Homeখবরবিদেশগাজা অভিমুখী সাহায্যবাহী নৌবহর আটক, ১৩টি নৌকা থামাল ইজরায়েলি সেনা, বিশ্বজুড়ে প্রতিবাদ

গাজা অভিমুখী সাহায্যবাহী নৌবহর আটক, ১৩টি নৌকা থামাল ইজরায়েলি সেনা, বিশ্বজুড়ে প্রতিবাদ

প্রকাশিত

পূর্ব ভূমধ্যসাগরে বড়সড় উত্তেজনা। গাজা উপত্যকার উদ্দেশ্যে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলা-র ১৩টি নৌকা বৃহস্পতিবার আটক করল ইসরায়েলি সেনা। তবে বাকি প্রায় ৩০টি নৌকা এখনও গন্তব্যের দিকে রওনা রয়েছে। সংগঠকদের দাবি, এগুলির লক্ষ্য গাজায় ওষুধ ও খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া।

ইসরায়েলের বিদেশ মন্ত্রক জানিয়েছে, আটক হওয়া নৌকাগুলির যাত্রীদের নিরাপদে একটি ইসরায়েলি বন্দরে নিয়ে যাওয়া হচ্ছে। এদের মধ্যে ছিলেন সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থানবার্গ। সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিওয় তাঁকে ঘিরে থাকা ইসরায়েলি সেনাদের দেখা গিয়েছে।

ফ্লোটিলায় প্রায় ৫০০ জন অংশ নিয়েছেন— তাঁদের মধ্যে রয়েছেন বিভিন্ন দেশের সংসদ সদস্য, আইনজীবী ও মানবাধিকারকর্মী। সংগঠকদের অভিযোগ, আন্তর্জাতিক জলে অভিযান চালিয়ে ইসরায়েল তাঁদের অবৈধভাবে আটক করেছে। এক বিবৃতিতে তাঁরা অভিযানে ব্যবহৃত জলকামানকে “যুদ্ধাপরাধ” বলে উল্লেখ করেছেন।

ঘটনার জেরে আন্তর্জাতিক মহলে নিন্দা শুরু হয়েছে।

  • তুরস্ক, মালয়েশিয়া ও কলোম্বিয়া ইসরায়েলের পদক্ষেপের নিন্দা করেছে।
  • কলোম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো দুই কলোম্বিয়ান নাগরিক আটক হওয়ায় ইসরায়েলি কূটনৈতিকদের বহিষ্কারের নির্দেশ দিয়েছেন।
  • ইতালিতে ইউনিয়নগুলি সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে।
  • প্রতিবাদ হয়েছে গ্রিস, জার্মানি, তিউনিশিয়া।

ইসরায়েল অবশ্য দাবি করেছে, গাজা একটি সক্রিয় যুদ্ধক্ষেত্র এবং বৈধ অবরোধ বলবৎ রয়েছে। যেকোনও মানবিক সাহায্য বৈধ পথে পৌঁছে দেওয়ার প্রস্তাব দেওয়া হলেও ফ্লোটিলা তা প্রত্যাখ্যান করেছে।

তবুও, ফ্লোটিলার আয়োজকরা জানাচ্ছেন, তাঁদের মিশন অব্যাহত থাকবে। আটক হওয়া ১৩টি নৌকা গাজার ৭০ নটিক্যাল মাইল দূরে থামানো হয়, তবে বাকি ৩০টি নৌকা এখনও গন্তব্যের ৪৬ নটিক্যাল মাইল দূরত্বে এগোচ্ছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

৮ বছরে বলিউডে কাজ কমেছে, ‘রোজা’র দিন আজও ভুলতে পারেন না: অকপট এ আর রহমান

বলিউডে গত আট বছরে কাজ কমে যাওয়ার কথা স্বীকার করলেন অস্কারজয়ী সঙ্গীত পরিচালক এ আর রহমান। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ‘রোজা’ থেকে বর্তমান, সঙ্গীত সফর ও বদলে যাওয়া সময় নিয়ে মুখ খুললেন তিনি।

ভোটের আগে বাংলায় রেলের বরাদ্দ ১৩ হাজার কোটি, অমৃতভারত প্রকল্পে আন্তর্জাতিক মানের হবে এনজেপি

ভোটমুখী পশ্চিমবঙ্গে রেলের জন্য প্রায় ১৩ হাজার কোটি টাকা বরাদ্দের ঘোষণা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। অমৃতভারত প্রকল্পে নিউ জলপাইগুড়ি স্টেশনকে আন্তর্জাতিক মানে গড়ে তোলার কাজ চলছে।

মোজা পরেও পা বরফের মতো ঠান্ডা? কারণ জানলে সমাধান সহজ

শীতে মোজা পরেও পা হিমশীতল কেন থাকে? রক্ত সঞ্চালন থেকে শুরু করে মোজার ধরন—কারণ ও প্রতিকার জানুন সহজ ভাষায়।

গৌরী লঙ্কেশ হত্যা মামলার অভিযুক্ত শ্রীকান্ত পাঙ্গারকর জালনা পুরসভার কাউন্সিলর নির্বাচিত

সাংবাদিক-অ্যাক্টিভিস্ট গৌরী লঙ্কেশ হত্যা মামলার অভিযুক্ত শ্রীকান্ত পাঙ্গারকর মহারাষ্ট্রের জালনা পুরসভার কাউন্সিলর নির্বাচিত। স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজেপি প্রার্থীকে হারালেন তিনি।

আরও পড়ুন

ইরানের সঙ্গে বাণিজ্যে ২৫% শুল্কের হুঁশিয়ারি ট্রাম্পের, কী প্রভাব পড়বে ভারতের উপর?

ইরানের সঙ্গে বাণিজ্য করলে ২৫ শতাংশ শুল্কের হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের। ভারতের সঙ্গে ইরানের ১.৩৪ বিলিয়ন ডলারের বাণিজ্য নিয়ে উদ্বেগ বাড়ছে।

ইরানে কেন এতো তীব্র হল গণবিক্ষোভ?

রানে সরকার-বিরোধী গণবিক্ষোভ চরমে। ৪২ জনের মৃত্যুর দাবি, ইন্টারনেট বন্ধ করে কড়া দমন প্রশাসনের। অর্থনৈতিক সংকট ও ধর্মীয় নেতৃত্বের বিরুদ্ধে আন্দোলন ছড়িয়েছে ৩১টি প্রদেশে।

বিতর্কের কেন্দ্রে ব্রুকলিনের এমডিসি, আইনজীবীরাই যাকে বলেন ‘নরকের মতো’, সেই কারাগারেই মাদুরো

‘নরকের মতো’ বলে পরিচিত নিউইয়র্কের ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে আটক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। কারাগারের ভয়াবহ অবস্থা ও বিতর্কের বিস্তারিত।