ভারত ও চিন তাঁদের দ্বিপাক্ষিক সম্পর্ক পুনর্গঠনের অংশ হিসেবে কৈলাস মানস সরোবর যাত্রা পুনরায় চালু করার ঘোষণা করেছে। সোমবার (২৭ জানুয়ারি) বেইজিংয়ে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিসরি এবং চিনের উপ বিদেশমন্ত্রী সান ওয়েইডংয়ের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
ভারতের বিদেশমন্ত্রক (MEA) এক বিবৃতিতে জানিয়েছে হয়েছে, ‘২০২৫ সালের গ্রীষ্মে কৈলাস মানস সরোবর যাত্রা পুনরায় চালু করার বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে। বিদ্যমান চুক্তি অনুযায়ী এই যাত্রার পদ্ধতি নিয়ে প্রাসঙ্গিক কমিটি আলোচনা করবে।’
সেই সঙ্গে উভয় দেশ সরাসরি বিমান পরিষেবা পুনরায় চালু করতে সম্মত হয়েছে। এই বিষয়ে সংশ্লিষ্ট কারিগরি কর্তৃপক্ষ শীঘ্রই আলোচনা শুরু করবে।
দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে পদক্ষেপ হিসেবে ভারত ও চিন ৭৫তম কূটনৈতিক সম্পর্ক উদযাপনের সময় একাধিক উদ্যোগ গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে জনগণের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করা, মিডিয়া এবং চিন্তাশীল (থিঙ্ক ট্যাঙ্ক) গোষ্ঠীগুলির মধ্যে আদানপ্রদান বাড়ানো।
বৈঠকে ভারতের পক্ষ থেকে সীমান্তবর্তী নদীগুলোর বিষয়ে তথ্য আদানপ্রদান এবং সহযোগিতা পুনরায় শুরু করার বিষয়েও আলোচনা হয়। শিগগিরই ভারত-চিন বিশেষজ্ঞ পর্যায়ের বৈঠক আয়োজন করা হবে।
প্রসঙ্গত, এই বৈঠক ছিল এক বছরের মধ্যে দ্বিতীয় উচ্চপর্যায়ের বৈঠক যেখানে ভারতের বিদেশ সচিব চীনের সংশ্লিষ্ট কর্তাদের সঙ্গে আলোচনায় মিলিত হন। দ্বিপাক্ষিক সম্পর্ক পুনর্গঠন এবং স্থিতিশীল করার উদ্দেশ্যেই এই বৈঠকগুলির আয়োজন করা হয়েছে।