Homeখবরবিদেশইমরান খানের মৃত্যুর গুজবের মাঝেই বোনেদের উপর পুলিশের ‘নৃশংস হামলার’ অভিযোগ

ইমরান খানের মৃত্যুর গুজবের মাঝেই বোনেদের উপর পুলিশের ‘নৃশংস হামলার’ অভিযোগ

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতা ইমরান খানকে ঘিরে মৃত্যুর গুজবের মাঝেই খবরের শিরোনামে উঠে এল তাঁর তিন বোনের অভিযোগ। ইমরানের তিন বোন নোরিন খান, আলীমা খান এবং উজমা খান অভিযোগ করেছেন যে, আদিয়ালা কারাগারের বাইরে শান্তিপূর্ণ অবস্থান করার কারণে পুলিশ তাদের ওপর ‘নৃশংস হামলা’ চালিয়েছে।

ইমরান খান ২০২৩ সাল থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে আটক রয়েছেন। তাঁর পরিবারের অভিযোগ, গত তিন সপ্তাহেরও বেশি সময় ধরে পরিবারের কেউ তাঁর সঙ্গে দেখা করার অনুমতি পাচ্ছেন না। ইমরানের স্বাস্থ্য নিয়ে তাঁরা খুবই উদ্বিগ্ন। এ অবস্থায় তাঁরা ইমরানের সঙ্গে দেখা করতে চান। কিন্তু সেই অনুমতি না মেলায় তাঁরা কারাগারের বাইরে অবস্থানে বসেন। সঙ্গে ছিলেন পিটিআই দলের বেশ কিছু সমর্থক। তখনই পুলিশ তাঁদের উপর হামলা চালায় বলে অভিযোগ করেছেন তারা।

বোনেদের অভিযোগ

পঞ্জাব পুলিশের আইজিপি উসমান আনোয়ারকে পাঠানো এক চিঠিতে খানের বোনেরা লিখেছেন, তাদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি বিনা উসকানিতে পুলিশের পরিকল্পিত ও নৃশংস হামলার শিকার হয়।

ইমরানের বোন নোরিন বলেন, “আমরা কারও পথ অবরোধ করিনি, কোনো অবৈধ কর্মকাণ্ডে জড়াইনি। হঠাৎ এলাকায় রাস্তার আলো নিভিয়ে দিয়ে অন্ধকার নামিয়ে আনা হয়। এর পর পুলিশ আমাদের ওপর আঘাত হানতে শুরু করে।”

নোরিনের আরও অভিযোগ, “৭১ বছর বয়সে আমাকে চুল ধরে টেনে মাটিতে ফেলে রাস্তায় ঘষতে ঘষতে নিয়ে যাওয়া হয়। অন্য নারীদের উপরে চড়-থাপ্পড় চালানো হয় এবং রাস্তা দিয়ে টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়া হয়।”

ইমরানের বোনেদের দাবি, এ ঘটনা শুধু তাঁদের বিরুদ্ধে নয়, বরং গত তিন বছর ধরে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে পুলিশের ‘নিয়মিত’ সহিংসতারই অংশ। তাঁরা আইজিপি পঞ্জাবের কাছে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে অবিলম্বে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

কারাগারে ইমরানের অবস্থা

পিটিআই জানিয়েছে, ইমরান খান সম্পূর্ণ বিচ্ছিন্ন ও একাকী কারাবাসে রয়েছেন। গত এক মাসেরও বেশি সময় ধরে তাঁর সঙ্গে সাক্ষাতের ওপর ‘অঘোষিত নিষেধাজ্ঞা’ জারি রয়েছে। এ সময়ে তাঁর কাছে বই, প্রয়োজনীয় সামগ্রী এমনকি আইনজীবীদের প্রবেশাধিকারও বন্ধ রাখা হয়েছে।

পিটিআইয়ের আইনজীবী খালিদ ইউসাফ চৌধুরী বলেন, “এখানে আইন নয়, জঙ্গলের নিয়ম চলছে। যিনি ক্ষমতায় আছেন, শুধু তাঁরই অধিকার রয়েছে।”

এমনকি খাইবার-পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদিকেও খানের সঙ্গে সাক্ষাৎ করতে দেওয়া হয়নি। সাতবার চেষ্টা করেও তিনি ব্যর্থ হন। অভিযোগ রয়েছে, কারাগার প্রশাসন সেনাবাহিনীর এক কর্মকর্তার নিয়ন্ত্রণে পরিচালিত হচ্ছে।

পিটিআই এই পুরো ঘটনায় স্বচ্ছ ও স্বাধীন তদন্তের দাবি জানিয়েছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বায়ুদূষণ ও স্মার্টফোনে বাড়ছে শিশুদের অ্যাংজাইটি ঝুঁকি

শীত বাড়তেই বায়ুদূষণের প্রভাব পড়ছে মানসিক স্বাস্থ্যে। নয়াদিল্লির এইমস ও সিঙ্গাপুরের গবেষণায় উঠে এসেছে, দূষিত বাতাস ও ছোট বয়সে স্মার্টফোন ব্যবহারে শিশুদের অ্যাংজাইটি ও প্যানিক অ্যাটাকের ঝুঁকি বাড়ছে।

দক্ষিণবঙ্গে শীতে শীর্ষে কল্যাণী, আর কতদিন কনকনে ঠান্ডা?

দক্ষিণবঙ্গে শীতের দাপট চরমে। শ্রীনিকেতনকে পিছনে ফেলে শীতলতম এলাকা হল নদিয়ার কল্যাণী। কলকাতা সহ গোটা রাজ্যে কুয়াশা ও তাপমাত্রা আরও কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

ভারত-নিউজিল্যান্ড প্রথম একদিনের ম্যাচ: বল হাতে জেমিসনের জাদু সত্ত্বেও কোহলি-শুভমন-ঋষভের দাপটে এল জয়

নিউজিল্যান্ড: ৩০০-৮ (ড্যারিল মিচেল ৮৪, হেনরি নিকোলস ৬২, ডেভন কোনওয়ে ৫৪, মহম্মদ সিরাজ ২-৪০,...

পরিবেশ সচেতনতার বার্তা দিতে ‘সবুজপুকুর মেলা’ অনুষ্ঠিত হল ঢাকুরিয়া যুবতীর্থ শিশু উদ্যানে

নিজস্ব প্রতিনিধি:  দীর্ঘ প্রচেষ্টার পর গড়ফা-ঢাকুরিয়া-হালতু অঞ্চলে সবুজপুকুর জলাশয়ের সংরক্ষণ করা সম্ভব হয়েছে। চলতি...

আরও পড়ুন

ইরানে কেন এতো তীব্র হল গণবিক্ষোভ?

রানে সরকার-বিরোধী গণবিক্ষোভ চরমে। ৪২ জনের মৃত্যুর দাবি, ইন্টারনেট বন্ধ করে কড়া দমন প্রশাসনের। অর্থনৈতিক সংকট ও ধর্মীয় নেতৃত্বের বিরুদ্ধে আন্দোলন ছড়িয়েছে ৩১টি প্রদেশে।

বিতর্কের কেন্দ্রে ব্রুকলিনের এমডিসি, আইনজীবীরাই যাকে বলেন ‘নরকের মতো’, সেই কারাগারেই মাদুরো

‘নরকের মতো’ বলে পরিচিত নিউইয়র্কের ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে আটক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। কারাগারের ভয়াবহ অবস্থা ও বিতর্কের বিস্তারিত।

বিশ্বের সর্বাধিক তেল মজুত ভেনেজুয়েলায়, তবু কেন উৎপাদনে পিছিয়ে দক্ষিণ আমেরিকার দেশটি?

ভেনেজুয়েলার হাতে বিশ্বের সবচেয়ে বড় তেল ভাণ্ডার—প্রায় ৩০৩ বিলিয়ন ব্যারেল। তবু বিনিয়োগ ঘাটতি, নিষেধাজ্ঞা ও প্রযুক্তিগত সমস্যায় তেল উৎপাদন সম্ভাবনার অনেক নীচে।