Homeখবরবিদেশভারত থাকবে দ্রুততম ক্রমবর্ধমান অর্থনীতির তালিকায়, আইএমএফ-এর পূর্বাভাস অনুযায়ী বৃদ্ধির হার ৬.৬%

ভারত থাকবে দ্রুততম ক্রমবর্ধমান অর্থনীতির তালিকায়, আইএমএফ-এর পূর্বাভাস অনুযায়ী বৃদ্ধির হার ৬.৬%

আইএমএফ-এর রিপোর্টে জানানো হয়েছে, ২০২৫-২৬ অর্থবছরে ভারতের অর্থনৈতিক বৃদ্ধির যার চীন-সহ অন্যান্য উন্নয়নশীল অর্থনীতির চেয়ে দ্রুত।

প্রকাশিত

নয়াদিল্লি: আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ, IMF) সর্বশেষ বিশ্ব অর্থনৈতিক পূর্বাভাসে (ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক, WEO) জানানো হয়েছে, ২০২৫-২৬ অর্থবছরে ভারত বিশ্বের দ্রুত ক্রমবর্ধমান ‘উত্থানশীল বাজার ও উন্নয়নশীল অর্থনীতি’-র মধ্যে শীর্ষে থাকবে। আইএমএফ অনুমান করছে, ওই সময়ে ভারতের অর্থনীতি ৬.৬% হারে বৃদ্ধি পাবে।

আইএমএফ জানিয়েছে, এই উত্থানের মূল কারণ চলতি অর্থবছরের প্রথম ত্রৈমাসিকে ভারতের শক্তিশালী অর্থনৈতিক পারফরম্যান্স। ভারতের এই পারফরম্যান্স মার্কিন শুল্ক বৃদ্ধির প্রভাবকেও ছাপিয়ে গিয়েছে।

ডব্লিউইও রিপোর্টে বলা হয়েছে, চীনের অর্থনীতি ৪.৮% হারে বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে — অর্থাৎ ভারত আবার চীনকে ছাড়িয়ে যাবে। যুক্তরাষ্ট্রের শুল্কনীতির প্রভাবে বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তা তৈরি হলেও, বিভিন্ন দেশের মধ্যে নতুন বাণিজ্যচুক্তি এই প্রভাবকে কিছুটা প্রশমিত করেছে।

তবে ২০২৬ সালে ভারতের অর্থনৈতিক বৃদ্ধির হার সামান্য কমে ৬.২%-এ নেমে আসতে পারে বলে আইএমএফ সতর্ক করেছে। কারণ, প্রথম ত্রৈমাসিকের গতি পরবর্তীকালে কিছুটা হ্রাস পেতে পারে।

বিশ্ব অর্থনীতির ক্ষেত্রে আইএমএফ-এর অনুমান, ২০২৫ সালে বৈশ্বিক বৃদ্ধির হার দাঁড়াবে ৩.২%, যা পরের বছর সামান্য কমে ৩.১%-এ নেমে আসবে। হারের এই নতুন হিসাব নীতিগত পরিবর্তনের আগে করা পূর্বাভাসের তুলনায় কিছুটা কম।

রিপোর্টে আরও বলা হয়েছে, বৈশ্বিক মুদ্রাস্ফীতি ক্রমান্বয়ে হ্রাস পাবে, যদিও দেশভেদে এর প্রভাব ভিন্ন হবে। যুক্তরাষ্ট্রে মুদ্রাস্ফীতি এখনও লক্ষ্যমাত্রার উপরে থাকতে পারে, অন্য দিকে অন্যান্য উন্নত অর্থনীতিতে তা তুলনামূলকভাবে নিম্নমুখী থাকবে।

উন্নত অর্থনীতিগুলির গড় বৃদ্ধি ২০২৫ সালে হবে ১.৬%, আর উদীয়মান অর্থনীতিগুলির বৃদ্ধির হার হবে গড়ে ৪.২%, যা ২০২৬ সালে সামান্য কমে ৪% হতে পারে। উন্নত অর্থনীতির মধ্যে স্পেন সবচেয়ে দ্রুত বৃদ্ধি পাবে বলে আইএমএফ জানিয়েছে, ২.৯% হারে। যুক্তরাষ্ট্রের বৃদ্ধি হবে ১.৯%, যা ২০২৪ সালের ২.৪% থেকে কিছুটা কম।

অন্যান্য দেশের মধ্যে ব্রাজিলের বৃদ্ধির হার অনুমান করা হয়েছে ২.৪%, কানাডার ১.২%, জাপানের ১.১%। আসিয়ান-৫ দেশগুলির ক্ষেত্রেও পূর্বাভাস তুলনামূলক ইতিবাচক।

২০২৪-২৫ অর্থবছরে ভারতের বাস্তব জিডিপি বৃদ্ধির হার ছিল ৬.৫%। ২০২৫-২৬ অর্থবছরে সরকারের পূর্বাভাস অনুযায়ী জিডিপি বৃদ্ধির হার ৬.৩% থেকে ৬.৮%-এর মধ্যে থাকার কথা। এই হার দেশের শক্তিশালী অভ্যন্তরীণ চাহিদার প্রতি আস্থার ইঙ্গিত দেয়।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ওলা-উবেরকে টক্কর দিতে আসছে সরকারের ‘ভারত ট্যাক্সি’! দেশের প্রথম সমবায় ভিত্তিক ক্যাব পরিষেবা

ওলা ও উবেরের আধিপত্যে এবার চ্যালেঞ্জ সরকারের নতুন উদ্যোগ ‘ভারত ট্যাক্সি’। চালকরা পাবেন পূর্ণ আয়ের মালিকানা, আর যাত্রীরা পাবেন সরকার-পর্যবেক্ষিত নিরাপদ ও স্বচ্ছ ট্যাক্সি পরিষেবা।

শাহরুখ খানের ৬০তম জন্মদিন উপলক্ষ্যে শুরু হচ্ছে দুই সপ্তাহব্যাপী ‘শাহরুখ খান ফিল্ম ফেস্টিভ্যাল’

খবর অনলাইন ডেস্ক: বলিউডের ‘কিং খান’ শাহরুখ খান এবার ভক্তদের জন্য নিয়ে আসছেন এক...

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কাছে গুলির ঘটনা, আতঙ্কে কেমব্রিজবাসী

ম্যাসাচুসেটস (মার্কিন যুক্তরাষ্ট্র): ম্যাসাচুসেটস রাজ্যের কেমব্রিজ শহরে, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের নিকটবর্তী এলাকায় শুক্রবার গুলি চলার...

দীপাবলিতে বিনিয়োগকারীদের উপহার! চারটি নতুন ডিজিটাল অ্যাপ ও আধুনিক ফিচার নিয়ে এল NSE

এনএসই দীপাবলিতে চালু করল চারটি নতুন মোবাইল অ্যাপ ও এনএসই এমএফ ইনভেস্ট প্ল্যাটফর্মে বড়সড় আপডেট। বিনিয়োগকারীদের জন্য আরও সহজ হল পোর্টফোলিও ট্র্যাকিং, অর্ডার প্লেসমেন্ট ও কমপ্লায়েন্স প্রক্রিয়া।

আরও পড়ুন

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কাছে গুলির ঘটনা, আতঙ্কে কেমব্রিজবাসী

ম্যাসাচুসেটস (মার্কিন যুক্তরাষ্ট্র): ম্যাসাচুসেটস রাজ্যের কেমব্রিজ শহরে, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের নিকটবর্তী এলাকায় শুক্রবার গুলি চলার...

ট্রাম্পের দাবি: মোদী আশ্বাস দিয়েছেন, ভারত রাশিয়া থেকে তেল কেনা কমাবে

খবর অনলাইন ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুনরায় দাবি করেছেন যে, ভারতের প্রধানমন্ত্রী...

রুশ তেল কোম্পানির উপর নিষেধাজ্ঞা, ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার উপর চাপ ট্রাম্পের

খবর অনলাইন ডেস্ক: ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বন্ধে ‘গুরুত্বপূর্ণ শান্তিপ্রক্রিয়ায় রাশিয়ার অংশগ্রহণে অনিচ্ছা’ দেখানোর অভিযোগে...