Homeখবরবিদেশহংকংয়ের বহুতলে ভয়াবহ আগুনে অন্তত ৫৫ মৃত; শতাধিক নিখোঁজ, গ্রেপ্তার তিন

হংকংয়ের বহুতলে ভয়াবহ আগুনে অন্তত ৫৫ মৃত; শতাধিক নিখোঁজ, গ্রেপ্তার তিন

প্রকাশিত

হংকং-এ ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হল অন্তত ৫৫ জনের, আহত ও নিখোঁজ কয়েকশো। বুধবার দুপুরে তাই পো এলাকার ওয়াং ফুক কোর্ট নামের উচ্চবহুতল আবাসন কমপ্লেক্সে আগুন লাগে। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে একাধিক টাওয়ারে। ঘন ধোঁয়ায় ঢেকে যায় পুরো আবাসন এলাকা। শহরের অন্যতম বৃহৎ অগ্নিকাণ্ড বলে দাবি স্থানীয় সংবাদমাধ্যমের।

আগুন লাগার সময় বাসিন্দারা আতঙ্কে বাড়ি ছেড়ে বেরিয়ে আসতে পারেননি অনেকে। যাঁরা বেরোতে পেরেছেন, তাঁদের চোখের সামনে জ্বলতে দেখেছেন নিজেদের ঘরবাড়ি। স্থানীয় বাসিন্দা শার্লি চান বলেন, “এক মুহূর্তে দেখা গেল সব শেষ। একটি বাড়ি—যেখান থেকে হাজার স্মৃতি—সব আগুনে পুড়ে ছাই। কী ভাবে বলব, ভাষাই খুঁজে পাচ্ছি না।”

৬৫ বছরের বাসিন্দা ইউয়েন জানিয়েছেন, তিনি ৪০ বছর ধরে সেখানে থাকেন। এলাকাটি মূলত বৃদ্ধ ও অসুস্থদের বাসস্থান। অনেকে হুইলচেয়ার বা ওয়াকার ছাড়া চলতে পারেন না। রক্ষণাবেক্ষণের কারণে অনেক ফ্ল্যাটের জানালা বন্ধ থাকায় আগুন টের পেতে দেরি হয়েছে। প্রতিবেশীর ফোনে তিনি ও তাঁর স্ত্রী কোনওরকমে বেরোতে পেরেছেন। “আমি বিধ্বস্ত,” বললেন তিনি।

৭৪ বছরের টং পিংমুন প্রথমে ধোঁয়ার গন্ধ পান। দমকল কর্মী এসে দরজায় ধাক্কা দিয়ে জানান পাশের বিল্ডিংয়ে আগুন লেগেছে। তিনি ভেবেছিলেন তাঁদের ফ্ল্যাটে আগুন পৌঁছবে না। কিন্তু পরিস্থিতি দ্রুত ভয়াবহ হয়ে ওঠে। ঘন ধোঁয়ার কারণে তিনি ও তাঁর স্ত্রী বাথরুমে আশ্রয় নেন—ভেজা তোয়ালে দিয়ে দরজার ফাঁক বন্ধ করে ভেন্টিলেশন ফ্যান চালিয়ে সাহায্যের জন্য ফোন করেন। সন্ধ্যা ৬টার সময় উদ্ধারকারীরা তাঁদের বের করে আনেন। “বাঁচাটা ভাগ্যের ব্যাপার,” বলেছেন টং, যিনি বর্তমানে স্থানীয় একটি স্কুলে আশ্রয় নিয়েছেন।

স্থানীয় বাসিন্দারা বলেন, আগুনের তীব্রতার কারণে উদ্ধারকাজ করতে দমকলকর্মীদের সমস্যায় পড়তে হয়েছে। হংকং ফায়ার সার্ভিসেস ডিপার্টমেন্টের ডেপুটি ডিরেক্টর ডেরেক আর্মস্ট্রং চ্যান জানান, “বিল্ডিংয়ের ভিতরের তাপমাত্রা এতটাই বেশি ছিল যে ভেতরে ঢোকাই ছিল কঠিন।”

আগুন লাগে বুধবার দুপুর ২.৫০ নাগাদ। কমপ্লেক্সটিতে মোট আটটি টাওয়ার, প্রায় ২,০০০ ফ্ল্যাট। তখন মেরামতির কাজ চলছিল এবং পুরো ভবন জুড়ে বাঁশের মাচা (স্ক্যাফোল্ডিং) দেওয়া ছিল—যা সহজেই দাহ্য। গত বছরই এমন একটি ঘটনায় আগুন দ্রুত ছড়িয়ে যাওয়ার বিষয়ে সতর্ক করেছিল কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার সকালে পুলিশ তিন জনকে গ্রেপ্তার করেছে। তাঁদের বিরুদ্ধে অভিযোগ—মেরামতির কাজের পর অত্যন্ত দাহ্য পদার্থ ফেলে রাখা হয়েছিল, যেগুলি আগুন ছড়িয়ে পড়াকে আরও দ্রুততর করে। দমকল বিভাগ নিশ্চিত করেছে যে মৃত ৫৫ জনের মধ্যে একজন ৩৭ বছরের দমকলকর্মীও রয়েছেন, যিনি আগুন নেভাতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন। ৯০০-র বেশি বাসিন্দাকে বাড়ি ছেড়ে যেতে হয়েছে এবং তাঁদের অস্থায়ী আশ্রয়কেন্দ্রে সরানো হয়েছে। শতাধিক মানুষ এখনও নিখোঁজ থাকলেও অনেককে পরে নিরাপদে পাওয়া গেছে।

ঘন ধোঁয়া, আগুনের তাণ্ডব এবং মানুষের অসহায়তা—সব মিলিয়ে হংকংয়ের এই ঘটনা সাম্প্রতিক সময়ের অন্যতম ভয়াবহ নগর বিপর্যয়।

আরও পড়ুন: ইমরান খানের মৃত্যুর গুজবের মাঝেই বোনেদের উপর পুলিশের ‘নৃশংস হামলার’ অভিযোগ

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বায়ুদূষণ ও স্মার্টফোনে বাড়ছে শিশুদের অ্যাংজাইটি ঝুঁকি

শীত বাড়তেই বায়ুদূষণের প্রভাব পড়ছে মানসিক স্বাস্থ্যে। নয়াদিল্লির এইমস ও সিঙ্গাপুরের গবেষণায় উঠে এসেছে, দূষিত বাতাস ও ছোট বয়সে স্মার্টফোন ব্যবহারে শিশুদের অ্যাংজাইটি ও প্যানিক অ্যাটাকের ঝুঁকি বাড়ছে।

দক্ষিণবঙ্গে শীতে শীর্ষে কল্যাণী, আর কতদিন কনকনে ঠান্ডা?

দক্ষিণবঙ্গে শীতের দাপট চরমে। শ্রীনিকেতনকে পিছনে ফেলে শীতলতম এলাকা হল নদিয়ার কল্যাণী। কলকাতা সহ গোটা রাজ্যে কুয়াশা ও তাপমাত্রা আরও কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

ভারত-নিউজিল্যান্ড প্রথম একদিনের ম্যাচ: বল হাতে জেমিসনের জাদু সত্ত্বেও কোহলি-শুভমন-ঋষভের দাপটে এল জয়

নিউজিল্যান্ড: ৩০০-৮ (ড্যারিল মিচেল ৮৪, হেনরি নিকোলস ৬২, ডেভন কোনওয়ে ৫৪, মহম্মদ সিরাজ ২-৪০,...

পরিবেশ সচেতনতার বার্তা দিতে ‘সবুজপুকুর মেলা’ অনুষ্ঠিত হল ঢাকুরিয়া যুবতীর্থ শিশু উদ্যানে

নিজস্ব প্রতিনিধি:  দীর্ঘ প্রচেষ্টার পর গড়ফা-ঢাকুরিয়া-হালতু অঞ্চলে সবুজপুকুর জলাশয়ের সংরক্ষণ করা সম্ভব হয়েছে। চলতি...

আরও পড়ুন

ইরানে কেন এতো তীব্র হল গণবিক্ষোভ?

রানে সরকার-বিরোধী গণবিক্ষোভ চরমে। ৪২ জনের মৃত্যুর দাবি, ইন্টারনেট বন্ধ করে কড়া দমন প্রশাসনের। অর্থনৈতিক সংকট ও ধর্মীয় নেতৃত্বের বিরুদ্ধে আন্দোলন ছড়িয়েছে ৩১টি প্রদেশে।

বিতর্কের কেন্দ্রে ব্রুকলিনের এমডিসি, আইনজীবীরাই যাকে বলেন ‘নরকের মতো’, সেই কারাগারেই মাদুরো

‘নরকের মতো’ বলে পরিচিত নিউইয়র্কের ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে আটক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। কারাগারের ভয়াবহ অবস্থা ও বিতর্কের বিস্তারিত।

বিশ্বের সর্বাধিক তেল মজুত ভেনেজুয়েলায়, তবু কেন উৎপাদনে পিছিয়ে দক্ষিণ আমেরিকার দেশটি?

ভেনেজুয়েলার হাতে বিশ্বের সবচেয়ে বড় তেল ভাণ্ডার—প্রায় ৩০৩ বিলিয়ন ব্যারেল। তবু বিনিয়োগ ঘাটতি, নিষেধাজ্ঞা ও প্রযুক্তিগত সমস্যায় তেল উৎপাদন সম্ভাবনার অনেক নীচে।