Homeখবরবিদেশব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার বদলা! ইরানে সামরিক লক্ষ্যবস্তুতে নির্ভুল নিশানা ইজরায়েলের

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার বদলা! ইরানে সামরিক লক্ষ্যবস্তুতে নির্ভুল নিশানা ইজরায়েলের

প্রকাশিত

শনিবার ভোরে ইরানে সামরিক লক্ষ্যবস্তুতে ইজরায়েল বিমান হামলা চালিয়েছে বলে জানিয়েছে। ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনী (IDF) এই হামলার কারণ হিসেবে উল্লেখ করেছে যে ১ অক্টোবর ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ হিসেবেই এই হামলা চালানো হয়েছে। ইরানের কোনো ক্ষতি হয়েছে কি না, সেই বিষয়ে তাৎক্ষণিক কোনো তথ্য পাওয়া যায়নি।

ইজরায়েলের সামরিক বাহিনী এই হামলাকে “ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে নির্ভুল হামলা” হিসেবে অভিহিত করেছে। তবে তারা বিস্তারিত তথ্য জানায়নি। IDF মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি একটি টেলিভিশন বিবৃতিতে বলেন, “ইরানের শাসন এবং তাদের আঞ্চলিক সহযোগীরা অক্টোবরের ৭ তারিখ থেকে সরাসরি ইরানি ভূখণ্ড থেকে ইজরায়েলের বিরুদ্ধে একাধিক আক্রমণ চালিয়ে আসছে। প্রতিটি স্বাধীন দেশের মতো ইজরায়েলেরও প্রতিরোধের অধিকার রয়েছে।”

IDF মুখপাত্র আরও জানিয়েছেন যে ইজরায়েলের প্রতিরক্ষা ও আক্রমণাত্মক সক্ষমতা সম্পূর্ণভাবে সক্রিয় করা হয়েছে এবং ইজরায়েলের সুরক্ষা নিশ্চিত করতে যা যা প্রয়োজন তা করতে প্রতিশ্রুতিবদ্ধ। এরই মধ্যে ইরান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, তেহরান এবং আশেপাশের এলাকায় শোনা গিয়েছিল বিস্ফোরণের শব্দ, যা ইরানের বিমান প্রতিরক্ষা কার্যক্রমের কারণে হয়েছিল।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে যে তেহরান এবং কাছাকাছি শহর কারাজেও শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে যে, তেহরানের আকাশে কোনো রকেট বা বিমানের উপস্থিতি সম্পর্কে এখনো কোনো প্রমাণ পাওয়া যায়নি।

ইরানের অজ্ঞাতনামা গোয়েন্দা সূত্রে বলা হয়েছে যে, বিস্ফোরণের শব্দের কারণ হিসেবে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সক্রিয়তাকে সম্ভাব্য উৎস বলে মনে করা হচ্ছে। ইরানের কর্তৃপক্ষ ইতিমধ্যেই ইজরায়েলকে সতর্ক করে বলেছে যে, যেকোনো হামলার প্রতিশোধ অত্যন্ত কঠোরভাবে নেওয়া হবে।

হোয়াইট হাউস সূত্রে জানা গেছে, ইজরায়েল তাদের এই আক্রমণের পরিকল্পনা যুক্তরাষ্ট্রকে আগে থেকেই জানিয়েছিল। তবে যুক্তরাষ্ট্র সরাসরি এই অপারেশনে জড়িত ছিল না। মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র শন স্যাভেট এক বিবৃতিতে জানান, “ইজরায়েল তার আত্মরক্ষার অধিকারেই এই হামলা চালাচ্ছে এবং এটি ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়া হিসেবেই করা হয়েছে।”

এই হামলার সময় সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে যে, দামেস্কের আশেপাশে এবং মধ্যাঞ্চলেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন ঘিরে তর্ক-বিতর্কে উত্তাল সর্বদল বৈঠক, সিইও জানালেন—’আমি এখানে পোস্ট অফিসের ভূমিকায়’

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে সর্বদল বৈঠকে উত্তপ্ত বাক্যবিনিময়। তৃণমূল, বিজেপি, বামফ্রন্ট—সকলের প্রশ্নে মুখোমুখি সিইও মনোজকুমার আগরওয়াল, জানালেন তিনি কেবল বার্তা পৌঁছে দেওয়ার কাজ করবেন।

৬ নভেম্বর শুরু ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, উত্তম-সুচিত্রার ‘সপ্তপদী’ উদ্বোধনী ছবি

আলো, ক্যামেরা, অ্যাকশন— ফের চলচ্চিত্র উৎসবের শহর হয়ে উঠছে কলকাতা। আগামী ৬ নভেম্বর থেকে...

WhatsApp-এ স্টোরেজ ম্যানেজমেন্ট এবার আরও সহজ! চ্যাট স্ক্রিন থেকেই বড় ফাইল ডিলিটের নতুন ফিচার

WhatsApp ব্যবহারকারীদের জন্য এল নতুন স্টোরেজ ম্যানেজমেন্ট ফিচার। এখন চ্যাট ইনফো স্ক্রিন থেকেই বড় ভিডিও ও ফাইল সহজে ডিলিট করুন। জানুন কীভাবে কাজ করবে এই নতুন আপডেট।

SIR ঘোষণা হতেই ফের এনআরসি আতঙ্ক! আগরপাড়ায় আত্মঘাতী প্রৌঢ়, মুখ্যমন্ত্রীর তীব্র প্রতিক্রিয়া

আগরপাড়ায় এনআরসি আতঙ্কে আত্মঘাতী প্রদীপ কর। ঘটনাস্থলে পুলিশ কমিশনার। মুখ্যমন্ত্রীর তীব্র ক্ষোভ— “বাংলা এনআরসি মানবে না।”

আরও পড়ুন

কলকাতা-গুয়াংঝাউ উড়ান চালু, ভারত-চিনের সম্পর্কে উষ্ণতার ইঙ্গিত

কলকাতা: দীর্ঘ পাঁচ বছর পর আবার শুরু হল ভারত ও চিনের মধ্যে সরাসরি বিমান...

বামপন্থী নির্দল ক্যাথরিন কনোলি আয়ারল্যান্ডের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত

ডাবলিন (আয়ারল্যান্ড): বামপন্থী নির্দল প্রার্থী ক্যাথরিন কনোলি আয়ারল্যান্ডের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হতে চলেছেন। তাঁর...

ভারত থাকবে দ্রুততম ক্রমবর্ধমান অর্থনীতির তালিকায়, আইএমএফ-এর পূর্বাভাস অনুযায়ী বৃদ্ধির হার ৬.৬%

নয়াদিল্লি: আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ, IMF) সর্বশেষ বিশ্ব অর্থনৈতিক পূর্বাভাসে (ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক, WEO)...