খবর অনলাইনডেস্ক: বিভিন্ন দেশ, বিভিন্ন মহল থেকে বারবার যুদ্ধবিরতির ডাক দেওয়া হলেও সেসব উড়িয়ে লেবাননে স্থল অভিযান শুরু করল ইজরায়েল। দেশটির দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় নির্দিষ্ট লক্ষ্যে এই অভিযান শুরু করা হয়েছে বলে জানিয়েছে ইজরায়েলের সেনা।
ইজরায়েলের সামরিক বাহিনীর এক বিবৃতিতে এই অভিযানের কথা জানানো হয়েছে। তাদের দাবি, ইজরায়েলের সীমান্তবর্তী এলাকাগুলোতে লেবাননের প্রতিরোধযোদ্ধা হিজবুল্লাহকে লক্ষ্য করে বিমান হামলা ও স্থল অভিযান শুরু করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, অভিযানগুলো সীমিত পরিসরে এবং নির্দিষ্ট টার্গেটে করা হচ্ছে। তাদের অভিযানের লক্ষ্যবস্তু যে শুধু হিজবুল্লাহ সেটা জানিয়েছে ইজরায়েল।
হিজবুল্লাহের বিরুদ্ধে গত সপ্তাহ থেকেই যুদ্ধে নেমেছে ইজরায়েল। গত শনিবার রাজধানী বেইরুটে ইজরায়েলি বিমান হামলায় ইরানপন্থী সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর প্রধান নেতা হাসান নাসরুল্লাহ নিহত হন। হিজবুল্লাহর তরফ থেকে বিবৃতি দিয়ে সে খবর নিশ্চিত করা হয়।
যদিও তার পরেও থেমে থাকেনি ইজরায়েল। রবিবার লেবাননে ইজরায়েলের বিমান হামলায় মৃত্যু হয়েছে অন্তত ১০৫ জনের। আহত হয়েছেন সাড়ে তিনশোর বেশি মানুষ। যদিও ইজরায়েলের তরফে দাবি করা হচ্ছে, শুধুমাত্র হিজবুল্লাহকে লক্ষ্যবস্তু করেছে তারা, তবে এই হামলায় অসংখ্য মহিলা ও শিশুর মৃত্যু হচ্ছে।