খবর অনলাইনডেস্ক: গত শনিবারের পর সেভাবে বৃষ্টি দেখেনি দক্ষিণবঙ্গ। কিন্তু নতুন করে আবার ঝড়বৃষ্টির জন্য কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া অনুকূল হয়ে উঠছে। আজ ১ অক্টোবর থেকে অন্তত ১০ অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পরিস্থিতি থাকবে, তবে দুর্যোগের কোনো আশংকা নেই।
স্বস্তির বিষয় হল, আগামী অন্তত ১০ দিন বঙ্গোপসাগর কোনো নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা নেই। সেই কারণেই পুজোতে খুব খারাপ আবহাওয়া থাকবে না। কিন্তু মৌসুমি অক্ষরেখার কারণে বর্ষার স্বাভাবিক বৃষ্টি জারি থাকবে।
প্রসঙ্গত উল্লেখ্য, মৌসুমি অক্ষরেখা গত কয়েক দিন দক্ষিণবঙ্গ ছেড়ে আরও দক্ষিণে অর্থাৎ ওড়িশার ওপর দিয়ে বিস্তৃত হওয়ার ফলে এখানে বৃষ্টি কমে গিয়েছিল। সেই অক্ষরেখা আবার দক্ষিণবঙ্গের ওপরে চলে আসবে। এর ওপরে গত কয়েক দিন ধরে দক্ষিণবঙ্গে যথেষ্ট গরম পড়েছে। গরম, জলীয় বাষ্প এবং মৌসুমি অক্ষরেখার যুগলবন্দিতে এবার বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে।
মঙ্গলবার রাতে ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকছে। এমনকি ২ এবং ৩ অক্টোবরও বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে মনে করা হচ্ছে, আগামী ৬ থেকে ৯ অক্টোবর ঝড়বৃষ্টির দাপট কিছুটা বাড়তে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। বিক্ষিপ্তভাবে অল্প সময়ের জন্য ভারী বৃষ্টিও হতে পারে কোথাও কোথাও। যদিও পুজোর আনন্দ মাটি করার মতো বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না।