মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (NSA) ও আইনজীবী জেক সুলিভান তীব্র আক্রমণ শানালেন ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে। তাঁর অভিযোগ, পাকিস্তানে ট্রাম্প পরিবারের ব্যবসার স্বার্থে আমেরিকা-ভারত সম্পর্ক বিসর্জন দিয়েছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট। এর ফলে শুধু ভারতের সঙ্গে নয়, গোটা বিশ্বে আমেরিকার কূটনৈতিক বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত হয়েছে।
MeidasTouch ইউটিউব চ্যানেলে এক সাক্ষাৎকারে সুলিভান বলেন, “আমরা বহু দশক ধরে ভারতের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছি। বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের সঙ্গে প্রযুক্তি, প্রতিভা, অর্থনীতি এবং চীনের মতো কৌশলগত হুমকি মোকাবিলায় জোটবদ্ধ হওয়া উচিত। আর এখন পাকিস্তানের সঙ্গে ট্রাম্প পরিবারের ব্যবসার কারণে এই সম্পর্ক বিসর্জন দেওয়া হয়েছে। এটি যুক্তরাষ্ট্রের নিজেদের জন্যই এক বড় কৌশলগত ক্ষতি।”
উল্লেখ্য, ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পাহলগাম হামলার পর থেকে ভারত-পাকিস্তান উত্তেজনা বাড়ে। সেই সময়েই ট্রাম্প দাবি করেছিলেন, তিনি নাকি ভারত-পাকিস্তান দ্বন্দ্ব মিটিয়ে দেবেন। কিন্তু সুলিভানের কথায়, বাস্তবে তিনি ভারতের প্রতি আস্থাহীনতার বার্তা দিয়েছেন।
সুলিভান আরও বলেন, “আমাদের বন্ধুরা—জার্মানি, জাপান, কানাডা—সবাই এই পরিস্থিতি দেখে ভাবছে, আগামীকাল তাদের সঙ্গেও এমন হতে পারে। এতে বিশ্বজুড়ে আমেরিকার উপর আস্থা কমছে। আমাদের শক্তি সবসময় ছিল প্রতিশ্রুতি রক্ষা করা। কিন্তু এখন ভারত সম্পর্কিত যা ঘটছে, তার প্রভাব সরাসরি যেমন মারাত্মক, তেমনই তা গোটা বিশ্বের সঙ্গে সম্পর্কেও ঢেউ তুলছে।”
তিনি সতর্ক করেন, আমেরিকার বন্ধু দেশগুলি যদি সিদ্ধান্ত নেয় যে, যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করা যায় না, তবে তা দীর্ঘমেয়াদে মার্কিন জনগণের স্বার্থবিরোধী হবে।
দেশ-বিদেশির সব খবর পড়ুন এখানে