Homeখবরবিদেশনাসরাল্লার জায়গায় নতুন নেতা বেছে নিল হেজবুল্লা, কে এই নাইম কাসেম

নাসরাল্লার জায়গায় নতুন নেতা বেছে নিল হেজবুল্লা, কে এই নাইম কাসেম

প্রকাশিত

হেজবুল্লার নিহত নেতা হাসান নাসরাল্লার স্থলাভিষিক্ত হলেন সংগঠনের প্রতিষ্ঠাকালীন ধর্মীয় নেতাদের আরেক একজন নাইম কাসেম। মঙ্গলবার লেবাননের হেজবুল্লা নিজের ডেপুটি সেক্রেটারি জেনারেল নাইম কাসেমকে সংগঠনের নতুন নেতা হিসেবে নির্বাচন করেছে বলে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে। আল জাজিরা-র রিপোর্ট অনুযায়ী, কাসেম হেজবুল্লার শিক্ষামূলক নেটওয়ার্ক এবং সংসদীয় কার্যক্রম পরিচালনার দায়িত্বে ছিলেন।

গত মাসে বেইরুটের দক্ষিণ অংশে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লার নেতা হাসান নাসরাল্লা নিহত হন। কাসেমের নেতৃত্বে নতুন অধ্যায়ে পা দিল সংগঠনটি, যা দীর্ঘদিন ধরে লেবাননের রাজনৈতিক এবং সামরিক পরিসরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

একই দিনে, উত্তর গাজা উপত্যকায় একটি পাঁচতলা ভবনে ইজরায়েলি বিমান হামলায় কমপক্ষে ৬০ জন নিহত হন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। অন্য দিকে, আমেরিকার একজন মুখপাত্র ম্যাথিউ মিলার জানিয়েছেন যে গাজায় রাষ্ট্রসঙ্ঘের কাজকে ঝুঁকির মুখে ফেলতে পারে এমন দুটি আইন পাস করেছে ইজরায়েল। এটাই এখন মার্কিন প্রশাসনের গভীর উদ্বেগের বিষয়।

কে এই নাইম কাসেম?

২০০৬ সালে ইজরায়েলের সঙ্গে যুদ্ধের পরে নাসরাল্লা প্রকাশ্যে উপস্থিতি কমিয়ে দিয়েছিলেন। সেসময় থেকে কাসেম দলের সর্বোচ্চ পর্যায়ের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করতে থাকেন। গত ২৭ সেপ্টেম্বর নাসরাল্লার মৃত্যুর পর থেকে কাসেম ইতিমধ্যে তিনটি টেলিভিশন ভাষণ দিয়েছেন।

১৯৯১ সালে হিজবুল্লার তৎকালীন সেক্রেটারি জেনারেল আব্বাস আল-মুসাভি কাসেমকে ডেপুটি চিফ হিসেবে নিয়োগ করেন। পরের বছর মুসাভি ইজরায়েলি হেলিকপ্টার হামলায় নিহত হন। তবে কাসেম ডেপুটি পদে থেকে যান। পরে নাসরাল্লার নেতৃত্বের সময়েও একই পদে দায়িত্ব পালন করেন।

১৯৫৩ সালে বেইরুটে জন্মগ্রহণকারী কাসেম লেবাননের দক্ষিণ অংশের এক পরিবারের সন্তান। ১৯৮২ সালে ইজরায়েলের লেবানন আক্রমণের পর হিজবুল্লা প্রতিষ্ঠিত হলে কাসেম ছিলেন দলের প্রথম সদস্যদের একজন। ১৯৯২ সাল থেকে দলের সংসদীয় নির্বাচন প্রচারের সাধারণ সমন্বয়কের দায়িত্বে রয়েছেন।

কাসেম তাঁর সাদা পাগড়ির জন্য পরিচিত, যেখানে নাসরাল্লা ও তার পূর্বসূরীরা কালো পাগড়ি পরতেন। এতে তাঁদের নবী মুহাম্মদের বংশধর হিসেবে বোঝাত বলে দাবি করা হয়।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

দার্জিলিং-সহ উত্তরের একাধিক জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস, দক্ষিণে অল্পস্বল্প বৃষ্টি, কতদিন থাকবে মোন্থার প্রভাব?

ঘূর্ণিঝড় মোন্থা দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হলেও তার প্রভাব পড়ছে গোটা বাংলায়। উত্তরবঙ্গে চার জেলায় লাল সতর্কতা জারি, দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রইল।

গুয়াহাটিতে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টে মধ্যাহ্নভোজের আগেই চা-পানের বিরতি! কেন এই সিদ্ধান্ত? 

খবর অনলাইন ডেস্ক: টস, মধ্যাহ্নভোজের বিরতি, চা-পানের বিরতি, তার পর সে দিনের খেলা শেষ...

বিশ্বকাপ মহিলা ক্রিকেট: ২০১৭ এর পুনরাবৃত্তি, জেমিমা-হরমনপ্রীতের ব্যাটের জোরে অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে ফাইনালে ভারত

অস্ট্রেলিয়া: ৩৩৮ (৪৯.৫ ওভার) (ফোবে লিচফিল্ড ১১৯, এলিসে পেরি ৭৭, অ্যাশলে গার্ডনার ৬৩, শ্রী...

সুরের সীমানা নেই: জুবিন গার্গকে শ্রদ্ধা জানাতে সোনাপুরে বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল

প্রয়াত গায়ক জুবিন গার্গের প্রতি শ্রদ্ধা জানাতে সোনাপুরে তাঁর দাহস্থলে এলেন বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল। উপ-উচ্চ কমিশনার প্রীতি রহমানের নেতৃত্বে দলটি ফুল অর্পণ করে শ্রদ্ধা জানান। সঙ্গীতের সীমানা যে রাজনীতির ঊর্ধ্বে, তা আবারও প্রমাণিত হল।

আরও পড়ুন

কলকাতা-গুয়াংঝাউ উড়ান চালু, ভারত-চিনের সম্পর্কে উষ্ণতার ইঙ্গিত

কলকাতা: দীর্ঘ পাঁচ বছর পর আবার শুরু হল ভারত ও চিনের মধ্যে সরাসরি বিমান...

বামপন্থী নির্দল ক্যাথরিন কনোলি আয়ারল্যান্ডের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত

ডাবলিন (আয়ারল্যান্ড): বামপন্থী নির্দল প্রার্থী ক্যাথরিন কনোলি আয়ারল্যান্ডের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হতে চলেছেন। তাঁর...

ভারত থাকবে দ্রুততম ক্রমবর্ধমান অর্থনীতির তালিকায়, আইএমএফ-এর পূর্বাভাস অনুযায়ী বৃদ্ধির হার ৬.৬%

নয়াদিল্লি: আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ, IMF) সর্বশেষ বিশ্ব অর্থনৈতিক পূর্বাভাসে (ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক, WEO)...