Homeখবরবিদেশলাহোরে ভারতের জাতীয় সংগীত বাজানো নিয়ে আইসিসির কাছে ব্যাখ্যা চাইল পাক ক্রিকেট...

লাহোরে ভারতের জাতীয় সংগীত বাজানো নিয়ে আইসিসির কাছে ব্যাখ্যা চাইল পাক ক্রিকেট বোর্ড

প্রকাশিত

চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে ভারতীয় জাতীয় সংগীত বাজানোর ঘটনার ব্যাখ্যা চেয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে আবেদন করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) । শনিবার অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচের ঠিক আগে এই ভুল ঘটনাটি ঘটে।

ইংল্যান্ডের জাতীয় সংগীত বাজানোর পর, আয়োজকেরা ভুল করে অস্ট্রেলিয়ার ‘অ্যাডভান্স অস্ট্রেলিয়া ফেয়ার’ এর পরিবর্তে ভারতের ‘জন গণ মন’ বাজিয়ে দেন। যদিও ভারতীয় সংগীত মাত্র ২ সেকেন্ড বাজে, তবু ঘটনাটি দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ESPNcricinfo-র এক প্রতিবেদনে বলা হয়েছে, পিসিবি এই ভুলের জন্য আইসিসিকে দায়ী করেছে এবং আনুষ্ঠানিক ব্যাখ্যা চেয়েছে।

শনিবার লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে ভুল জাতীয় সংগীত বাজানোয় বিস্মিত হয়ে পড়েন অস্ট্রেলিয়ার খেলোয়াড় ও উপস্থিত দর্শকরা। দ্রুতই ভুলটি ধরা পড়ে, এবং আয়োজকেরা সংগীত বন্ধ করে দেন। পরে সঠিক সংগীত বাজিয়ে পরিস্থিতি সামাল দেওয়া হয়। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতির জন্য সংস্কার করা গাদ্দাফি স্টেডিয়ামে এই ঘটনা ঘটে।

এই ভুলটি আরও তাৎপর্যপূর্ণ কারণ ভারতের কোনো চ্যাম্পিয়ন্স ট্রফি ম্যাচ লাহোরে নির্ধারিত নেই। ভারত পাকিস্তান সফর এড়িয়ে যাওয়ায় আয়োজকেরা হাইব্রিড মডেল গ্রহণ করতে বাধ্য হয়। ফলে ভারত তাদের সব ম্যাচ দুবাইতে খেলবে।

এই টুর্নামেন্টে এটি প্রথম নয় যে পিসিবি আইসিসির কাছে কোনো বিষয়ে ব্যাখ্যা চেয়েছে। ২০ ফেব্রুয়ারি পাকিস্তানের নাম বাদ দেওয়া নিয়ে অফিসিয়াল সম্প্রচারের বিষয়ে আইসিসির কাছে প্রশ্ন তোলে পিসিবি, যখন ভারত বাংলাদেশের বিপক্ষে খেলছিল।

টুর্নামেন্ট শুরুর আগেই করাচির ন্যাশনাল স্টেডিয়ামে ভারতের জাতীয় পতাকা না রাখার জন্যও আইসিসি ও পিসিবিকে সমালোচনার মুখে পড়তে হয়। এছাড়া, সূচি ঘোষণায় বিলম্ব নিয়েও বিতর্ক তৈরি হয়েছিল, যা ভারতের পাকিস্তান সফর এড়ানোর কারণে হয়। পাকিস্তান প্রথমে হাইব্রিড মডেল মানতে রাজি না হলেও, ২০২৪ সালের ডিসেম্বরে জয় শাহ আইসিসি সভাপতি হওয়ার পর, বিসিসিআই, পিসিবি ও আইসিসি যৌথভাবে এই মডেল মেনে নেয়। আগামী আইসিসি টুর্নামেন্টগুলোও এই মডেলেই হবে, যার মধ্যে রয়েছে ২০২৫ সালের মহিলা ওয়ানডে বিশ্বকাপ ও ২০২৬ সালের পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন ঘিরে তর্ক-বিতর্কে উত্তাল সর্বদল বৈঠক, সিইও জানালেন—’আমি এখানে পোস্ট অফিসের ভূমিকায়’

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে সর্বদল বৈঠকে উত্তপ্ত বাক্যবিনিময়। তৃণমূল, বিজেপি, বামফ্রন্ট—সকলের প্রশ্নে মুখোমুখি সিইও মনোজকুমার আগরওয়াল, জানালেন তিনি কেবল বার্তা পৌঁছে দেওয়ার কাজ করবেন।

৬ নভেম্বর শুরু ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, উত্তম-সুচিত্রার ‘সপ্তপদী’ উদ্বোধনী ছবি

আলো, ক্যামেরা, অ্যাকশন— ফের চলচ্চিত্র উৎসবের শহর হয়ে উঠছে কলকাতা। আগামী ৬ নভেম্বর থেকে...

WhatsApp-এ স্টোরেজ ম্যানেজমেন্ট এবার আরও সহজ! চ্যাট স্ক্রিন থেকেই বড় ফাইল ডিলিটের নতুন ফিচার

WhatsApp ব্যবহারকারীদের জন্য এল নতুন স্টোরেজ ম্যানেজমেন্ট ফিচার। এখন চ্যাট ইনফো স্ক্রিন থেকেই বড় ভিডিও ও ফাইল সহজে ডিলিট করুন। জানুন কীভাবে কাজ করবে এই নতুন আপডেট।

SIR ঘোষণা হতেই ফের এনআরসি আতঙ্ক! আগরপাড়ায় আত্মঘাতী প্রৌঢ়, মুখ্যমন্ত্রীর তীব্র প্রতিক্রিয়া

আগরপাড়ায় এনআরসি আতঙ্কে আত্মঘাতী প্রদীপ কর। ঘটনাস্থলে পুলিশ কমিশনার। মুখ্যমন্ত্রীর তীব্র ক্ষোভ— “বাংলা এনআরসি মানবে না।”

আরও পড়ুন

কলকাতা-গুয়াংঝাউ উড়ান চালু, ভারত-চিনের সম্পর্কে উষ্ণতার ইঙ্গিত

কলকাতা: দীর্ঘ পাঁচ বছর পর আবার শুরু হল ভারত ও চিনের মধ্যে সরাসরি বিমান...

বামপন্থী নির্দল ক্যাথরিন কনোলি আয়ারল্যান্ডের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত

ডাবলিন (আয়ারল্যান্ড): বামপন্থী নির্দল প্রার্থী ক্যাথরিন কনোলি আয়ারল্যান্ডের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হতে চলেছেন। তাঁর...

ভারত থাকবে দ্রুততম ক্রমবর্ধমান অর্থনীতির তালিকায়, আইএমএফ-এর পূর্বাভাস অনুযায়ী বৃদ্ধির হার ৬.৬%

নয়াদিল্লি: আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ, IMF) সর্বশেষ বিশ্ব অর্থনৈতিক পূর্বাভাসে (ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক, WEO)...