় ডেকে এনেছেন। কিন্তু আমরা আমেরিকাকে পুনরায় শক্তিশালী করব এবং শক্তির মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করব।”
I strongly condemn the barbaric violence against Hindus, Christians, and other minorities who are getting attacked and looted by mobs in Bangladesh, which remains in a total state of chaos.
— Donald J. Trump (@realDonaldTrump) October 31, 2024
It would have never happened on my watch. Kamala and Joe have ignored Hindus across the…
এছাড়াও, দেওয়ালি উপলক্ষে এক এক্স (সাবেক টুইটার) বার্তায় ট্রাম্প তাঁর প্রশাসন ক্ষমতায় এলে ভারতের সঙ্গে আরও দৃঢ় অংশীদারিত্ব গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করেছেন। তিনি বলেন, “আমার প্রশাসনের অধীনে আমরা আমাদের পারস্পরিক সহযোগিতাকে আরও শক্তিশালী করব। শুভ দীপাবলি এবং আশাকরি আলো-উৎসব ন্যায়ের বিজয় আনবে।”
বাংলাদেশে সাম্প্রতিক পরিস্থিতি উল্লেখ করে তিনি জানান, আগস্ট মাসে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান, যার ফলে দেশজুড়ে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর একাধিক আক্রমণ এবং মন্দির ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে লুটপাটের ঘটনা ঘটে। এনডিটিভি-র প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয় হিন্দু গ্র্যান্ড অ্যালায়েন্সের তথ্যানুযায়ী, সাম্প্রতিক হিংসা ৪৮টি জেলায় ছড়িয়ে পড়েছে এবং শতাধিক মানুষ নিহত হয়েছে।
খবর অনলাইনে বিদেশ বিভাগের সব খবর পড়তে এখানে ক্লিক করুন