Homeখবরবিদেশইরানে কেন এতো তীব্র হল গণবিক্ষোভ?

ইরানে কেন এতো তীব্র হল গণবিক্ষোভ?

ইরানে সরকার-বিরোধী গণবিক্ষোভ চরমে। ৪২ জনের মৃত্যুর দাবি, ইন্টারনেট বন্ধ করে কড়া দমন প্রশাসনের। অর্থনৈতিক সংকট ও ধর্মীয় নেতৃত্বের বিরুদ্ধে আন্দোলন ছড়িয়েছে ৩১টি প্রদেশে।

প্রকাশিত

ইরানে সরকার-বিরোধী বিক্ষোভ বৃহস্পতিবার থেকে একেবারে চরম পর্যায়ে পৌঁছেছে। দেশের বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে পড়েছেন। সংঘর্ষে অন্তত ৪২ জনের মৃত্যু হয়েছে বলে বিভিন্ন রিপোর্টে দাবি। বহু সরকারি ভবন ও মূর্তি ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা সামনে এসেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গোটা দেশে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে প্রশাসন। রাজধানী তেহরান-সহ একাধিক বড় শহরে কার্যত অচলাবস্থা তৈরি হয়েছে।

এই বিক্ষোভের সূত্রপাত ২৮ ডিসেম্বর, যখন তেহরানের ঐতিহাসিক বাজারে অর্থনৈতিক বিপর্যয়ের বিরুদ্ধে ধর্মঘট শুরু হয়। সরকারি হিসেবে ডিসেম্বর মাসে ইরানে মুদ্রাস্ফীতি বেড়ে দাঁড়ায় ৪২.৫ শতাংশে। ক্রমশ এই আন্দোলনে যোগ দেন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। এখন পর্যন্ত দেশের ৩১টি প্রদেশের ৩৪৮টি এলাকায় ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। ৩৪টি বিশ্ববিদ্যালয়ে অন্তত ৪৬টি প্রতিবাদ কর্মসূচি হয়েছে বলে মানবাধিকার সংগঠনগুলির দাবি। বিক্ষোভকারীরা সরাসরি ধর্মীয় নেতৃত্বের পতনের দাবি তুলেছেন এবং স্লোগানে বারবার উঠে এসেছে নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি-র নাম।

বিক্ষোভ নতুন মাত্রা পায়, যখন পাহলভি রাত আটটায় রাস্তায় নামার ডাক দেন। তাতে তেহরান, মাশহাদ-সহ একাধিক শহরে রাতভর স্লোগান ওঠে—“পাহলভি ফিরবে”, “খামেনেইয়ের পতন চাই”। দক্ষিণ ইরানের ফার্স প্রদেশে প্রাক্তন রেভলিউশনারি গার্ড কমান্ডার কাসেম সোলেইমানি-র মূর্তি ভাঙার ঘটনাও সামনে এসেছে। পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মহল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, প্রতিবাদকারীদের উপর দমন চললে আমেরিকা কঠোর পদক্ষেপ নেবে। অন্যদিকে, রেজা পাহলভি ইউরোপীয় দেশগুলিকে ইরানের জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

ইরানে চলমান গণবিক্ষোভকে শুধুমাত্র সাম্প্রতিক হিংসা ও জনরোষ বিচ্ছিন্ন কোনও ঘটনা নয়। এই আন্দোলনের মূল শিকড় গভীরভাবে প্রোথিত দেশের দীর্ঘদিনের অর্থনৈতিক সংকট, বেকারত্ব, মূল্যবৃদ্ধি এবং রাজনৈতিক দমননীতির মধ্যে। ডিসেম্বরের শেষে তেহরানের বাজার বন্ধ হওয়ার মধ্য দিয়ে যে প্রতিবাদ শুরু হয়, তা আসলে সাধারণ মানুষের নিত্যদিনের জীবনযন্ত্রণার প্রকাশ। ৪২.৫ শতাংশ মুদ্রাস্ফীতি ইরানের মধ্যবিত্ত ও নিম্নবিত্ত সমাজকে কার্যত কোণঠাসা করে দিয়েছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে, অথচ আয় বাড়েনি—এই অসামঞ্জস্যই ক্ষোভকে রাস্তায় নামতে বাধ্য করেছে। তেমনটা মনে করছেন বিশ্লেষকরা।

এই আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ দিক হল, এটি ধীরে ধীরে অর্থনৈতিক প্রতিবাদ থেকে সরাসরি রাজনৈতিক আন্দোলনে রূপ নিয়েছে। বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের সক্রিয় অংশগ্রহণ দেখাচ্ছে যে তরুণ প্রজন্ম বর্তমান ধর্মীয় নেতৃত্বের ভবিষ্যৎ নিয়ে গভীরভাবে অসন্তুষ্ট। বিক্ষোভকারীদের স্লোগানে সর্বোচ্চ নেতা আলি খামেনেইয়ের বিরুদ্ধে সরাসরি আক্রমণ এবং নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি-র নামে স্লোগান উঠে আসা ইঙ্গিত দিচ্ছে, যে দেশে বিকল্প শাসনব্যবস্থার ভাবনা আর গোপনে নেই। রাতের বেলা সংগঠিত বিক্ষোভ এবং প্রতীকী ভাঙচুর—যেমন কাসেম সোলেইমানির মূর্তি অপসারণ—শাসকগোষ্ঠীর প্রতীকী শক্তিকেই চ্যালেঞ্জ করছে।

অন্যদিকে, সরকারের প্রতিক্রিয়া পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। সারা দেশে ইন্টারনেট বন্ধ করা এবং কড়া দমননীতি প্রয়োগ আন্দোলন থামানোর বদলে ক্ষোভকে আরও তীব্র করছে। 

ইতিহাস বলছে, যোগাযোগ বিচ্ছিন্ন করা সাময়িক নিয়ন্ত্রণ আনলেও দীর্ঘমেয়াদে তা আস্থার সংকট বাড়ায়। আন্তর্জাতিক মহলের প্রতিক্রিয়া, বিশেষ করে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি এবং ইউরোপের দিকে পাহলভির আহ্বান, এই আন্দোলনকে আন্তর্জাতিক কূটনীতির পরিসরেও টেনে এনেছে। সব মিলিয়ে, ইরানের বর্তমান বিক্ষোভ একটি গভীর কাঠামোগত সংকটের প্রতিফলন, যা সহজে দমন করা সম্ভব নয়। বিশেষজ্ঞরা মনে করছেন, এই বিক্ষোভ ভবিষ্যতে দেশের রাজনৈতিক গতিপথকে আমূল বদলে দিতে পারে।

আরও পড়ুন: ইরানে রিয়ালের রেকর্ড পতনে দেশজুড়ে বিক্ষোভ, সেন্ট্রাল ব্যাঙ্ক প্রধানের পদত্যাগ

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বিউটি পার্লারে চুল ধোয়াই ডেকে আনতে পারে স্ট্রোক! জানুন বিপদ

বিউটি পার্লারে চুল ধোওয়া বা বিউটি ট্রিটমেন্টের সময় ভুল ভঙ্গিতে ঘাড় রাখলে হতে পারে ‘বিউটি পার্লার স্ট্রোক সিনড্রোম’। কী এই রোগ, উপসর্গ কী, কারা বেশি ঝুঁকিতে—জানুন বিস্তারিত।

এজলাসে হইচই, আইপ্যাক মামলার শুনানি স্থগিত

এজলাসে ভিড় ও হইচইয়ের জেরে আইপ্যাক সংক্রান্ত জোড়া মামলার শুনানি শুরু করা গেল না। বিচারপতি শুভ্রা ঘোষ শুনানি ১৪ জানুয়ারি পর্যন্ত মুলতুবি রাখায় কলকাতা হাই কোর্টে রাজনৈতিক ও আইনি উত্তেজনা বেড়েছে।

হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাটে আসছে ৩ নতুন ফিচার, বদলাবে ব্যবহার

হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাটে যোগ হচ্ছে তিনটি নতুন ফিচার—মেম্বার ট্যাগ, টেক্সট স্টিকার ও ইভেন্ট রিমাইন্ডার। ধাপে ধাপে এই আপডেট সব ব্যবহারকারীর কাছে পৌঁছবে বলে জানাল WhatsApp।

অভিযানের বিরোধিতায় পাল্টা হাই কোর্টে আইপ্যাক কর্ণধারের পরিবার, নথি ছিনতাইয়ের অভিযোগে মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে ইডি—শুক্রবার দু’টি মামলার শুনানির সম্ভাবনা

ইডি-র অভিযানের বিরোধিতায় পাল্টা কলকাতা হাই কোর্টে আইপ্যাক কর্ণধারের পরিবার। নথি ছিনতাইয়ের অভিযোগে মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে ইডিও আদালতে। শুক্রবার দু’টি মামলার শুনানি হতে পারে।

আরও পড়ুন

বিতর্কের কেন্দ্রে ব্রুকলিনের এমডিসি, আইনজীবীরাই যাকে বলেন ‘নরকের মতো’, সেই কারাগারেই মাদুরো

‘নরকের মতো’ বলে পরিচিত নিউইয়র্কের ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে আটক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। কারাগারের ভয়াবহ অবস্থা ও বিতর্কের বিস্তারিত।

বিশ্বের সর্বাধিক তেল মজুত ভেনেজুয়েলায়, তবু কেন উৎপাদনে পিছিয়ে দক্ষিণ আমেরিকার দেশটি?

ভেনেজুয়েলার হাতে বিশ্বের সবচেয়ে বড় তেল ভাণ্ডার—প্রায় ৩০৩ বিলিয়ন ব্যারেল। তবু বিনিয়োগ ঘাটতি, নিষেধাজ্ঞা ও প্রযুক্তিগত সমস্যায় তেল উৎপাদন সম্ভাবনার অনেক নীচে।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে সস্ত্রীক বন্দি করে দেশছাড়া করার দাবি ট্রাম্পের, চলছে সামরিক অভিযান

ভেনেজ়ুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে দেশছাড়া করার দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামরিক অভিযান, জরুরি অবস্থা ও আন্তর্জাতিক উদ্বেগ ঘিরে পরিস্থিতি উত্তপ্ত।