Homeখবরবিদেশনাসরাল্লার জায়গায় নতুন নেতা বেছে নিল হেজবুল্লা, কে এই নাইম কাসেম

নাসরাল্লার জায়গায় নতুন নেতা বেছে নিল হেজবুল্লা, কে এই নাইম কাসেম

প্রকাশিত

হেজবুল্লার নিহত নেতা হাসান নাসরাল্লার স্থলাভিষিক্ত হলেন সংগঠনের প্রতিষ্ঠাকালীন ধর্মীয় নেতাদের আরেক একজন নাইম কাসেম। মঙ্গলবার লেবাননের হেজবুল্লা নিজের ডেপুটি সেক্রেটারি জেনারেল নাইম কাসেমকে সংগঠনের নতুন নেতা হিসেবে নির্বাচন করেছে বলে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে। আল জাজিরা-র রিপোর্ট অনুযায়ী, কাসেম হেজবুল্লার শিক্ষামূলক নেটওয়ার্ক এবং সংসদীয় কার্যক্রম পরিচালনার দায়িত্বে ছিলেন।

গত মাসে বেইরুটের দক্ষিণ অংশে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লার নেতা হাসান নাসরাল্লা নিহত হন। কাসেমের নেতৃত্বে নতুন অধ্যায়ে পা দিল সংগঠনটি, যা দীর্ঘদিন ধরে লেবাননের রাজনৈতিক এবং সামরিক পরিসরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

একই দিনে, উত্তর গাজা উপত্যকায় একটি পাঁচতলা ভবনে ইজরায়েলি বিমান হামলায় কমপক্ষে ৬০ জন নিহত হন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। অন্য দিকে, আমেরিকার একজন মুখপাত্র ম্যাথিউ মিলার জানিয়েছেন যে গাজায় রাষ্ট্রসঙ্ঘের কাজকে ঝুঁকির মুখে ফেলতে পারে এমন দুটি আইন পাস করেছে ইজরায়েল। এটাই এখন মার্কিন প্রশাসনের গভীর উদ্বেগের বিষয়।

কে এই নাইম কাসেম?

২০০৬ সালে ইজরায়েলের সঙ্গে যুদ্ধের পরে নাসরাল্লা প্রকাশ্যে উপস্থিতি কমিয়ে দিয়েছিলেন। সেসময় থেকে কাসেম দলের সর্বোচ্চ পর্যায়ের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করতে থাকেন। গত ২৭ সেপ্টেম্বর নাসরাল্লার মৃত্যুর পর থেকে কাসেম ইতিমধ্যে তিনটি টেলিভিশন ভাষণ দিয়েছেন।

১৯৯১ সালে হিজবুল্লার তৎকালীন সেক্রেটারি জেনারেল আব্বাস আল-মুসাভি কাসেমকে ডেপুটি চিফ হিসেবে নিয়োগ করেন। পরের বছর মুসাভি ইজরায়েলি হেলিকপ্টার হামলায় নিহত হন। তবে কাসেম ডেপুটি পদে থেকে যান। পরে নাসরাল্লার নেতৃত্বের সময়েও একই পদে দায়িত্ব পালন করেন।

১৯৫৩ সালে বেইরুটে জন্মগ্রহণকারী কাসেম লেবাননের দক্ষিণ অংশের এক পরিবারের সন্তান। ১৯৮২ সালে ইজরায়েলের লেবানন আক্রমণের পর হিজবুল্লা প্রতিষ্ঠিত হলে কাসেম ছিলেন দলের প্রথম সদস্যদের একজন। ১৯৯২ সাল থেকে দলের সংসদীয় নির্বাচন প্রচারের সাধারণ সমন্বয়কের দায়িত্বে রয়েছেন।

কাসেম তাঁর সাদা পাগড়ির জন্য পরিচিত, যেখানে নাসরাল্লা ও তার পূর্বসূরীরা কালো পাগড়ি পরতেন। এতে তাঁদের নবী মুহাম্মদের বংশধর হিসেবে বোঝাত বলে দাবি করা হয়।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

অসমে ৫.৯ মাত্রার ভূমিকম্প, আতঙ্কে রাস্তায় নেমে এলেন মানুষ, হৃদরোগে আক্রান্ত হয়ে ১ মহিলার মৃত্যু

অসমে ৫.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল বিস্তীর্ণ এলাকা। আতঙ্কে রাস্তায় ছুটে বেরোলেন মানুষ। ক্ষয়ক্ষতির মাত্রা এখনও স্পষ্ট নয়।

দক্ষিণদাড়ি ইয়ুথস, অ্যাসিড আক্রান্তদের লড়াইয়ে আলো ফেলছেন শিল্পী অনির্বাণ

২৫ বছরে দক্ষিণদাড়ি ইয়ুথসের দুর্গাপুজোর থিম ‘দহন’। শিল্পী অনির্বাণ দাস অ্যাসিড আক্রান্তদের যন্ত্রণা ও প্রতিবাদকে মণ্ডপসজ্জায় ফুটিয়ে তুলেছেন।

বহুতল আবাসনে নতুন নির্মাণে সব ফ্ল্যাটমালিকের সম্মতি আবশ্যক, জানালেন মেয়র ফিরহাদ হাকিম

বহুতল আবাসনে নতুন নির্মাণে সব ফ্ল্যাটমালিকের সম্মতি আবশ্যক, জানালেন মেয়র ফিরহাদ হাকিম

বঙ্গোপসাগরে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস

বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের জেরে আগামী তিন দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, কয়েক জেলায় সতর্কতা জারি।

আরও পড়ুন

আমেরিকার নন-ইমিগ্রান্ট ভিসার নিয়ম বদল, ভারতীয়দের জন্য বাড়ল বি১-বি২ ভিসার অপেক্ষার সময়

আমেরিকার এনআইভি ভিসার নতুন নিয়মে আবেদনকারীদের নিজের দেশেই ইন্টারভিউ দিতে হবে। ফলে ভারতীয়দের বি১-বি২ ভিসা পেতে আরও বেশি অপেক্ষা করতে হবে।

ইউটাহ বিশ্ববিদ্যালয়ে গুলিতে নিহত ট্রাম্প ঘনিষ্ট কনজারভেটিভ নেতা চার্লি কার্ক, শোকপ্রকাশ মার্কিন প্রেসিডেন্টের

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী কনজারভেটিভ নেতা ও ট্রাম্প ঘনিষ্ঠ চার্লি কার্ক (৩১) বুধবার ইউটাহ ভ্যালি বিশ্ববিদ্যালয়ে...

জনপোষণ, দুর্নীতি আর বেকারত্বের ক্ষোভ তো ছিলই, স্কুলছাত্রীকে মন্ত্রীর গাড়ির ধাক্কা, ওলির ‘সাধারণ দুর্ঘটনা’ মন্তব্যেই আগুনে ঘি

ললিতপুরে মন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত স্কুলছাত্রী, প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির “সাধারণ দুর্ঘটনা” মন্তব্য ঘিরে নেপালে তরুণ প্রজন্মের বিস্ফোরণ। বেকারত্ব, দুর্নীতি, স্বজনপোষণ ও নেপো কিডদের দেখনদারি নিয়ে ক্ষোভে তোলপাড় দেশ।