Home খবর রাজ্য নিরাপত্তার আশ্বাসই মিলেছে, কাজকের কাজ হয়নি, রাজ্য জুড়ে ফের পূর্ণ কর্মবিরতিতে জুনিয়র...

নিরাপত্তার আশ্বাসই মিলেছে, কাজকের কাজ হয়নি, রাজ্য জুড়ে ফের পূর্ণ কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা

0

খবর অনলাইনডেস্ক: আশঙ্কা ছিলই। সেই আশঙ্কাকে সত্যি করে ফের পূর্ণ কর্মবিরতিতে নামলেন রাজ্যের জুনিয়র ডাক্তাররা। সোমবার দীর্ঘ আট ঘণ্টা বৈঠকের পর নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়েছেন ডাক্তাররা। তাঁদের দাবি, নিরাপত্তার ব্যাপারে সরকারের তরফে শুধু আশ্বাসই মিলেছে, কাজের কাজ কিছু হয়নি।

পানিহাটির সাগর দত্ত মেডিক‍্যাল কলেজে ইতিমধ্যেই কর্মবিরতি চলছে। জুনিয়র ডাক্তারদের সকলে তাকিয়ে ছিলেন সুপ্রিম কোর্টে সোমবারের আরজি কর মামলার শুনানির দিকে। গত শনিবারের জিবি বৈঠকে হুঁশিয়ারি দিয়ে রেখেছিলেন, রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে পূর্ণ কর্মবিরতি করবেন তাঁরা। সেই পথেই হাঁটলেন তাঁরা।

উল্লেখ্য, সোমবারের শুনানিতে কড়া নির্দেশ দেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। সোমবার মামলার শুনানিতে প্রধান বিচারপতি স্পষ্ট জানিয়ে দেন, সমস্ত জরুরি পরিষেবার দায়িত্বে থাকবেন জুনিয়র ডাক্তাররাই। আউটপেশেন্ট ডিপার্টমেন্ট (ওপিডি), ইনপেশেন্ট ডিপার্টমেন্ট (আইপিডি)-সহ অন্যান্য প্রয়োজনীয় পরিষেবাগুলিতেও তাঁদের উপস্থিতি নিশ্চিত করতে হবে। প্রধান বিচারপতির এই মন্তব্যের পর জুনিয়র ডাক্তারদের তরফে জানানো হয়েছে, তাঁরা নিজেদের মধ্যে আলোচনা করে শীঘ্রই পরবর্তী পদক্ষেপের কথা জানাবেন। এর পরেই দীর্ঘ আট ঘণ্টার জিবি বৈঠক হয়। তার পরেই কর্মবিরতির সিদ্ধান্ত।

প্রসঙ্গত উল্লেখ্য, মুখ্যসচিব মনোজ পন্থের সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠকে যে সমস্ত বিষয় নিয়ে সহমত হয়েছিল, সেগুলির বাস্তবায়ন এখনও সম্পূর্ণ হয়নি বলে অভিযোগ করেছেন জুনিয়র ডাক্তাররা। বিশেষ করে, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে যে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছিল, তার মধ্যে কিছু সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। কিন্তু সেগুলির কার্যকর নজরদারি চালানোর জন্য এখনও কাউকে নিয়োগ করা হয়নি।

এখন দেখার জুনিয়র ডাক্তারদের নতুন করে এই কর্মবিরতি শুরু করার ফলে রাজ্য সরকারের তরফে নিরাপত্তার ব্যাপারে দ্রুত কোনো পদক্ষেপ করা হয় কি না।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version