পূর্ব ভূমধ্যসাগরে বড়সড় উত্তেজনা। গাজা উপত্যকার উদ্দেশ্যে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলা-র ১৩টি নৌকা বৃহস্পতিবার আটক করল ইসরায়েলি সেনা। তবে বাকি প্রায় ৩০টি নৌকা এখনও গন্তব্যের দিকে রওনা রয়েছে। সংগঠকদের দাবি, এগুলির লক্ষ্য গাজায় ওষুধ ও খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া।
ইসরায়েলের বিদেশ মন্ত্রক জানিয়েছে, আটক হওয়া নৌকাগুলির যাত্রীদের নিরাপদে একটি ইসরায়েলি বন্দরে নিয়ে যাওয়া হচ্ছে। এদের মধ্যে ছিলেন সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থানবার্গ। সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিওয় তাঁকে ঘিরে থাকা ইসরায়েলি সেনাদের দেখা গিয়েছে।
ফ্লোটিলায় প্রায় ৫০০ জন অংশ নিয়েছেন— তাঁদের মধ্যে রয়েছেন বিভিন্ন দেশের সংসদ সদস্য, আইনজীবী ও মানবাধিকারকর্মী। সংগঠকদের অভিযোগ, আন্তর্জাতিক জলে অভিযান চালিয়ে ইসরায়েল তাঁদের অবৈধভাবে আটক করেছে। এক বিবৃতিতে তাঁরা অভিযানে ব্যবহৃত জলকামানকে “যুদ্ধাপরাধ” বলে উল্লেখ করেছেন।
ঘটনার জেরে আন্তর্জাতিক মহলে নিন্দা শুরু হয়েছে।

- তুরস্ক, মালয়েশিয়া ও কলোম্বিয়া ইসরায়েলের পদক্ষেপের নিন্দা করেছে।
- কলোম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো দুই কলোম্বিয়ান নাগরিক আটক হওয়ায় ইসরায়েলি কূটনৈতিকদের বহিষ্কারের নির্দেশ দিয়েছেন।
- ইতালিতে ইউনিয়নগুলি সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে।
- প্রতিবাদ হয়েছে গ্রিস, জার্মানি, তিউনিশিয়া।
Manifestaciones en Grecia, Turquía, Alemania y París por el secuestro del gobierno 1sraelí a la flotilla de barcos que llevan ayuda a Gaza.
— 𝖁𝖊𝖗ó𝖓𝖎𝖈𝖆 𝕯𝖊𝖒𝖔𝖓𝖎𝖆 (@taller2006) October 1, 2025
¿Qué espera el gobierno de México para romper relaciones con 1srael si ya lo reconoció como genocida? pic.twitter.com/ullqUS4vF1
ইসরায়েল অবশ্য দাবি করেছে, গাজা একটি সক্রিয় যুদ্ধক্ষেত্র এবং বৈধ অবরোধ বলবৎ রয়েছে। যেকোনও মানবিক সাহায্য বৈধ পথে পৌঁছে দেওয়ার প্রস্তাব দেওয়া হলেও ফ্লোটিলা তা প্রত্যাখ্যান করেছে।
তবুও, ফ্লোটিলার আয়োজকরা জানাচ্ছেন, তাঁদের মিশন অব্যাহত থাকবে। আটক হওয়া ১৩টি নৌকা গাজার ৭০ নটিক্যাল মাইল দূরে থামানো হয়, তবে বাকি ৩০টি নৌকা এখনও গন্তব্যের ৪৬ নটিক্যাল মাইল দূরত্বে এগোচ্ছে।
Madrid, esta noche
— Olga Rodríguez Francisco ✍️ (@olgarodriguezfr) October 1, 2025
Gente en la calle protestando contra la interceptación por Israel de la flotilla que pretende romper el bloqueo de Gaza para acabar con el hambre provocada y las matanzas diarias pic.twitter.com/lO9Fn6S4U9