Homeখবরবিদেশনেপালে ভারী বৃষ্টিতে ধস, রাস্তা থেকে নদীতে ২ টি বাস, নিখোঁজ ৬৩

নেপালে ভারী বৃষ্টিতে ধস, রাস্তা থেকে নদীতে ২ টি বাস, নিখোঁজ ৬৩

প্রকাশিত

কাঠমান্ডু: ভারী বৃষ্টি এবং ধসের কারণে বিপর্যস্ত নেপাল। শুক্রবার সকালে দুটি যাত্রীবাহী বাস রাস্তা থেকে ছিটকে গিয়ে খরস্রোতা ত্রিশূলি নদীতে পড়ে যায়, যার ফলে ৬৩ জন যাত্রী নিখোঁজ হয়েছেন। নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দহাল ওরফে প্রচণ্ড দ্রুত উদ্ধারকাজ শুরুর নির্দেশ দিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ভোর ৪টের সময় দুর্ঘটনাটি ঘটে। নেপালের চিতওয়ান জেলার মদন-আশ্রিত সড়ক ধরে দুটি বাস এগোচ্ছিল। হঠাৎ করেই রাস্তায় ধস নামে এবং দুটি বাস ছিটকে গিয়ে ত্রিশূলি নদীতে পড়ে যায়। বাসে থাকা যাত্রীদের প্রায় সবাই ভেসে যান। গত কয়েকদিন ধরেই নেপালের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাত ও ধসের ঘটনা ঘটেছে।

চিতওয়ান জেলার মুখ্য প্রশাসনিক আধিকারিক ইন্দ্রদেব যাদব সংবাদ সংস্থা এএনআই-কে জানান, “বাসগুলি যখন রাস্তা ধরে এগোচ্ছিল, তখনই ধস নামতে শুরু করে। মুহূর্তের মধ্যে দুটি বাসই নদীতে পড়ে যায়।” জেলা প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, দুটি বাসে চালকসহ মোট ৬৩ জন যাত্রী ছিলেন। বাসগুলি নেপালের রাজধানী কাঠমান্ডুর দিকে যাচ্ছিল।

দুর্ঘটনার খবর পেয়ে জেলা প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে ছুটে যান এবং দ্রুত উদ্ধারকাজ শুরু হয়।

গত কয়েকদিন ধরে নেপালে লাগাতার ভারী বৃষ্টিপাতের ফলে বিভিন্ন জায়গায় ধস ও বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে। প্রশাসন জনগণকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে এবং নিরাপদ স্থানে অবস্থান করার অনুরোধ জানিয়েছে।

প্রধানমন্ত্রী পুষ্পকমল দহাল জানিয়েছেন, “এই দুর্যোগ মোকাবিলায় আমরা সকলকে সহায়তা করছি এবং দ্রুত উদ্ধারকাজ শুরু করেছি। স্থানীয় প্রশাসনকে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখতে বলা হয়েছে।”

নিখোঁজ যাত্রীদের দ্রুত উদ্ধারের জন্য সকল সম্ভাব্য পদক্ষেপ নেওয়া হচ্ছে। স্থানীয় বাসিন্দাদেরও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

মমতা বন্দ্যোপাধ্যায়কে জাপানের বিশ্ববিদ্যালয়ের তরফে সাম্মানিক ডি লিট প্রদান, মুখ্যমন্ত্রীর ঝুলিতে চারটি সম্মান  

খবর অনলাইন ডেস্ক: নারীর সক্ষমতায়ন এবং আধুনিক পশ্চিমবঙ্গ রূপায়ণে তাঁর অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ জাপানের...

লালকেল্লার কাছে বিস্ফোরণ সন্ত্রাসবাদী হামলাই, জানিয়ে দিল কেন্দ্রীয় মন্ত্রিসভার

খবর অনলাইন ডেস্ক: লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের ঘটনা সন্ত্রাসবাদী হামলাই। বুধবার এক জরুরি বৈঠকে...

শুধু স্বাদ নয়, স্বাস্থ্যেও চ্যাম্পিয়ন বেবিকর্ন! জানুন এই কচি মকাইয়ের ৬টি গুণ

শীতকাল মানেই বেবিকর্নের মৌসুম! স্বাদে যেমন অনন্য, তেমনি উপকারিতাতেও ভরপুর। ওজন কমানো, হজমশক্তি বাড়ানো থেকে হার্ট ও চোখের যত্ন— বেবিকর্নে আছে বহু গুণ। জানুন বিস্তারিত উপকারিতা।

নির্বাচনের সময়েই কেন সন্ত্রাস হামলা? প্রশ্ন সিদ্ধারামাইয়ার, তীব্র প্রতিক্রিয়া বিজেপির

দিল্লি বিস্ফোরণ ও বিহার ভোটের মাঝেই প্রশ্ন তুললেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া— নির্বাচনের সময়েই কেন সন্ত্রাস হামলা? বিজেপির অভিযোগ, জাতীয় নিরাপত্তা নিয়েও রাজনীতি করছে কংগ্রেস। তদন্তে নেমেছে দিল্লি পুলিশ।

আরও পড়ুন

ভয়াবহ খরায় বিপর্যস্ত ইরান! জলের অভাবে তেহরান খালি করার ‘হুঁশিয়ারি’ প্রেসিডেন্টের

ইরানে ভয়াবহ খরার পরিস্থিতি। রাজধানী তেহরানের জলাধার প্রায় শূন্য, বৃষ্টিপাত ৯২% কম। প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের আশঙ্কা—পরিস্থিতি না সামলালে তেহরান খালি করতে হতে পারে। সরকার জলের রেশনিং ও জরিমানা ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নিয়েছে।

মা চলচ্চিত্র পরিচালক মীরা নায়ার, বাবা লেখক মাহমুদ মামদানি, নিউইয়র্কের মেয়রের জীবন যেন বিশ্বনাগরিকের প্রতিচ্ছবি

আমেরিকার ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করলেন ভারতীয় বংশোদ্ভূত বামপন্থী নেতা জোহরান মামদানি (Zohran...

ট্রাম্পের আক্রমণ উপেক্ষা করে বড়ো জয় বামপন্থী প্রার্থীর, নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি

নিউইয়র্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর আক্রমণ ও ব্যবসায়ী মহলের তীব্র বিরোধিতা সত্ত্বেও নিউইয়র্কের...