Homeখবরবিদেশমরিশাসে নতুন সংসদ ভবন নির্মাণে সহযোগিতা করবে ভারত, বৈঠক শেষে জানালেন প্রধানমন্ত্রী...

মরিশাসে নতুন সংসদ ভবন নির্মাণে সহযোগিতা করবে ভারত, বৈঠক শেষে জানালেন প্রধানমন্ত্রী মোদী

প্রকাশিত

মরিশাসে নতুন সংসদ ভবন নির্মাণ করবে ভারত। মরিশাস সফরের দ্বিতীয় দিনে পোর্ট লুইসে এক যৌথ সাংবাদিক সম্মেলনে ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, “আজ প্রধানমন্ত্রী নবীচন্দ্র রামগুলাম ও আমি ভারত-মরিশাস সম্পর্ককে ‘উন্নত কৌশলগত অংশীদারিত্ব’-এর মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এই নতুন সংসদ ভবন হবে গণতন্ত্রের মাতৃভূমি ভারতের পক্ষ থেকে মরিশাসের জন্য একটি উপহার।”

প্রধানমন্ত্রী মোদী উল্লেখ করেন, ভারত ও মরিশাস শুধু ভারত মহাসাগরের মাধ্যমে সংযুক্ত নয়, দুই দেশের সংস্কৃতি ও ঐতিহ্যের মধ্যেও গভীর সংযোগ রয়েছে। তিনি বলেন, “আমরা একসঙ্গে অর্থনৈতিক ও সামাজিক উন্নতির পথে এগিয়ে চলেছি। স্বাস্থ্য, মহাকাশ বা প্রতিরক্ষা—সব ক্ষেত্রেই আমরা পরস্পরের পাশে আছি।”

১৪০ কোটি ভারতীয়ের পক্ষ থেকে প্রধানমন্ত্রী মোদী মরিশাসের জাতীয় দিবসে দেশটির জনগণকে শুভেচ্ছা জানান এবং বলেন, এই বিশেষ দিনে মরিশাসে থাকার সুযোগ পাওয়া তার জন্য সৌভাগ্যের বিষয়।

এর আগে, প্রধানমন্ত্রী মোদী মরিশাসের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রবীণ কুমার যুগনাথের সঙ্গে সাক্ষাৎ করেন এবং দুই দেশের বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও বৃদ্ধির বিষয়ে ‘গঠনমূলক আলোচনা’ করেন। পরে এক্স (প্রাক্তন টুইটার)-এ পোস্ট করে তিনি জানান, “মরিশাসের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রবীণ কুমার যুগনাথের সঙ্গে একটি ফলপ্রসূ বৈঠক করলাম।”

এছাড়া, প্রধানমন্ত্রী মোদী মরিশাসের সংসদ সদস্য ও বিরোধী দলনেতা জর্জ পিয়েরে লেসজোঙ্গার্ডের সঙ্গেও সাক্ষাৎ করেন এবং ভারত-মরিশাস বন্ধুত্ব আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা করেন।

মঙ্গলবার প্রধানমন্ত্রী মোদী মরিশাসের প্রধানমন্ত্রী নবীচন্দ্র রামগুলামের সঙ্গে বৈঠক করেন এবং দ্বিপাক্ষিক সম্পর্ক পর্যালোচনা করে দুই দেশের বিশেষ সম্পর্ককে আরও উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে আলোচনা করেন। তিনি বলেন, ভারত মরিশাসের জন্য “বিশ্বাসযোগ্য ও মূল্যবান উন্নয়ন সহযোগী” হিসেবে গর্বিত এবং দুই দেশ একসঙ্গে গ্লোবাল সাউথের স্বার্থ রক্ষার জন্য কাজ করবে।

মরিশাসের প্রধানমন্ত্রী নবীচন্দ্র রামগুলামের আয়োজিত এক ভোজসভাতেও অংশ নেন প্রধানমন্ত্রী মোদী। সেখানে তিনি বলেন, ভারত ও মরিশাসের সম্পর্কের কোনও সীমা নেই এবং দুই দেশ পরস্পরের জনগণের উন্নয়ন এবং অঞ্চলটির শান্তি ও নিরাপত্তার জন্য একসঙ্গে কাজ করবে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আই-প্যাক তল্লাশিতে বাধার অভিযোগ: মমতা বন্দ্যোপাধ্যায় ও শীর্ষ পুলিশকর্তাদের নোটিশ সুপ্রিম কোর্টের, ইডি-র বিরুদ্ধে এফআইআর স্থগিত

খবর অনলাইন ডেস্ক: রাজ্যের রাজনৈতিক নেতৃত্ব ও কেন্দ্রীয় তদন্ত সংস্থার সংঘাতকে কেন্দ্র করে গুরুতর...

টাইপ টু ডায়াবেটিস নিয়ন্ত্রণে সূর্যের আলোই হতে পারে গোপন অস্ত্র, বলছে নতুন গবেষণা

নতুন গবেষণায় দাবি, প্রতিদিন কিছু সময় সূর্যের আলোয় থাকলে টাইপ টু ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য উপকার মিলতে পারে। কী বলছেন গবেষকরা?

প্রয়াত বর্ষীয়ান রবীন্দ্রসঙ্গীত শিল্পী অর্ঘ্য সেন, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

প্রয়াত হলেন বর্ষীয়ান রবীন্দ্রসঙ্গীত শিল্পী অর্ঘ্য সেন। ৯০ বছর বয়সে শিল্পীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কেষ্টপুরের সুকান্ত পার্কে হয়ে গেল ‘নহলী’র একাদশ অন্তরঙ্গ নাট্যোৎসবের দ্বিতীয় পর্যায়

অজন্তা চৌধুরী কেষ্টপুরের সুকান্ত পার্কে ‘নহলী’র নিজস্ব অন্তরঙ্গ প্রাঙ্গণ ‘বেলাভূমি’তে হয়ে গেল ‘নহলী’র একাদশ অন্তরঙ্গ...

আরও পড়ুন

ইরানের সঙ্গে বাণিজ্যে ২৫% শুল্কের হুঁশিয়ারি ট্রাম্পের, কী প্রভাব পড়বে ভারতের উপর?

ইরানের সঙ্গে বাণিজ্য করলে ২৫ শতাংশ শুল্কের হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের। ভারতের সঙ্গে ইরানের ১.৩৪ বিলিয়ন ডলারের বাণিজ্য নিয়ে উদ্বেগ বাড়ছে।

ইরানে কেন এতো তীব্র হল গণবিক্ষোভ?

রানে সরকার-বিরোধী গণবিক্ষোভ চরমে। ৪২ জনের মৃত্যুর দাবি, ইন্টারনেট বন্ধ করে কড়া দমন প্রশাসনের। অর্থনৈতিক সংকট ও ধর্মীয় নেতৃত্বের বিরুদ্ধে আন্দোলন ছড়িয়েছে ৩১টি প্রদেশে।

বিতর্কের কেন্দ্রে ব্রুকলিনের এমডিসি, আইনজীবীরাই যাকে বলেন ‘নরকের মতো’, সেই কারাগারেই মাদুরো

‘নরকের মতো’ বলে পরিচিত নিউইয়র্কের ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে আটক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। কারাগারের ভয়াবহ অবস্থা ও বিতর্কের বিস্তারিত।