Homeখবরবিদেশগাজার স্কুলে ইজরায়েলি হামলা, নিহত শতাধিক ঘরছাড়া মানুষ

গাজার স্কুলে ইজরায়েলি হামলা, নিহত শতাধিক ঘরছাড়া মানুষ

প্রকাশিত

পূর্ব গাজায় একটি স্কুল বাড়িতে আশ্রয় নেওয়া গৃহহীন মানুষকে লক্ষ্য করে ইজরায়েলি হামলা! শনিবার প্যালেস্তাইনের সরকারি বার্তা সংস্থা WAFA-র রিপোর্ট উল্লেখ করে রয়টার্স জানিয়েছে, ওই হামলায় ১০০ জনেরও বেশি মানুষ নিহত এবং আরও কয়েক ডজন আহত হয়েছে। হামাস-চালিত গাজার সরকারি সংবাদ সংস্থার মতে, প্রার্থনা করার সময় এই হামলা ঘটে।

এক বিবৃতিতে সরকারি সংবাদ সংস্থা বলেছে, “ফজরের (ভোরের) নামাজ পড়ার সময় ঘরছাড়া লোকদের লক্ষ্য করে ইজরায়েলি হামলা চালানো হয়েছিল। এমন একটি সময়ে হামলা চালানোর ফলে হতাহতের সংখ্যা দ্রুত বৃদ্ধি পেয়েছে।” হামলার আগে, সুনির্দিষ্ট যুদ্ধাস্ত্র ব্যবহার, আকাশে নজরদারি এবং গোয়েন্দা তথ্য সহ বেসামরিকদের ক্ষতির ঝুঁকি কমানোর জন্য অনেক পদক্ষেপ নেওয়া হয়েছিল বলেও দাবি তাদের।

বিবৃতিতে আরও বলা হয়েছে, “আইএএফ (ইজরায়েলি বিমান বাহিনী) আল-তাবাঈন স্কুলের আশ্রয় শিবিরে এবং দারাজ তুফাহের একটি মসজিদের পাশে অবস্থিত হামাস কমান্ড ও কন্ট্রোল সেন্টারের মধ্যে কর্মরত হামাস সদস্যদের টার্গেট করেছিল। এই জায়গাটি এখন গাজা শহরের বাসিন্দাদের জন্য আশ্রয়স্থল হিসাবে ব্যবহৃত হয়। “

উল্লেখ্য, আগের সপ্তাহে গাজা জুড়ে চারটি স্কুলে হামলা চালানো হয় বলে দাবি। তার পর ফের নতুন এই হামলা চালানো হয়। গত অক্টোবরে প্যালেস্তেনীয় সংগঠনের বিরুদ্ধে পূর্ণ মাত্রায় সামরিক অভিযান শুরু করার পর থেকে ইজরায়েল গাজা জুড়ে স্কুল-সহ ভবনগুলিতে হামলা চালাচ্ছে। তাদের দাবি, “হামাস কমান্ড কন্ট্রোল সেন্টার” থেকে পরিচালিত প্রাঙ্গনে “সন্ত্রাসবাদী” রয়েছে।

প্রসঙ্গত, তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়া এবং বেইরুটে লেবানিজ গ্রুপ হিজবুল্লার একজন সিনিয়র সামরিক কমান্ডার ফুয়াদ শুকরেরকে হত্যার পর মধ্যপ্রাচ্য ক্রমশ উত্তপ্ত হয়ে উঠেছে। এই জোড়া হত্যাকাণ্ডের পর, উভয় তরফে চলছে হুশিয়ারি, পাল্টা হুশিয়ারি। সম্ভাব্য বৃহত্তর সংঘাতের ক্রমবর্ধমান আশঙ্কা তৈরি হয়েছে। যার জের যুক্তরাজ্য এবং মিশর তাদের এয়ারলাইনগুলির জন্য ইরান এবং লেবাননের আকাশসীমা এড়ানোর পরামর্শ জারি করতে বাধ্য করেছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আলোর উৎসবের প্রস্তুতিতে ব্যস্ত শহর, কালীপুজোর আগে শেষ টান শিল্পীদের তুলিতে

আর মাত্র দিন তিনেক বাকি কালীপুজো ও দীপাবলির। আলোর উৎসবের আগে ব্যস্ত শহর কলকাতা— কোথাও কালীমূর্তিতে তুলির শেষ টান, কোথাও দীপাবলির লাড্ডু তৈরির তোরজোড়। ক্যামেরাবন্দি করলেন চিত্র সাংবাদিক রাজীব বসু।

সুদীপের ৯৮ ও সুমন্তের অপরাজিত ৮২ রানের দৌলতে রনজিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা

রনজি ট্রফিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা। সুদীপ চট্টোপাধ্যায়ের ৯৮ ও সুমন্ত গুপ্তের অপরাজিত ৮২ রানের দৌলতে প্রথম ইনিংসে ৬১ রানে লিড। শুক্রবার লিড আরও বাড়ানোর লক্ষ্য বাংলার।

বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় ভারত, মার্সার রিপোর্টে উদ্বেগজনক তথ্য

মার্সার সিএফএ ইনস্টিটিউট গ্লোবাল পেনশন ইনডেক্স ২০২৫-এ বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় স্থান পেল ভারত। দেশটির রেটিং ‘Grade D’, যেখানে পেনশন কাঠামোয় বড় ঘাটতি নির্দেশ করেছে রিপোর্ট।

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় কি সত্যিই নিরাপদ? নতুন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য, বাড়ছে ফ্যাটি লিভারের ঝুঁকি

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় খেলে ক্ষতি হয় না— এমন ধারণা ভ্রান্ত। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, কৃত্রিম শর্করা দেওয়া পানীয় ফ্যাটি লিভারের ঝুঁকি ৫০–৬০% পর্যন্ত বাড়িয়ে দেয়।

আরও পড়ুন

২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো

২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন ভেনেজুয়েলার গণতন্ত্রকামী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো। একনায়কতন্ত্রের বিরুদ্ধে লড়াই ও শান্তিপূর্ণ গণতান্ত্রিক রূপান্তরের জন্য স্বীকৃতি। ট্রাম্পের দাবি সত্ত্বেও নোবেল পেলেন না প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট।

গাজা শান্তি প্রচেষ্টায় আমেরিকার প্রস্তাবে অংশিক রাজি হামাস, ডোনাল্ড ট্রাম্পকে প্রশংসা প্রধানমন্ত্রী মোদীর 

গাজা সংঘাত নিরসনে মার্কিন প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রচেষ্টাকে প্রশংসা করলেন ভারতের প্রধানমন্ত্রী...

গাজা অভিমুখী সাহায্যবাহী নৌবহর আটক, ১৩টি নৌকা থামাল ইজরায়েলি সেনা, বিশ্বজুড়ে প্রতিবাদ

গাজায় সাহায্য নিয়ে যাওয়া ৪০টির বেশি নৌকার মধ্যে ১৩টি আটক করল ইসরায়েল। বাকিগুলি এগোচ্ছে গন্তব্যে। অভিযানে আটক কর্মীদের মধ্যে ছিলেন গ্রেটা থানবার্গও।