Homeখবরবিদেশইজরায়েল ও ইরান সংঘর্ষ নিয়ে দুই দেশের সঙ্গেই যোগাযোগে ভারত, জানালেন বিদেশমন্ত্রী...

ইজরায়েল ও ইরান সংঘর্ষ নিয়ে দুই দেশের সঙ্গেই যোগাযোগে ভারত, জানালেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর

প্রকাশিত

পশ্চিম এশিয়ার উত্তপ্ত পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের। সোমবার ‘রোম মেডিটেরেনিয়ান ডায়ালগ ২০২৪’ অনুষ্ঠানে তিনি জানান, ইজরায়েল ও ইরানের সঙ্গে শীর্ষ পর্যায়ে নিয়মিত যোগাযোগ করছে ভারত। শান্তি বজায় রাখা এবং পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির আহ্বান জানানো হয়েছে।

সন্ত্রাসবাদ ও অশান্ত পরিস্থিতির নিন্দা করে জয়শঙ্কর বলেন, “বৃহৎ পরিমাণে সাধারণ মানুষের মৃত্যু মেনে নেওয়া যায় না। আন্তর্জাতিক মানবাধিকার আইনকে উপেক্ষা করা উচিত নয়।” তিনি অবিলম্বে অস্ত্রবিরতির পক্ষে সওয়াল করে জানান, ভারত সরাসরি ও জাতিসংঘের মাধ্যমে ত্রাণ সরবরাহ করেছে।

প্যালেস্তাইনের দীর্ঘমেয়াদি সমস্যার স্থায়ী সমাধানের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, ভারত দুইরাষ্ট্রের সমাধান নীতিকে সমর্থন করে।

লেবাননের পরিস্থিতি নিয়ে জয়শঙ্কর জানান, ভারতের সেনাবাহিনী রাষ্ট্রসঙ্ঘের শান্তিবাহিনীতে অংশ নিচ্ছে। পাশাপাশি, বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তার জন্য ভারতীয় নৌবাহিনী গত বছর থেকেই অ্যাডেন উপসাগর ও উত্তর আরব সাগরে নিরাপত্তা ব্যবস্থা বাড়িয়েছে। তিনি জানান, আন্তর্জাতিক কূটনৈতিক উদ্যোগে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে প্রস্তুত।

ইউক্রেন যুদ্ধ নিয়ে ভারতের অবস্থান আবার এক বার উল্লেখ করে জয়শঙ্কর বলেন, “এই সংঘাতের কোনো সমাধান যুদ্ধক্ষেত্র থেকে বের হবে না। বর্তমান যুগে বিরোধ মেটানোর উপায় হতে পারে কূটনৈতিক আলোচনা।” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে রাশিয়া ও ইউক্রেনের নেতাদের সঙ্গে নিয়মিত আলোচনা এবং ভারতের ঊর্ধ্বতন আধিকারিকদের যোগাযোগ অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।

জয়শঙ্কর জানান, ভূমধ্যসাগরীয় দেশগুলির সঙ্গে ভারতের বার্ষিক বাণিজ্যের পরিমাণ ৮,০০০ কোটি ডলার। সেখানে প্রায় ৪.৬ লক্ষ ভারতীয় বসবাস করেন, যার মধ্যে ৪০ শতাংশ ইতালিতে। ভারতের বাণিজ্যের প্রধান ক্ষেত্র হল সার, শক্তি, প্রযুক্তি, প্রতিরক্ষা এবং সাইবার নিরাপত্তা।

পশ্চিম এশিয়ার ক্ষেত্রে বার্ষিক বাণিজ্যের পরিমাণ ১৬০০০-১৮০০০০ কোটি ডলার। এ অঞ্চলে প্রায় ৯০ লক্ষ ভারতীয় কাজ করেন। শক্তি, শিল্প প্রকল্প এবং পরিষেবার ক্ষেত্রে ভারতের এই অঞ্চলের সঙ্গে নিবিড় সম্পর্ক রয়েছে।

সংশ্লিষ্ট মহলের মতে, জয়শঙ্করের বক্তব্যে ভারতের বহুমুখী কূটনৈতিক ও অর্থনৈতিক অবস্থানের ইঙ্গিত মেলে। তিনি আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় ভারতের দায়িত্বশীল ভূমিকা তুলে ধরেন।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

দার্জিলিং-সহ উত্তরের একাধিক জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস, দক্ষিণে অল্পস্বল্প বৃষ্টি, কতদিন থাকবে মোন্থার প্রভাব?

ঘূর্ণিঝড় মোন্থা দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হলেও তার প্রভাব পড়ছে গোটা বাংলায়। উত্তরবঙ্গে চার জেলায় লাল সতর্কতা জারি, দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রইল।

গুয়াহাটিতে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টে মধ্যাহ্নভোজের আগেই চা-পানের বিরতি! কেন এই সিদ্ধান্ত? 

খবর অনলাইন ডেস্ক: টস, মধ্যাহ্নভোজের বিরতি, চা-পানের বিরতি, তার পর সে দিনের খেলা শেষ...

বিশ্বকাপ মহিলা ক্রিকেট: ২০১৭ এর পুনরাবৃত্তি, জেমিমা-হরমনপ্রীতের ব্যাটের জোরে অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে ফাইনালে ভারত

অস্ট্রেলিয়া: ৩৩৮ (৪৯.৫ ওভার) (ফোবে লিচফিল্ড ১১৯, এলিসে পেরি ৭৭, অ্যাশলে গার্ডনার ৬৩, শ্রী...

সুরের সীমানা নেই: জুবিন গার্গকে শ্রদ্ধা জানাতে সোনাপুরে বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল

প্রয়াত গায়ক জুবিন গার্গের প্রতি শ্রদ্ধা জানাতে সোনাপুরে তাঁর দাহস্থলে এলেন বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল। উপ-উচ্চ কমিশনার প্রীতি রহমানের নেতৃত্বে দলটি ফুল অর্পণ করে শ্রদ্ধা জানান। সঙ্গীতের সীমানা যে রাজনীতির ঊর্ধ্বে, তা আবারও প্রমাণিত হল।

আরও পড়ুন

কলকাতা-গুয়াংঝাউ উড়ান চালু, ভারত-চিনের সম্পর্কে উষ্ণতার ইঙ্গিত

কলকাতা: দীর্ঘ পাঁচ বছর পর আবার শুরু হল ভারত ও চিনের মধ্যে সরাসরি বিমান...

বামপন্থী নির্দল ক্যাথরিন কনোলি আয়ারল্যান্ডের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত

ডাবলিন (আয়ারল্যান্ড): বামপন্থী নির্দল প্রার্থী ক্যাথরিন কনোলি আয়ারল্যান্ডের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হতে চলেছেন। তাঁর...

ভারত থাকবে দ্রুততম ক্রমবর্ধমান অর্থনীতির তালিকায়, আইএমএফ-এর পূর্বাভাস অনুযায়ী বৃদ্ধির হার ৬.৬%

নয়াদিল্লি: আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ, IMF) সর্বশেষ বিশ্ব অর্থনৈতিক পূর্বাভাসে (ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক, WEO)...