নয়াদিল্লি: আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ, IMF) সর্বশেষ বিশ্ব অর্থনৈতিক পূর্বাভাসে (ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক, WEO) জানানো হয়েছে, ২০২৫-২৬ অর্থবছরে ভারত বিশ্বের দ্রুত ক্রমবর্ধমান ‘উত্থানশীল বাজার ও উন্নয়নশীল অর্থনীতি’-র মধ্যে শীর্ষে থাকবে। আইএমএফ অনুমান করছে, ওই সময়ে ভারতের অর্থনীতি ৬.৬% হারে বৃদ্ধি পাবে।
আইএমএফ জানিয়েছে, এই উত্থানের মূল কারণ চলতি অর্থবছরের প্রথম ত্রৈমাসিকে ভারতের শক্তিশালী অর্থনৈতিক পারফরম্যান্স। ভারতের এই পারফরম্যান্স মার্কিন শুল্ক বৃদ্ধির প্রভাবকেও ছাপিয়ে গিয়েছে।
ডব্লিউইও রিপোর্টে বলা হয়েছে, চীনের অর্থনীতি ৪.৮% হারে বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে — অর্থাৎ ভারত আবার চীনকে ছাড়িয়ে যাবে। যুক্তরাষ্ট্রের শুল্কনীতির প্রভাবে বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তা তৈরি হলেও, বিভিন্ন দেশের মধ্যে নতুন বাণিজ্যচুক্তি এই প্রভাবকে কিছুটা প্রশমিত করেছে।
তবে ২০২৬ সালে ভারতের অর্থনৈতিক বৃদ্ধির হার সামান্য কমে ৬.২%-এ নেমে আসতে পারে বলে আইএমএফ সতর্ক করেছে। কারণ, প্রথম ত্রৈমাসিকের গতি পরবর্তীকালে কিছুটা হ্রাস পেতে পারে।
বিশ্ব অর্থনীতির ক্ষেত্রে আইএমএফ-এর অনুমান, ২০২৫ সালে বৈশ্বিক বৃদ্ধির হার দাঁড়াবে ৩.২%, যা পরের বছর সামান্য কমে ৩.১%-এ নেমে আসবে। হারের এই নতুন হিসাব নীতিগত পরিবর্তনের আগে করা পূর্বাভাসের তুলনায় কিছুটা কম।
রিপোর্টে আরও বলা হয়েছে, বৈশ্বিক মুদ্রাস্ফীতি ক্রমান্বয়ে হ্রাস পাবে, যদিও দেশভেদে এর প্রভাব ভিন্ন হবে। যুক্তরাষ্ট্রে মুদ্রাস্ফীতি এখনও লক্ষ্যমাত্রার উপরে থাকতে পারে, অন্য দিকে অন্যান্য উন্নত অর্থনীতিতে তা তুলনামূলকভাবে নিম্নমুখী থাকবে।
উন্নত অর্থনীতিগুলির গড় বৃদ্ধি ২০২৫ সালে হবে ১.৬%, আর উদীয়মান অর্থনীতিগুলির বৃদ্ধির হার হবে গড়ে ৪.২%, যা ২০২৬ সালে সামান্য কমে ৪% হতে পারে। উন্নত অর্থনীতির মধ্যে স্পেন সবচেয়ে দ্রুত বৃদ্ধি পাবে বলে আইএমএফ জানিয়েছে, ২.৯% হারে। যুক্তরাষ্ট্রের বৃদ্ধি হবে ১.৯%, যা ২০২৪ সালের ২.৪% থেকে কিছুটা কম।
অন্যান্য দেশের মধ্যে ব্রাজিলের বৃদ্ধির হার অনুমান করা হয়েছে ২.৪%, কানাডার ১.২%, জাপানের ১.১%। আসিয়ান-৫ দেশগুলির ক্ষেত্রেও পূর্বাভাস তুলনামূলক ইতিবাচক।
২০২৪-২৫ অর্থবছরে ভারতের বাস্তব জিডিপি বৃদ্ধির হার ছিল ৬.৫%। ২০২৫-২৬ অর্থবছরে সরকারের পূর্বাভাস অনুযায়ী জিডিপি বৃদ্ধির হার ৬.৩% থেকে ৬.৮%-এর মধ্যে থাকার কথা। এই হার দেশের শক্তিশালী অভ্যন্তরীণ চাহিদার প্রতি আস্থার ইঙ্গিত দেয়।


