চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে ভারতীয় জাতীয় সংগীত বাজানোর ঘটনার ব্যাখ্যা চেয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে আবেদন করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) । শনিবার অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচের ঠিক আগে এই ভুল ঘটনাটি ঘটে।
ইংল্যান্ডের জাতীয় সংগীত বাজানোর পর, আয়োজকেরা ভুল করে অস্ট্রেলিয়ার ‘অ্যাডভান্স অস্ট্রেলিয়া ফেয়ার’ এর পরিবর্তে ভারতের ‘জন গণ মন’ বাজিয়ে দেন। যদিও ভারতীয় সংগীত মাত্র ২ সেকেন্ড বাজে, তবু ঘটনাটি দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ESPNcricinfo-র এক প্রতিবেদনে বলা হয়েছে, পিসিবি এই ভুলের জন্য আইসিসিকে দায়ী করেছে এবং আনুষ্ঠানিক ব্যাখ্যা চেয়েছে।
শনিবার লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে ভুল জাতীয় সংগীত বাজানোয় বিস্মিত হয়ে পড়েন অস্ট্রেলিয়ার খেলোয়াড় ও উপস্থিত দর্শকরা। দ্রুতই ভুলটি ধরা পড়ে, এবং আয়োজকেরা সংগীত বন্ধ করে দেন। পরে সঠিক সংগীত বাজিয়ে পরিস্থিতি সামাল দেওয়া হয়। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতির জন্য সংস্কার করা গাদ্দাফি স্টেডিয়ামে এই ঘটনা ঘটে।
এই ভুলটি আরও তাৎপর্যপূর্ণ কারণ ভারতের কোনো চ্যাম্পিয়ন্স ট্রফি ম্যাচ লাহোরে নির্ধারিত নেই। ভারত পাকিস্তান সফর এড়িয়ে যাওয়ায় আয়োজকেরা হাইব্রিড মডেল গ্রহণ করতে বাধ্য হয়। ফলে ভারত তাদের সব ম্যাচ দুবাইতে খেলবে।
Lmao, they played the Indian national anthem instead of Australia at Lahore for a couple of seconds by mistake.#ENGvsAUS pic.twitter.com/j5vhpiSV1O
— GOAT Sachin (@GOATSachin) February 22, 2025
এই টুর্নামেন্টে এটি প্রথম নয় যে পিসিবি আইসিসির কাছে কোনো বিষয়ে ব্যাখ্যা চেয়েছে। ২০ ফেব্রুয়ারি পাকিস্তানের নাম বাদ দেওয়া নিয়ে অফিসিয়াল সম্প্রচারের বিষয়ে আইসিসির কাছে প্রশ্ন তোলে পিসিবি, যখন ভারত বাংলাদেশের বিপক্ষে খেলছিল।
টুর্নামেন্ট শুরুর আগেই করাচির ন্যাশনাল স্টেডিয়ামে ভারতের জাতীয় পতাকা না রাখার জন্যও আইসিসি ও পিসিবিকে সমালোচনার মুখে পড়তে হয়। এছাড়া, সূচি ঘোষণায় বিলম্ব নিয়েও বিতর্ক তৈরি হয়েছিল, যা ভারতের পাকিস্তান সফর এড়ানোর কারণে হয়। পাকিস্তান প্রথমে হাইব্রিড মডেল মানতে রাজি না হলেও, ২০২৪ সালের ডিসেম্বরে জয় শাহ আইসিসি সভাপতি হওয়ার পর, বিসিসিআই, পিসিবি ও আইসিসি যৌথভাবে এই মডেল মেনে নেয়। আগামী আইসিসি টুর্নামেন্টগুলোও এই মডেলেই হবে, যার মধ্যে রয়েছে ২০২৫ সালের মহিলা ওয়ানডে বিশ্বকাপ ও ২০২৬ সালের পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ।


